এলাকাগুলি অফলাইনে ডাউনলোড করুন ও অফলাইনে নেভিগেট করুন

আপনার যদি এমন কোথাও যাওয়ার কথা থাকে যেখানে ইন্টারনেট ধীরে চলে এবং মোবাইল ডেটা খরচসাপেক্ষ, বা যেখান থেকে আপনি অনলাইন হতে পারবেন না, তাহলে Google মানচিত্র থেকে জায়গাটি আপনার ফোন বা ট্যাবলেটে সেভ করুন ও অফলাইনে ব্যবহার করুন।

দ্রষ্টব্য: চুক্তির বিধিনিষেধ, ভাষা সমর্থিত না থাকা, ঠিকানার ভুল ফর্ম্যাট বা অন্যান্য কারণে কিছু অঞ্চলে অফলাইন ম্যাপ ডাউনলোড করা যাবে না।

ধাপ ১: অফলাইনে ব্যবহার করার জন্য ম্যাপ ডাউনলোড করুন

পরামর্শ: আপনার ডিভাইসে বা এসডি কার্ডে ম্যাপ সেভ করতে পারবেন। আপনি ম্যাপ যেভাবে সেভ করেছেন সেটি পরিবর্তন করলে আপনাকে ম্যাপ আবার ডাউনলোড করতে হবে।

  1. আপনার Android ফোন বা ট্যাবলেটে, Google Maps অ্যাপ Maps খুলুন।
  2. আপনি ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে আছেন এবং Google Maps-এ সাইন-ইন করেছেন তা নিশ্চিত করুন।
  3. কোনও জায়গা খুঁজুন, যেমন রায়পুর
  4. নিচের দিকে জায়গাটির নাম বা ঠিকানা এবং তারপর আরও আরও এবং তারপর অফলাইন ম্যাপ ডাউনলোড করুন বিকল্পে ট্যাপ করুন। আপনি রেস্তোরাঁর মতো জায়গা খুঁজলে আরও আরও এবং তারপর অফলাইন ম্যাপ ডাউনলোড করুন এবং তারপর ডাউনলোড করুন' বিকল্পে ট্যাপ করুন।

এসডি কার্ডে অফলাইন ম্যাপ সেভ করুন

ডিফল্ট হিসেবে অফলাইন ম্যাপ আপনার ডিভাইসের ইন্টার্নাল স্টোরেজে ডাউনলোড করা হয়, তবে এর পরিবর্তে এগুলি এসডি কার্ডে ডাউনলোড করতে পারবেন। আপনার ডিভাইসে Android 6.0 বা তার চেয়ে উন্নত সিস্টেম থাকলে, শুধুমাত্র SD কার্ডে এমন জায়গা সেভ করতে পারবেন যেটি পোর্টেবল স্টোরেজের জন্য সেট-আপ করা আছে। কীভাবে আপনার এসডি কার্ড সেট-আপ করবেন তা জানতে, আপনার ফোনের প্রস্তুতকারকের থেকে সাহায্য নিন
  1. আপনার Android ফোন অথবা ট্যাবলেটে SD কার্ড ঢোকান।
  2. Google Maps অ্যাপ Maps খুলুন।
  3. Tap আপনার প্রোফাইল ছবি বা নামের প্রথম অক্ষর অ্যাকাউন্ট সার্কেল এবং তারপর Offline maps.
  4. স্ক্রিনের উপরে ডান দিকে 'সেটিংস' সেটিংস বিকল্পে ট্যাপ করুন।
  5. "স্টোরেজের পছন্দ" বিকল্পে ডিভাইস এবং তারপর এসডি কার্ড বিকল্পে ট্যাপ করুন।

ধাপ ২ (ঐচ্ছিক): ব্যাটারি এবং মোবাইল ডেটার খরচ হওয়া কমান

আপনি অফলাইন ম্যাপ সেট-আপ করতে পারবেন এবং এখনও মোবাইল ডেটা ব্যবহার করে অন্যান্য অ্যাপ ব্যবহার করতে পারবেন।

  1. আপনার Android ফোন বা ট্যাবলেটে, Google Maps অ্যাপ Maps খুলুন।
  2. Tap আপনার প্রোফাইল ছবি বা নামের প্রথম অক্ষর অ্যাকাউন্ট সার্কেল এবং তারপর Settings সেটিংস এবং তারপর turn on Wi-Fi only.

আপনার নিজের ম্যাপ বেছে নিন

  1. আপনার Android ফোন বা ট্যাবলেটে, Google Maps অ্যাপ Maps খুলুন।
  2. আপনার প্রোফাইল ছবি বা নামের প্রথম অক্ষর অ্যাকাউন্ট সার্কেল এবং তারপর অফলাইন ম্যাপ বিকল্পে ট্যাপ করুন।
  3. আপনার নিজের ম্যাপ বেছে নিন বিকল্পে ট্যাপ করুন।
  4. যে জায়গাটি দেখতে চান সেই অনুযায়ী ম্যাপ অ্যাডজাস্ট করুন
  5. ডাউনলোড করুন বিকল্পে ট্যাপ করুন।

অফলাইনে ম্যাপ ব্যবহার করা

কোনও এলাকার ম্যাপ ডাউনলোড করার পরে Google Maps অফলাইনে যেভাবে ব্যবহার করেন, সেভাবেই ব্যবহার করুন। আপনার ইন্টারনেট কানেকশন ধীরে চললে অথবা না থাকলে, আপনার অফলাইন ম্যাপ ততক্ষণ আপনাকে গন্তব্যে পৌছে দিতে সাহায্য করবে যতক্ষণ সম্পূর্ণ রুটটি অফলাইন ম্যাপের মধ্যে থাকবে।

পরামর্শ: অফলাইনে ট্রানজিট, সাইকেল বা হাঁটাপথের দিকনির্দেশ পাওয়া যায় না। গাড়ি চালানোর অফলাইন দিকনির্দেশে আপনি ট্রাফিক সংক্রান্ত তথ্য, বিকল্প রুট বা ছোট গলি ব্যবহারের নির্দেশিকা পাবেন না।

অফলাইনে ম্যাপ ম্যানেজ করুন

অফলাইন ম্যাপের তালিকা খুঁজে দেখা
  1. আপনার Android ফোন বা ট্যাবলেটে, Google Maps অ্যাপ Maps খুলুন।
  2. Tap আপনার প্রোফাইল ছবি বা নামের প্রথম অক্ষর অ্যাকাউন্ট সার্কেল এবং তারপর Offline maps.

ডাউনলোড করতে নিজের ম্যাপ বেছে নিতে বা আগে থেকে ডাউনলোড করা ম্যাপ দেখতে পারবেন।

অফলাইনে ম্যাপ মোছা
  1. আপনার Android ফোন বা ট্যাবলেটে, Google Maps অ্যাপ Maps খুলুন।
  2. Tap আপনার প্রোফাইল ছবি বা নামের প্রথম অক্ষর অ্যাকাউন্ট সার্কেল এবং তারপর Offline maps.
  3. আপনি যে Map মুছতে চান সেটিতে ট্যাপ করুন।
  4. মুছুন বিকল্পে ট্যাপ করুন।
অফলাইনে ব্যবহার করার জন্য ডাউনলোড করা এলাকাগুলির নাম পরিবর্তন করুন
  1. আপনার Android ফোন বা ট্যাবলেটে, Google Maps অ্যাপ Maps খুলুন।
  2. Tap আপনার প্রোফাইল ছবি বা নামের প্রথম অক্ষর অ্যাকাউন্ট সার্কেল এবং তারপর Offline maps.
  3. একটি ম্যাপ বেছে নিন।
  4. স্ক্রিনের ডানদিকে উপরের দিকে, 'এডিট করুন' সম্পাদনা বিকল্পে ট্যাপ করুন।
  5. ম্যাপের নাম আপডেট করুন ও সেভ করুন বিকল্পে ট্যাপ করুন।
অফলাইনে ম্যাপ আপডেট করা

ফোন বা ট্যাবলেটে আপনার ডাউনলোড করা অফলাইন ম্যাপকে মেয়াদ শেষ হওয়ার আগেই আপডেট করতে হবে। ১৫ দিন বা তারও আগে অফলাইন ম্যাপের মেয়াদ শেষ হয়ে গেলে, ওয়াই-ফাইয়ের সাথে কানেক্ট করলেই, Google Maps অটোমেটিক ম্যাপ আপডেট করার চেষ্টা করে।

অফলাইন ম্যাপ অটোমেটিক আপডেট না হলে, নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করে আপনি সেগুলি আপডেট করতে পারবেন।

বিজ্ঞপ্তি থেকে

  1. "অফলাইন ম্যাপ আপডেট করুন" বিজ্ঞপ্তিতে এখনই আপডেট করুন বিকল্পে ট্যাপ করুন।
  2. তালিকার মধ্যে মেয়াদ শেষ হয়ে যাওয়া বা মেয়াদ শেষ হতে চলেছে এমন জায়গায় ট্যাপ করুন।
  3. আপডেট করুন বিকল্পে ট্যাপ করুন।

অন্য যেকোনও জায়গা থেকে

  1. আপনার Android ফোন বা ট্যাবলেটে, Google Maps অ্যাপ Maps খুলুন।
  2. Tap আপনার প্রোফাইল ছবি বা নামের প্রথম অক্ষর অ্যাকাউন্ট সার্কেল এবং তারপর Offline maps.
  3. তালিকার মধ্যে, মেয়াদ শেষ হয়ে যাওয়া বা শেষ হতে চলা জায়গাটিতে ট্যাপ করুন।
  4. আপডেট করুন বিকল্পে ট্যাপ করুন।

অটোমেটিক আপডেট চালু করুন

  1. আপনার Android ফোন বা ট্যাবলেটে, Google Maps অ্যাপ Maps খুলুন।
  2. Tap আপনার প্রোফাইল ছবি বা নামের প্রথম অক্ষর অ্যাকাউন্ট সার্কেল এবং তারপর Offline maps.
  3. স্ক্রিনের উপরে ডান দিকে 'সেটিংস' সেটিংস বিকল্পে ট্যাপ করুন।
  4. অফলাইন ম্যাপ অটো আপডেট করুন বিকল্প চালু করুন।
আপনার আসন্ন ট্রিপের উপরে ভিত্তি করে ম্যাপ দেখুন
এছাড়াও, আপনি ভবিষ্যতে যেখানে যাওয়ার কথা ভাবছেন সেখানকার অফলাইন ম্যাপও ডাউনলোড করতে পারবেন। এইসব যাত্রা Gmail, Google ট্রাভেল এবং অন্য জায়গা থেকেও আসতে পারে। "সাজেস্ট করা ম্যাপ" বিকল্পের অধীনে আপনি ডাউনলোড করার জন্য অফলাইন ম্যাপ খুঁজে পাবেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
9431571207312920974
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
76697
false
false