Google Maps-এ দেখানো দিকনির্দেশ শেয়ার করা, পাঠানো অথবা প্রিন্ট করা

Google Maps-এ আপনি যে দিকনির্দেশ পেয়েছেন সেটি আপনার অন্য ডিভাইসে এবং অন্যান্য লোকজনের সাথে শেয়ার করতে অথবা প্রিন্ট করতে পারেন।

আপনার ডিভাইসে দিকনির্দেশ পাঠানো সংক্রান্ত সমস্যার সমাধান করা

বিকল্প হিসেবে আপনার ফোন বা ট্যাবলেট দেখান

'ফোনে পাঠান ' বিকল্পটি বেছে নেওয়ার পরে আপনার ফোন বা ট্যাবলেট দেখা না গেলে:

  • Google Maps অ্যাপের লেটেস্ট ভার্সন ব্যবহার করছেন কিনা তা ভালো করে দেখে নিন।
  • আপনার কম্পিউটার ও মোবাইল ডিভাইসে, একই অ্যাকাউন্ট ব্যবহার করে Google Maps-এ সাইন-ইন করেছেন কিনা তা ভালোভাবে দেখে নিন।
    • আপনার কম্পিউটার থেকে সাইন-ইন করুন:
      1. আপনার কম্পিউটারে, Google খুলুন।
      2. স্ক্রিনের একদম উপরে ডানদিকে, সাইন-ইন করুন বিকল্পে ক্লিক করুন।
    • আপনার ফোন বা ট্যাবলেটে সাইন-ইন করুন:
      1. 'Google Maps অ্যাপ Maps' খুলুন।
      2. 'আপনার প্রোফাইল ছবি বা নামের প্রথম অক্ষর অ্যাকাউন্ট সার্কেল এবং তারপর আপনার অ্যাকাউন্টে সাইন-ইন করুন' বিকল্পে ট্যাপ করুন।
কীভাবে আপনার ফোন বা ট্যাবলেটে বিজ্ঞপ্তি পাবেন
  • ডেটা বা ওয়াই-ফাইয়ের সাথে ডিভাইস কানেক্ট করা আছে কিনা তা ভালো করে দেখে নিন।
  • বিজ্ঞপ্তি চালু করা আছে কিনা তা ভালো করে দেখে নিন।
আপনার ফোন অথবা ট্যাবলেটে দিকনির্দেশ পাঠানোর বিকল্পটি খুঁজুন

'ফোনে পাঠান ' বিকল্পটি দেখতে না পেলে:

  • বিজ্ঞপ্তি চালু করা আছে কিনা তা ভালো করে দেখে নিন।
  • কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।
  • কম্পিউটারে Google Maps আবার লোড করে চেষ্টা করুন।

আপনার ফোন অথবা ট্যাবলেটে দিকনির্দেশ পাঠানো

গুরুত্বপূর্ণ: আপনার কম্পিউটার, ফোন বা ট্যাবলেটে, একই অ্যাকাউন্ট থেকে সাইন-ইন করেছেন কিনা তা ভালোভাবে দেখে নিন। আপনার ফোন অথবা ট্যাবলেটে বিজ্ঞপ্তি চালু করতে বলা হলে, 'বিজ্ঞপ্তি চালু করুন' বিকল্পে ট্যাপ করুন।

আপনি কম্পিউটারে যে দিকনির্দেশ সার্চ করেছিলেন তা আপনার ফোন বা ট্যাবলেটে পাঠাতে পারবেন। একাধিক গন্তব্য থাকলে, আপনার ফোন বা ট্যাবলেটে দিকনির্দেশ পাঠানো যাবে না।

  1. আপনার কম্পিউটারে, Google Maps খুলুন।
  2. 'দিকনির্দেশ' দিকনির্দেশ বিকল্পে ক্লিক করুন।
  3. যে লোকেশনে যেতে চান সেটি লিখুন।
  4. একটি রুট বেছে নিন।
  5. 'ফোনে পাঠান ' বিকল্পটি বেছে নিন।
  6. যে ডিভাইস বা ইমেল আইডিতে দিকনির্দেশ পাঠাতে চান সেটি বেছে নিন।

অন্যদের সাথে দিকনির্দেশ শেয়ার করা

  1. আপনার Android ফোন বা ট্যাবলেটে, 'Google Maps অ্যাপ Maps' খুলুন।
  2. স্ক্রিনের নিচে ডানদিকে, 'দিকনির্দেশ দিকনির্দেশ' বিকল্পে ট্যাপ করুন।
  3. যে লোকেশনে যেতে চান সেটি লিখুন।
  4. একটি রুট বেছে নিন।
  5. স্ক্রিনের উপরে ডানদিকে, 'আরও More এবং তারপর দিকনির্দেশ শেয়ার করুন' বিকল্পে ট্যাপ করুন।
  6. দিকনির্দেশ শেয়ার করা জন্য একটি অ্যাপ বেছে নিন।

অন্যদের সাথে ম্যাপ বা লোকেশন শেয়ার করা

  1. আপনার Android ফোন বা ট্যাবলেটে, 'Google Maps অ্যাপ Maps' খুলুন।
  2. ম্যাপে কোনও জায়গা খুঁজুন অথবা সেখানে পিন যোগ করুন। 
    • পিন যোগ করতে, ম্যাপ টাচ করে ধরে রাখুন।
  3. স্ক্রিনের নিচের দিকে, জায়গার নাম বা ঠিকানার উপর ট্যাপ করুন।
  4. 'শেয়ার করুন Share' বিকল্পে ট্যাপ করুন।
  5. দিকনির্দেশ শেয়ার করা জন্য একটি অ্যাপ বেছে নিন।

সম্পর্কিত রিসোর্স

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
16487512046000531104
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
76697
false
false