আপনার Google Maps প্রোফাইল দেখা ও এডিট করা

আপনার Maps প্রোফাইলের মাধ্যমে নিজের ফটো, পর্যালোচনা, তালিকা ও Maps-এর অন্যান্য কন্টেন্ট দেখাতে পারবেন। আপনার Maps প্রোফাইলে, আপনি এগুলি করতে পারবেন:

পরামর্শ: আপনার প্রোফাইলে নাম ও সংক্ষিপ্ত পরিচয় সব সময় দেখা যাবে।

আপনার নাম ও ফটো পরিবর্তন করুন

আপনার Maps প্রোফাইলের উপরে নাম ও ফটো দেখা যাবে।

নাম ও ফটো পরিবর্তন করতে এই ধাপগুলি অনুসরণ করুন:

  1. আপনার Android ফোন বা ট্যাবলেটে, Google Maps অ্যাপ Maps খুলুন।
  2. Tap অবদান রাখুন Contribute এবং তারপর View your profile এবং তারপর Edit profile Edit এবং তারপর Edit name & photo.
  3. আপনার নাম লিখুন বা ফটো বেছে নিন।
  4. সেভ করুন বিকল্পে ট্যাপ করুন।

গুরুত্বপূর্ণ: আপনার নাম ও ফটো পরিবর্তন করলে, আপনার ব্যবহার করা সব Google প্রোডাক্টেই এগুলি দেখা যাবে।

নিজের সম্পর্কে লিখুন বা আগে থেকেই লেখা থাকলে এডিট করুন

আপনার সর্বজনীন প্রোফাইলে নিজের সম্পর্কে এবং আগ্রহের জায়গাগুলির ব্যাপারে কিছু লিখুন। 

পরামর্শ: আপনার অবদান প্রোফাইলে লুকানো থাকলেও আপনার সম্পর্কে তথ্য সবাই দেখতে পাবেন। 

নিজের সম্পর্কে লিখুন
  1. আপনার Android ফোন বা ট্যাবলেটে, Google Maps অ্যাপ Maps খুলুন।
  2. Tap অবদান রাখুন Contribute এবং তারপর View your profile এবং তারপর Edit profile Edit.
  3. Write your bio (up to 200 characters).
  4. সেভ করুন বিকল্পে ট্যাপ করুন।
নিজের সম্পর্কে লেখা তথ্য এডিট করুন
  1. আপনার Android ফোন বা ট্যাবলেটে, Google Maps অ্যাপ Maps খুলুন।
  2. Tap অবদান রাখুন Contribute এবং তারপর View your profile এবং তারপর Edit profile Edit.
  3. নিজের সম্পর্কে লেখা তথ্য এডিট করুন।
  4. সেভ করুন বিকল্পে ট্যাপ করুন।
নিজের সম্পর্কে লেখা তথ্য মুছে দিন
  1. আপনার Android ফোন বা ট্যাবলেটে, Google Maps অ্যাপ Maps খুলুন।
  2. Tap অবদান রাখুন Contribute এবং তারপর View your profile এবং তারপর Edit profile Edit.
  3. নিজের সম্পর্কে লেখা তথ্য মুছে দিন।
  4. সেভ করুন বিকল্পে ট্যাপ করুন।

স্থানীয় গাইড লেভেল, পয়েন্ট ও ব্যাজ দেখুন

আপনি স্থানীয় গাইড হলে, Google Maps অ্যাপে আপনার লেভেল, পয়েন্ট ও ব্যাজ দেখতে পাবেন।

  1. আপনার Android ফোন বা ট্যাবলেটে, Google Maps অ্যাপ Maps খুলুন।
  2. Tap অবদান রাখুন Contribute এবং তারপর View your profile.
  3. আপনার নামের নিচে স্থানীয় গাইড লেভেল ও পয়েন্ট দেখুন। আপনার ব্যাজ ও অবদানের সংখ্যা দেখতে তীরচিহ্নে arrow ট্যাপ করুন।

'বিষয়ের চিপ' সম্পর্কে

Maps-এ আপনি সর্বজনীনভাবে যা লেখেন সেটির উপর নির্ভর করে 'বিষয়ের চিপ' তৈরি করা হয়। প্রায়ই আগ্রহের বিষয় পর্যালোচনা করেন এমন লোকজন খুঁজে পাওয়ার কাজে আপনাকে সাহায্য করতে এগুলি দেখানো হয়। 'বিষয়ের চিপ' আপনার লেখা জায়গা, খাবার বা রন্ধনপ্রণালীর উপর নির্ভর করতে পারে।

পরামর্শ: আপনি 'বিষয়ের চিপ' ব্যবহার করে কোনও অবদানকারীর পর্যালোচনা ও ফটো ফিল্টার করতে পারেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
11356354184782404774
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
76697
false
false