অফলাইনে থাকার সময় আপনার গাড়ির হিসেবে তৈরি করা Google Maps-এ ব্যবহার করা

গাড়িতে ইন্টারনেট কানেকশন ভাল না হলেও নির্ভরযোগ্য নেভিগেশন এবং সুরক্ষা সংক্রান্ত সুবিধার জন্য অফলাইন ম্যাপ ব্যবহার করতে পারবেন।

আপনার বর্তমান লোকেশন ও ট্রাভেল প্ল্যানের ভিত্তিতে অফলাইন ম্যাপ অটোমেটিক ডাউনলোড ও আপডেট হতে পারবে।

গুরুত্বপূর্ণ

  • এই নিবন্ধ শুধুমাত্র আপনার গাড়ির হিসেবে তৈরি করা Google Maps-এর জন্য। আপনার গাড়ির প্রস্তুতকারক অথবা এলাকা এবং ডেটা প্ল্যানের উপর ফিচারের কার্যকারিতা বা উপলভ্যতা নির্ভর করে। আপনার গাড়িতে Google Maps ব্যবহার করা সম্পর্কে আরও জানুন
  • এই ফিচারের সুবিধা সব ভাষায় এবং দেশ/এলাকায় উপলভ্য নেই। আপনি অফলাইন ম্যাপে সেভ করা এলাকার বাইরে চলে গেলে আপনাকে বিজ্ঞপ্তি পাঠানো হবে।

Google Maps-কে আপনার অফলাইন ম্যাপ ম্যানেজ করতে দিন

Google Maps ভেহিকল ম্যাপ সার্ভিস (VMS) সুবিধার সাহায্যে ডেটা প্রদান করে। এটির সাহায্যে সুরক্ষা সম্পর্কিত ড্রাইভার অ্যাসিস্ট্যান্স ফিচার যেমন, রোড সাইন ইন্টিগ্রেশন এবং অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোলের মতো সুবিধা ব্যবহার করা যায়। এইসব সুরক্ষা ফিচার অফলাইন ম্যাপ সম্পর্কিত ডেটার উপর নির্ভর করে। ম্যাপ সম্পর্কিত ডেটা যাতে সবসময় পাওয়া যায় সেটি নিশ্চিত করতে গোপনীয়তা কেন্দ্র থেকে “অটো-ডাউনলোড” সুবিধা চালু করুন।

গোপনীয়তা কেন্দ্র থেকে "অটো-ডাউনলোড" সুবিধা চালু করুন

অটো-ডাউনলোড চালু করতে:

  1. Google Maps অ্যাপ Maps খুলুন।
  2. নিচে 'সেটিংস' Settings বিকল্পে ট্যাপ করুন।
  3. 'গোপনীয়তা কেন্দ্র এবং তারপর অফলাইন ম্যাপ' বিকল্পে ট্যাপ করুন।
  4. 'অফলাইন ম্যাপ অটোমেটিক ডাউনলোড করুন' বিকল্প বেছে নিন।
  5. আপনার ইন্টারনেট কানেকশন আছে কিনা দেখে নিন এবং অফলাইনে ম্যাপ ডাউনলোড করা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
পরামর্শ: "অটো-ডাউনলোড" সুবিধা বন্ধ করে দিলে, আগে থেকে ডাউনলোড করা ম্যাপ সেভ করা থাকবে কিন্তু কোনও নতুন ম্যাপ অটোমেটিক ডাউনলোড করা হবে না।

অফলাইনে ম্যাপ ম্যানেজ করুন

গাড়িতে, "অফলাইন ম্যাপ" বিকল্পের নিচে আপনার অফলাইন ম্যাপে নিম্নলিখিত ম্যাপ দেখানো হবে:

  1. "অটো-ডাউনলোড" সুবিধা আগেই চালু করা হলে, আপনার গাড়ির চলার উপর ভিত্তি করে দেখানো অটোমেটিক ডাউনলোড করা ম্যাপ।
  2. ঐচ্ছিক: আপনি সাইন-ইন করা থাকলে, বাড়ি ও অফিসের ম্যাপ।
  3. ঐচ্ছিক: আপনার ম্যানুয়ালি ডাউনলোড করা ম্যাপ।

পরামর্শ: বাড়ি ও অফিসের ম্যাপ, আপনার বাড়ি ও অফিসের ঠিকানা বা Google অ্যাকাউন্টের লোকেশন ইতিহাসের উপর ভিত্তি করে দেখানো হয়।

অফলাইনে ম্যাপ ডাউনলোড করা
আপনার কোনও ডেটা প্ল্যান থাকলে তবেই অফলাইন ম্যাপ ডাউনলোড করতে পারবেন।

অফলাইন ম্যাপ ডাউনলোড করতে:

  1. Google Maps অ্যাপ Maps খুলুন।
  2. স্ক্রিনের একদম নিচে, 'সেটিংস Settings এবং তারপর অফলাইন ম্যাপ' বিকল্পে ট্যাপ করুন।
  3. 'আপনার নিজের ম্যাপ বেছে নিন' Select your own map বিকল্পে ট্যাপ করুন।
  4. আপনি যে এলাকার ম্যাপ ডাউনলোড করতে চান সেটি কভার করতে ম্যাপ অ্যাডজাস্ট করুন।
  5. ডাউনলোড করুন Downloadবোতামে ট্যাপ করুন
অফলাইনে ম্যাপের নাম পরিবর্তন করা
  1. Google Maps অ্যাপ Maps খুলুন।
  2. স্ক্রিনের একদম নিচে, 'সেটিংস Settings এবং তারপর অফলাইন ম্যাপ' বিকল্পে ট্যাপ করুন।
  3. এডিট করতে একটি ম্যাপ বেছে নিন, তারপর নাম পরিবর্তন করুন Edit বিকল্পে ট্যাপ করুন।
অফলাইনে ম্যাপ আপডেট করা
  1. Google Maps অ্যাপ Maps খুলুন।
  2. স্ক্রিনের একদম নিচে, 'সেটিংস Settings এবং তারপর অফলাইন ম্যাপ' বিকল্পে ট্যাপ করুন।
  3. এডিট করতে একটি ম্যাপ বেছে নিন, তারপর 'আপডেট করুন' Update বিকল্পে ট্যাপ করুন।
অফলাইনে ম্যাপ মোছা
  1. Google Maps অ্যাপ Maps খুলুন।
  2. স্ক্রিনের একদম নিচে, 'সেটিংস Settings এবং তারপর অফলাইন ম্যাপ' বিকল্পে ট্যাপ করুন।
  3. এডিট করতে একটি ম্যাপ বেছে নিন, তারপরে 'মুছে দিন' Delete বিকল্পে ট্যাপ করুন
পরামর্শ: "অটো-ডাউনলোড" সুবিধা চালু করা অবস্থায় অটোমেটিক ডাউনলোড করা ম্যাপ মুছে দিলে, মুছে দেওয়া ম্যাপের জায়গায় দেখানোর জন্য আপনার বর্তমান লোকেশনের ম্যাপ অটোমেটিক ডাউনলোড করা হবে।

সম্পর্কিত রিসোর্স

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
1436590907257156488
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
76697
false
false