iMessage ব্যবহার করে আপনি কোথায় আছেন অন্যদের জানান

iMessage-এর সাহায্যে আপনার বন্ধু ও পরিবারের সাথে চ্যাট করলে, Google Maps ব্যবহার করে আপনি কোথায় আছেন, সেটি জানাতে পারবেন।

ধাপ ১: কথোপকথন চালু করুন

গুরুত্বপূর্ণ: এমএমএস মেসেজ পাঠানোর জন্য, iMessage-এ আপনার ফোন নম্বর দিতে হবে। আপনাকে বলা হলে, আপনার নম্বর যোগ করতে সেটিংস বিকল্পে ট্যাপ করুন।

  1. আপনার iPhone বা iPad হোম স্ক্রিন থেকে iMessage খুঁজুন।
  2. আগে থেকে থাকা কথোপকথন খুুলুন বা উপরের ডানদিকে গিয়ে নতুন মেসেজে New Message ট্যাপ করুন।

ধাপ ২: iMessage-এ Google Maps যোগ করুন

  1. স্ক্রিনের নিচের দিকে, অ্যাপ ট্যাপ করুন। 
  2. স্ক্রিনের নিচে বাঁদিকে, অ্যাপ ড্রয়ার Apps-এ ট্যাপ করুন।
  3. যোগ করুন + বিকল্পে ট্যাপ করুন।
  4. উপরের ডানদিকে, ম্যানেজ করুন বিকল্পে ট্যাপ করুন।
  5. “Google Maps”-এর পাশে থাকা সুইচ চালু করুন। Google Maps না দেখতে পেলে, Google Maps অ্যাপ ডাউনলোড করুন। 
  6. উপরে ডানদিকে, হয়ে গেছে বিকল্পে ট্যাপ করুন।

ধাপ ৩: আপনার লোকেশন পাঠান

গুরুত্বপূর্ণ: লোকেশন শেয়ার করা বন্ধ করতে, থাম্বনেলে দেওয়া, বন্ধ করুন বিকল্পে ট্যাপ করুন।

  1. স্ক্রিনের নিচে, অ্যাপ -এ ট্যাপ করুন।
  2. স্ক্রিনের নিচে বাঁদিকে, অ্যাপ ড্রয়ার Apps-এ ট্যাপ করুন।
  3. Google Maps-এ ট্যাপ করুন।
  4. আপনি লোকেশন কীভাবে শেয়ার করবেন বেছে নিন।
    • আপনার রিয়েল টাইম লোকেশন শেয়ার করার জন্য: ১ ঘণ্টার জন্য আপনার রিয়েল-টাইম লোকেশন শেয়ার করুন বিকল্প বেছে নিন। লোকেশন সম্পর্কিত তথ্য শেয়ার করার সময় ৩ দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে।
    • শুধুমাত্র আপনার বর্তমান লোকেশন শেয়ার করতে: আপনার বর্তমান লোকেশন পাঠান বিকল্প বেছে নিন।
  5. পাঠান বিকল্পে ট্যাপ করুন।
  6. ঊর্দ্ধমুখী তীরচিহ্নে ট্যাপ করুন।

পরামর্শ: আপনার রিয়েল-টাইম লোকেশন শেয়ার করার জন্য বেছে নিলে, আপনার লোকেশন আপডেট করতে Google Maps অ্যাপ চালু করতে হবে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
10930737276617746209
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
76697
false
false