Plus Code ব্যবহার করে লোকেশন খুঁজুন এবং শেয়ার করুন

রাস্তার ঠিকানা যেভাবে ব্যবহার করা হয়, ঠিক তেমন করে Plus Code ব্যবহার করা হয়। এর ফলে আপনি ব্যবহার করার জন্য একটি সহজ ডিজিটাল ঠিকানা পাবেন। এটি আপনাকে কোনও নির্দিষ্ট লোকেশনের প্রচলিত ঠিকানা দেখাতেও সাহায্য করতে পারে। যেমন, আপনি একই বিল্ডিংয়ের আলাদা আলাদা ঢোকার গেট শনাক্ত করতে পারবেন। 

আপনি Plus Code ব্যবহার করে কোনও নির্দিষ্ট লোকেশন শনাক্ত করতে, ডেলিভারি নিতে, জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থার অ্যাক্সেস করতে এবং সমাজ সেবা করার সময় অথবা সরাসরি কোনও লোকেশনে কোনও ব্যক্তিকে সাহায্য করতে পারবেন। এই কোড সহজে বোঝা যায় বলে আপনি সবার সাথে এটি শেয়ার করতে পারবেন। 

অক্ষাংশ ও দ্রাঘিমাংশের ভিত্তিতে Plus Code তৈরি হয়। এখানে একটি সহজ গ্রিড সিস্টেম ব্যবহার করা হয় এবং এতে থাকে ২০টি বর্ণসাংখ্যিক অক্ষরের একটি সেট। “1” বা “l”-এর মতো অক্ষর সহজেই বিভ্রান্তি তৈরি করে বলে অক্ষর তালিকা থেকে জেনে বুঝেই সেগুলি বাদ দেওয়া হয়। 

এখানে Plus Code-এর একটি উদাহরণ দেওয়া হল: JJXX+HR8, সিয়াটেল

লোকেশনের Plus Code খুঁজুন এবং শেয়ার করুন

  1. আপনার কম্পিউটারে Google Maps খুলুন।
  2. আপনি যে লোকেশনের Plus Code চান সেখানে ক্লিক করুন।
  3. স্ক্রিনের একদম নিচে, ইনফো বক্সের স্থানাঙ্কে ক্লিক করুন। যেমন:  ৫৩.৩৩৯৬৮৮, -৬.২৩৬৬৮৮.
  4. স্ক্রিনে একটি প্যানেল খুলে যাবে।
  5. কোনও লোকেশনের কোড কপি করতে, Plus Code Plus Code বিকল্পে ক্লিক করুন।
  6. কোনও লোকেশন শেয়ার করতে ইমেলে বা মেসেজিং অ্যাপে Plus Code পেস্ট করুন, ঠিক যেমন করে আপনি সবসময় ঠিকানা কপি পেস্ট করে থাকেন।

Find a location with a Plus Code

Plus Code ব্যবহার করে কোনও লোকেশন সার্চ করতে হলে:

  1. আপনার কম্পিউটারে Google Maps খুলুন।
  2. স্ক্রিনের একদম উপরে সার্চ বক্সে Plus Code লিখুন।
    • আপনি বর্তমানে নেই এমন কোনও ছোট বা বড় শহর খুঁজতে: ছোট বা বড় শহরের নাম সহ Plus Code লিখুন। যেমন: JJXX+HR8, সিয়াটেল
    • আপনি বর্তমানে আছেন এমন কোনও ছোট বা বড় শহর খুঁজতে: শুধুমাত্র ৬ অথবা ৭ সংখ্যার Plus Code লিখুন। যেমন, আপনি সিয়াটেলে থাকলে, সরাসরি JJXX+HR8 লিখে সার্চ করতে পারেন।

Plus Code সম্পর্কে আরও জানুন

 

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
16701092520351593206
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
76697
false
false