Google News থেকে যে কন্টেন্ট অবশ্যই ব্লক করতে হবে

Google News, সংবাদ সংক্রান্ত আসল কন্টেন্টে অ্যাক্সেস দিতে চায়। এই লক্ষ্যে পৌঁছাতে Google News-এ থাকা প্রকাশকদের অবশ্যই কিছু নির্দিষ্ট ধরনের কন্টেন্ট ব্লক করতে হবে। অন্যান্য ধরনের কন্টেন্টের ক্ষেত্রে, প্রকাশকদের এটি ব্লক করতে সাজেস্ট করছি।

আবার প্রকাশিত কন্টেন্ট ব্লক করার কথা বিবেচনা করা

পুনঃপ্রকাশ করার অর্থ হল, যখন একজন প্রকাশকের কাছে অন্য প্রকাশক অথবা লেখকের আসল কাজ, যেমন ওয়্যার পরিষেবায় বিতরণ করা, অন্য প্রকাশনার সাথে পার্টনারশিপ করে অথবা সর্বজনীন ডোমেন সোর্স থেকে পাওয়া কন্টেন্ট আবার সম্পূর্ণভাবে প্রকাশ করার অনুমতি থাকে।

যেসব প্রকাশক অন্যদের কন্টেন্ট পুনঃপ্রকাশ করার অনুমতি দেন, তারা আসল ভার্সন যাতে Google News-এ আরও ভাল পারফর্ম করে তা নিশ্চিত করার ব্যাপারে সাহায্য করতে, তারা নিজেদের কন্টেন্ট ইন্ডেক্স করা ব্লক করার জন্য পুনঃপ্রকাশকদের বলেন। বিতরণযোগ্য পার্টনারদের সহায়তায় কীভাবে ডুপ্লিকেট করা এড়ানো যায় তা জানুন

এছাড়াও, স্বতঃপ্রণোদিত হয়ে এই কন্টেন্ট ব্লক করার কথা বিবেচনা করার জন্য পুনঃপ্রকাশকদের Google News উৎসাহ দেয় বলে আমরা আসল কন্টেন্ট সহজে চিহ্নিত করতে পারি এবং উপযুক্ত কৃতিত্ব দিতে পারি। আপনার সাইটে থাকা কন্টেন্টের অ্যাক্সেস কীভাবে ব্লক করতে হয় জানুন

কিছু ক্ষেত্রে আবার প্রকাশ করার অর্থ হল কপিরাইট লঙ্ঘন করা। কোনও প্রকাশক যদি মনে করেন যে অন্য কোনও প্রকাশক কপিরাইট লঙ্ঘন করছেন, তাহলে সংশ্লিষ্ট কন্টেন্ট Google News থেকে সরানোর জন্য তিনি আইনি পথে অনুরোধ জানাতে পারেন। কপিরাইট সম্পর্কে আরও জানুন

স্ক্র্যাপ বা কপি করা কন্টেন্ট ব্লক করা

অনুমতি ছাড়াই অন্য কোনও সাইট থেকে কেউ যথেষ্ট পরিমাণে কন্টেন্ট নেওয়াকে স্ক্র্যাপ করা বলে। প্রায়শই এই প্রসেস অটোমেটিক হয়। স্ক্র্যাপ করা কন্টেন্ট সম্পর্কে আরও জানুন

এছাড়াও, স্ক্র্যাপিং করার মধ্যে রয়েছে সমার্থক শব্দ বসিয়ে অথবা অন্যান্য শব্দ বদল করে আদলে আসল কন্টেন্ট নতুন করে প্রোডিউস করে সেটি আবার কাস্ট করা। যথেষ্ট অথবা স্পষ্টভাবে কোনও মূল্য যোগ না করেই আসল কাজ পুরোপুরি বা খুব কাছাকাছি অনুকরণ করা হলে, প্রকাশককে অবশ্যই সেটি ব্লক করতে হবে। আপনার সাইটে থাকা কন্টেন্টের অ্যাক্সেস কীভাবে ব্লক করতে হয় জানুন

পেড ও অস্বাভাবিক লিঙ্ক ব্লক করা

র‌্যাঙ্কিং পাওয়ার উদ্দেশ্যে বিক্রি করা হয়েছে অথবা লিঙ্ক স্কিম সম্পর্কে আমাদের নির্দেশিকা লঙ্ঘন করেছে, প্রকাশকদের এমন সব লিঙ্ক অবশ্যই ব্লক করতে হবে। এছাড়াও, কন্টেন্টে থাকা সেইসব লিঙ্ক প্রকাশকদের অবশ্যই ব্লক করতে হবে যেটি হয়ত বড়-আকারে পুনঃপ্রকাশ করার জন্য বিতরণ করা হয়েছে, যেখানে প্রাথমিক লক্ষ্য হল লিঙ্ক তৈরি করা। বড়-আকারে নিবন্ধ ক্যাম্পেনের লিঙ্ক সম্পর্কে আরও জানুন

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
10618002469351442126
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
100499
false
false