Google Maps-এ ব্যবসার তথ্য এডিট করুন

আপনি কোনও জায়গার ব্যাপারে পরিচিত হলে, আপনার মতামত জানাতে পারেন, যাতে Google Maps সেই জায়গা সম্পর্কিত তথ্য পরিবর্তন করতে হবে কিনা তা স্থির নিতে পারে।

গুরুত্বপূর্ণ:

  • আপনি কোনও ব্যবসার মালিক হলে বা সেটি ম্যানেজ করলে, জানুন কীভাবে আপনার ব্যবসার তথ্য ম্যানেজ করবেন
  • কোনও জায়গা সম্পর্কে সাজেশন দেওয়ার আগে, আপনি Google অ্যাকাউন্টে সাইন-ইন করে আছেন কিনা তা দেখে নিন।
  • শুধুমাত্র বাছাই করা দেশ এবং অঞ্চলের ব্যবসার অ্যাট্রিবিউট এডিট করতে পারবেন।

কোনও জায়গার খোলা থাকার সময় পরিবর্তন করুন

  1. Google Maps Maps খুলুন।
  2. কোনও জায়গা খুঁজুন বা ম্যাপ থেকে সেটিকে বেছে নিন।
  3. ব্যবসা খোলা থাকার সময় দেখাতে: এক নজরে ট্যাব বেছে নিন। 'খোলা থাকার সময়' বিকল্পে স্ক্রল করে hours এবং নিম্নমুখী তীরচিহ্ন Down Arrow বেছে নিন।
  4. একটি এডিট সাজেস্ট করুন বিকল্প বেছে নিন।
  5. এগুলির মধ্যে থেকে বেছে নিন:
    • কর্মসময় সঠিক না হলে: আপনি যে সময়টি পরিবর্তন করতে চান, তার পাশে থাকা 'এডিট করুন' বিকল্পটি বেছে নিন।
    • কয়েকটি বা সব কর্মসময় উল্লেখ করা না থাকলে: নিচে, 'সময় এডিট করুন' বিকল্প বেছে নিন।
      • কোনও জায়গায় যদি অতিরিক্ত সময় খোলা বা বন্ধ থাকে, যেমন, দিনের মাঝখানে লাঞ্চ ব্রেক, তাহলে বিবরণ যোগ করতে সময় যোগ করুন বিকল্প বেছে নিন।
  6. এডিট সম্পূর্ণ করে সেভ করুন বিকল্প বেছে নিন।
পরামর্শ: আপনার সাজেশন যাচাই করার কাজে আমাদের সাহায্য করতে, একটি ছবি যোগ করুন। ফটোগুলি আপনার নামের অধীনে সর্বজনীনভাবে দেখানো হয়।

কোনও জায়গার নাম, লোকেশন বা অন্যান্য বিবরণ পরিবর্তন করুন

  1. Google Maps Maps খুলুন।
  2. কোনও জায়গা খুঁজুন বা ম্যাপ থেকে সেটিকে বেছে নিন।
  3. এডিট সাজেস্ট করুন এবং তারপর নাম বা অন্যান্য বিবরণ পরিবর্তন করুন বিকল্প বেছে নিন। 
  4. আপনার মতামত জমা দিতে, অন-স্ক্রিন নির্দেশাবলী অনুসরণ করুন।
পরামর্শ: আপনার সাজেশন যাচাই করার কাজে আমাদের সাহায্য করতে, একটি ছবি যোগ করুন। ফটোগুলি আপনার নামের অধীনে সর্বজনীনভাবে দেখানো হয়।

Google Maps-এ কোনও জায়গার পরিষেবা ও ফিচার এডিট করা

আপনি কোনও জায়গার পরিষেবা সংক্রান্ত বিকল্প, হাইলাইট, অ্যাক্সেসিবিলিটি, বিশেষ খাবার বা পানীয়, খাওয়াদাওয়া সংক্রান্ত বিকল্প, সুযোগ-সুবিধা, পরিবেশ, লোকজন, পরিকল্পনা করার সময় বিবেচনা করা উচিত এমন বিষয় বা পেমেন্টের বিকল্প সম্বন্ধে বিবরণ দিতে পারেন।

গুরুত্বপূর্ণ: আপনি শুধুমাত্র মোবাইল ডিভাইসে ব্যবসার অ্যাট্রিবিউটে এডিট করার সাজেশন দিতে পারেন।

  1. আপনার মোবাইল ডিভাইসে Google Maps অ্যাপ Maps খুলুন।
  2. ব্যবসার যে প্রোফাইল এডিট করতে চান সেটি খুঁজুন।
  3. ট্যাব বেছে নেওয়ার বারে পাশাপাশি স্ক্রল করুন এবং সম্পর্কে এবং তারপর ফিচার এবং তারপর ফিচার এডিট করুন বিকল্পে ট্যাপ করুন।
  4. প্রদত্ত বিবরণের মধ্যে, যেকোনও একটি বিবরণে ট্যাপ করে পরিবর্তন করুন:
    • ঠিক
    • ভুল 
    • অনিশ্চিত
  5. আপনার এডিট করা হয়ে গেলে, জমা দিন বিকল্পে ট্যাপ করুন।

সংশোধন প্রকাশ করার জন্য যতটা সময় অপেক্ষা করতে হবে

Maps যাতে নির্ভুল ও আপ-টু-ডেট থাকে সেই জন্য আপনার করা সব এডিট আমরা পর্যালোচনা করি। এইসব পরিবর্তন ম্যাপে দেখাতে সময় লাগতে পারে এবং আপনার করা এডিটের স্ট্যাটাস সম্পর্কে আপনাকে আপডেট পাঠানো হবে।

সম্পর্কিত রিসোর্স

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

true
সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
4865796946874618988
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
76697
false
false