বিজ্ঞপ্তি

আমরা সম্প্রতি প্রকাশনা পৃষ্ঠার আপডেটের ঘোষণা করেছি। আরও তথ্য জানতে এখানে পড়ুন

প্রত্যেকটি লেবেলের মানে কী?

লেবেল হল এমন এক পূর্বনির্ধারিত পরিভাষা যা আপনার খবরের সাইটের বিভিন্ন অংশের বর্ণনা দেয় এবং Google-কে আপনার কন্টেন্ট শ্রেণীবদ্ধ করতে সহায়তা করার জন্য ইঙ্গিত হিসেবে কাজ করে। পৃথিবীব্যাপী কন্টেন্ট তৈরি করার ব্যাপারে দ্রুত পরিবর্তন হওয়া সত্ত্বেও ব্যবহারকারীদের প্রয়োজনমতো তথ্য অ্যাক্সেস করতে বিভিন্ন সহায়ক উপায় প্রদান করতে পারব বলে আশা রাখি।

কখনও কখনও, প্রকাশক কেন্দ্রে প্রকাশকদের উপযুক্ত ট্যাগ বেছে নেওয়া বা HTML মার্ক-আপে ট্যাগ ব্যবহার করার মাধ্যমে লেবেলের প্রয়োগ নির্ধারিত হয়। আপনার কন্টেন্ট বিশেষ লেবেলের ধরনের জন্য উপযুক্ত বলে আমাদের সিস্টেম ঠিক করলে, Google অ্যালগরিদম ব্যবহার করে লেবেল প্রয়োগ করতে পারে বা নাও পারে।

গুরুত্বপূর্ণ: বিশেষ কোনো লেবেল আপনার সাইটের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে মনে করলে, Google News টিমের সাথে যোগাযোগ করুন। ব্যবহারকারীরা যাতে তাদের পছন্দের কন্টেন্ট চিনতে এবং বেছে নিতে পারেন, সেই জন্য আমরা ক্রমাগত নতুন লেবেল যোগ করতে থাকি। এই নিবন্ধে সূচিবদ্ধ নেই এমন লেবেল অ্যালগরিদমের মাধ্যমে প্রয়োগ করা হয়।

কখন লেবেল প্রয়োগ করতে হবে

প্রকাশক কেন্দ্রে আপনার প্রকাশনা সম্পর্কে আমাদের রেকর্ড দেখার সময়, আপনার পুরো সাইট বা সেটির কিছু অংশের কন্টেন্টের ক্ষেত্রে প্রযোজ্য সবকটি লেবেল বেছে নিন।

আপনি বিভিন্নভাবে লেবেল প্রয়োগ করতে পারেন:

  • আপনার প্রকাশ করা সব কন্টেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হলে ডোমেন লেভেল লেবেল প্রয়োগ করুন। যেমন, theonion.com তাদের পুরো ডোমেনকে ব্যাঙ্গ হিসেবে সেট করবে।
  • "মতামত" বা "ব্যাঙ্গ" বিভাগকে চিহ্নিত করতে, বিভাগীয় লেভেল লেবেল প্রয়োগ করুন। যেমন, pennlive.com তাদের pennlive.com/opinion বিভাগকে শুধু মতামত হিসেবে লেবেল করবে।
  • একটি বিভাগে একাধিক লেবেল যোগ করতে বিভাগটিকে একাধিকবার যোগ করুন।

লেবেলের ধরন

গুরুত্বপূর্ণ: এই লেবেলগুলি হল সাজেশন যা Google-কে আপনার কন্টেন্ট আরও ভালভাবে শ্রেণীভুক্ত করতে সাহায্য করবে। আমাদের অ্যালগরিদম অনুযায়ী এগুলি অপ্রাসঙ্গিক হলে, খবরের বিভিন্ন সারফেসে আপনার কন্টেন্টের পাশে এগুলি নাও দেখানো হতে পারে।

লেবেলের ধরনের উদাহরণ নিচে দেওয়া হল:

মতামত
যেসব প্রকাশক তাদের ডোমেন বা সাইটের ইউআরএলের একটি বিভাগকে মতামত হিসেবে চিহ্নিত করেছেন, Google News-এ তাদের প্রকাশনার নামের পাশে হয়ত "মতামত" লেবেল দেখা যাবে। আপনার সব কন্টেন্ট মতামত হলে এই লেবেল ডোমেন লেভেলে প্রয়োগ করুন। এছাড়া, আপনার সাইটের নির্দিষ্ট বিভাগীয় ইউআরএলে আপনি এই লেবেল প্রয়োগ করতে পারেন।
ব্যাঙ্গ

যেসব প্রকাশক তাদের কন্টেন্টকে ব্যাঙ্গ হিসেবে শনাক্ত করেছেন, Google News-এ তাদের প্রকাশনার নামের পাশে হয়ত "ব্যাঙ্গ" লেবেল দেখা যাবে। আপনি প্রধানত ব্যাঙ্গাত্মক কন্টেন্ট প্রকাশ করলে এই লেবেল ডোমেন লেভেলে প্রয়োগ করুন। এছাড়া, আপনার সাইটের নির্দিষ্ট বিভাগীয় ইউআরএলে আপনি এই লেবেল প্রয়োগ করতে পারেন।

ব্যবহারকারীর তৈরি করা

এই লেবেল দিয়ে নিজেদের কন্টেন্ট শনাক্ত করেছেন এমন প্রকাশকরা Google News-এ তাদের প্রকাশনার নামের পাশে হয়ত "ব্যবহারকারীর তৈরি করা" লেবেল দেখতে পাবেন। আপনার সাইটে আপনি প্রধানত খবর হওয়ার পক্ষে উপযুক্ত ব্যবহারকারীর তৈরি কন্টেন্ট প্রকাশ করলে এবং সেটি সম্পাদকীয় পর্যালোচনা করা হলে আপনার প্রকাশনার জন্য এই লেবেল ব্যবহার করুন। এছাড়া, আপনার সাইটের নির্দিষ্ট বিভাগীয় ইউআরএলে আপনি এই লেবেল প্রয়োগ করতে পারেন।

প্রেস রিলিজ

এই লেবেল দিয়ে নিজেদের কন্টেন্ট শনাক্ত করেছেন এমন প্রকাশকরা Google News-এ তাদের প্রকাশনার নামের পাশে হয়ত "প্রেস রিলিজ" লেবেল দেখতে পাবেন। আপনি প্রধানত আপনার সাইট বা ডোমেনে প্রেস রিলিজ (যেমন www.kodak.com/lk/en/corp/press_center) প্রকাশ করলে ডোমেনে এই লেবেল প্রয়োগ করুন। এছাড়া, আপনার সাইটের নির্দিষ্ট বিভাগীয় ইউআরএলে আপনি এই লেবেল প্রয়োগ করতে পারেন।

ব্লগ

যেসব প্রকাশক তাদের কন্টেন্টকে ব্লগ হিসেবে শনাক্ত করেছেন, Google News-এ তাদের প্রকাশনার নামের পাশে হয়ত "ব্লগ" লেবেল দেখা যাবে। আপনি প্রধানত খবর হওয়ার পক্ষে উপযুক্ত ব্লগ প্রকাশ করলে আপনার ডোমেনে এই লেবেল প্রয়োগ করুন। এছাড়া, আপনার সাইটের নির্দিষ্ট বিভাগীয় ইউআরএলে আপনি এই লেবেল প্রয়োগ করতে পারেন

লেবেল যোগ ও ম্যানেজ করুন

আপনি কী ধরনের কন্টেন্ট প্রকাশ করেন তা শনাক্ত করার কাজে Google-কে সাহায্য করতে, আপনার ডোমেন বা বিভাগ লেভেলে কন্টেন্ট লেবেলের সাথে এই লেবেলগুলিকে সম্পর্কযুক্ত করতে পারেন। কন্টেন্ট লেবেল কীভাবে ম্যানেজ করবেন সেই বিষয়ে আরও জানুন

কন্টেন্ট লেবেল থেকে লেবেল সরানো যাবে না। আপনি কোনও লেবেল মুছে দিতে চাইলে, সেটির সাথে সম্পর্কিত কন্টেন্ট লেবেল আপনাকে মুছে দিতে হবে। কন্টেন্ট লেবেল কীভাবে মুছতে হবে সেসম্পর্কে আরও জানুন

সত্যতা যাচাই

এই লেবেল schema.org ClaimReview মার্ক-আপ করা সত্যতা যাচাই করার কন্টেন্ট আছে, এমন ধরনের প্রকাশিত খবরে ব্যবহার করা হয়। যেমন, একাধিক বিশ্লেষণ ভিত্তিক অংশ আছে এমন একটি নিবন্ধ। আপনি সত্যতা যাচাই সহ কন্টেন্ট প্রকাশ করলে Google News এই লেবেল প্রয়োগ করতে পারে। ব্যবহারকারীরা "সত্যতা যাচাই" লেবেলের মাধ্যমে গুরুত্বপূর্ণ খবরে এই ধরনের কন্টেন্ট খুঁজে পান।

এই ট্যাগ ব্যবহার করা যাবে কিনা তা নির্ধারণ করতে সত্যতা যাচাই সংক্রান্ত নির্ণায়কগুলি নিচে দেখুন:

  • পাঠকরা যাতে নিবন্ধে কী পরীক্ষা করে কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা স্পষ্টভাবে বুঝতে পারেন, সেই জন্য সেটিতে নিষ্পত্তি করা যায় এমন দাবি পৃথকভাবে উল্লেখ করতে হবে।
  • বিশ্লেষণের পদ্ধতি ও সূত্র স্বচ্ছ ও অনুসরণযোগ্য হতে হবে এবং প্রাথমিক সূত্র উদ্ধৃতি সহ উল্লেখ করতে হবে।
  • নিবন্ধের শীর্ষকে যে দাবি পর্যালোচনা করা হচ্ছে বা সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে সেটির উল্লেখ থাকতে হবে অথবা নিবন্ধে যে সত্যতা যাচাই করা কন্টেন্ট আছে তা জানাতে হবে।
  • সত্যতা যাচাইয়ের সাইটে একাধিক সত্যতা যাচাই কন্টেন্ট মার্ক-আপ করা থাকতে হবে

ClaimReview মার্ক-আপ ব্যবহার করার নির্ণায়ক মেনে চলা হয়নি বলে দেখলে, আমরা সাইটের মার্ক-আপ অগ্রাহ্য করতে পারি অথবা Google News থেকে সাইটটি সরিয়ে দিতে পারি।

এই মার্ক-আপ ব্যবহার করা সম্পর্কে আরও জানতে Google Developers-এর সত্যতা যাচাই পৃষ্ঠা দেখুন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
9486313804706901757
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
100499
false
false