আপনার গাড়ির হিসেবে তৈরি করা Google Maps-এ সুরক্ষা সম্পর্কিত ড্রাইভার অ্যাসিস্ট্যান্স ফিচার

গুরুত্বপূর্ণ: এই নিবন্ধটি কেবল আপনার গাড়ির Google Maps বিল্ট-ইন ফিচারের জন্য তৈরি। আপনার গাড়ির প্রস্তুতকারক অথবা এলাকা এবং ডেটা প্ল্যানের উপর ফিচারের কার্যকারিতা বা উপলভ্যতা নির্ভর করতে পারে।

আপনার গাড়িতে Google Maps-এর বাইরে সুরক্ষা-সম্পর্কিত ড্রাইভার অ্যাসিস্ট্যান্স থাকতে পারে। সেগুলি স্টিয়ারিং হুইলে বা ইনফোটেইনমেন্ট সিস্টেমে থাকা কন্ট্রোল ব্যবহার করে চালু বা বন্ধ করা যেতে পারে। নির্দিষ্ট ফিচারটি গাড়ির প্রযুক্তির সাথে ইন্টিগ্রেশনের উপরে নির্ভর করতে পারে, যেমন এক্সটার্নাল ক্যামেরা, সহায়ক গাড়ি চালানোর ফিচার ও আরও অনেক কিছু। আপনার গাড়িতে কোন ফিচার থাকতে পারে তা নির্ধারণ করতে, ড্রাইভার ম্যানুয়াল পড়ুন বা গাড়িতে থাকা সেন্টার স্ক্রিন এক্সপ্লোর করুন।

পরামর্শ: এই ফিচারের সুবিধা সব ভাষায় এবং দেশ/এলাকায় উপলভ্য নেই। অন্য প্ল্যাটফর্মে কীভাবে Assistant ব্যবহার করতে হবে তা জানুন

বর্তমান আইনি স্পিডের সীমা সংক্রান্ত তথ্য

আপনার এক্সটার্নাল ক্যামেরা ও Maps দ্বারা প্রদান করা স্পিডের সীমা সংক্রান্ত তথ্যের উপর ভিত্তি করে গাড়ি বর্তমান আইনি স্পিডের সীমা দেখাতে পারে। স্পিডের সীমার চিহ্ন দেখা যায় না এমন অঞ্চলে, Maps-এর তথ্য আপনার গাড়িতে দেখানো স্পিডের সীমা সাজেস্ট করার জন্য ব্যবহার করা হতে পারে।
আইনি স্পিডের সীমা আবহাওয়া, সময়, ঋতু বা অন্যান্য পরিস্থিতি অনুযায়ী আলাদা হতে পারে। Maps থেকে তথ্য, যেমন বর্তমান ওয়েদারের পরিস্থিতি, পরিস্থিতির উপর স্পিডের সীমা প্রযোজ্য হবে কিনা তা নির্ধারণ করতে ব্যবহার করা হবে।

আসন্ন আইনি স্পিডের সীমা সংক্রান্ত তথ্য

আপনার গাড়ি নিয়ে কোথায় ভ্রমণে যেতে পারেন তার উপর ভিত্তি করে, গাড়ি আসন্ন আইনি স্পিডের সীমা দেখাতে পারে। Google Maps-এ আপনি কোনও গন্তব্য সেট করে থাকলে, সেই তথ্য ব্যবহার করা হবে। আপনি কোনও গন্তব্য সেট না করে থাকলে, Google Maps গাড়ির সিস্টেমকে এমন একটি রুটের সাজেশন দিতে পারে যা আসন্ন কোনও এলাকার স্পিডের সীমা অনুমান করতে পারবে।

অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল

সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব রাখতে আপনার গাড়ি অটোমেটিক দ্রুতগতিতে ব্রেক কষতে পারে। সামনে কোনও গাড়ি না থাকলে, ড্রাইভার গাড়ির স্পিড অ্যাডজাস্ট করতে পারেন। এছাড়াও গাড়ির প্রত্যাশিত স্পিড ও আইনি স্পিডের সীমা বিবেচনা করে স্পিড অ্যাডজাস্ট করা যেতে পারে। Google Maps ফিচারের সার্বিক কোয়ালিটি উন্নত করার জন্য 'অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল' সিস্টেমে তথ্য প্রদান করতে পারে।

অফলাইন ম্যাপ ও ভেহিকল ম্যাপ সার্ভিস (VMS)

Google Maps আপনার গাড়িতে ভেহিকল ম্যাপ সার্ভিস (VMS) ব্যবহার করার মাধ্যমে ডেটা প্রদান করে। ডেটা আপনার গাড়িতে সুরক্ষা-সম্পর্কিত ড্রাইভার অ্যাসিস্ট্যান্স ফিচারকে সহায়তা করার জন্য ব্যবহার করা হয়, যেমন স্পিডের সীমা সংক্রান্ত তথ্য বা অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল। এইসব ফিচার অফলাইন ম্যাপ সংক্রান্ত ডেটার উপর আস্থা রাখে, বিশেষত ইন্টারনেট কানেকশন নেই বা কানেকশন ভাল নয় এমন অঞ্চলে।
অফলাইন ম্যাপ সম্পর্কিত ডেটা যাতে সবসময় পাওয়া যায় সেটি নিশ্চিত করতে গোপনীয়তা কেন্দ্র থেকে “অটো-ডাউনলোড” সুবিধা চালু করুন। আপনি অফলাইন ম্যাপ অটো-ডাউনলোড হওয়ার বিকল্প বেছে নিলে, আপনার গাড়ি এই ধরনের তথ্য শেয়ার করতে পারে, যেমন গাড়ির লোকেশন ও Google সার্ভারের মাধ্যমে আগে ডাউনলোড করা অফলাইন ম্যাপ।
আপনি অফলাইন ম্যাপ ম্যানুয়ালি ডাউনলোড করার বিকল্প বেছে নিলে এবং যে অঞ্চলে গাড়ি চালাচ্ছেন সেই অঞ্চলের অফলাইন ম্যাপ ডাউনলোড না করলে, এইসব সুরক্ষা-সম্পর্কিত ড্রাইভার অ্যাসিস্ট্যান্স ফিচারের মধ্যে কিছু কাজ নাও করতে পারে।
পরামর্শ: আগে ডাউনলোড করা যে কোনও ম্যাপ এখনও উপলভ্য থাকবে, তবে অটোমেটিক আপডেট করা হবে না। 

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
10723087921533763329
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
76697
false
false