Google Maps-এর বিভিন্ন সহায়ক ফিচার খোঁজা

Google Maps ব্যবহার করে আপনার চারপাশের জগৎ সম্পর্কে জানার একাধিক উপায় আছে। Google Maps-এ আপনার অভিজ্ঞতা আরও ভাল করতে এবং সময় বাঁচাতে Maps-এর টুল সম্পর্কে আরও জানুন। Google Maps কীভাবে ব্যবহার করতে হয় তা জানুন

Google Maps থেকে ভবিষ্যতের ট্রিপ প্ল্যান করুন

কখন ড্রাইভিং শুরু করতে চান অথবা গন্তব্যে পৌঁছাতে চান, আপনার কম্পিউটার অথবা মোবাইল ডিভাইসে তা বেছে নিতে পারবেন। আপনার ভ্রমণের জন্য যে আনুমানিক সময় লাগবে সেটি ট্রাফিক বা ট্রানজিট শিডিউলের ভিত্তিতে হয়।

একটি ট্রিপ শিডিউল করতে হলে:

  1. আপনার Android ফোন বা ট্যাবলেটে, Google Maps অ্যাপ Maps খুলুন।
  2. একটি জায়গায় যেতে দিকনির্দেশ সেট করুন।
  3. স্ক্রিনের একদম উপরে 'আরও' আরও এবং তারপর বেরোনোর বা পৌঁছানোর সময় সেট করুন বিকল্পে ট্যাপ করুন।
  4. "বেরোনোর সময়" অথবা "পৌঁছানোর সময়" বিকল্পে গিয়ে সময় সেট করুন।

পরামর্শ:

  • আপনি কোনও একটি গন্তব্য বেছে নিলে, তবেই এই ফিচার কাজ করবে।
  • ড্রাইভিং এবং ট্রানজিট বিকল্প বেছে নিলে, তবেই এই ফিচার কাজ করবে।

Maps-এর বিভিন্ন সহায়ক ফিচার সম্পর্কে জানুন

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
10691864145650017566
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
76697
false
false