বিজ্ঞপ্তি

আগামী মাসে, লোকেশন ইতিহাস সেটিং পরিবর্তন হয়ে টাইমলাইন হবে। আপনার অ্যাকাউন্টে লোকেশন ইতিহাস চালু থাকলে আপনার অ্যাপ ও অ্যাকাউন্ট সেটিংসে টাইমলাইন খুঁজে পেতে পারবেন।

কোনও একটি জায়গায় ব্যক্তিগত চিহ্নিত করার লেবেল যোগ করা

আপনি ম্যাপের বিভিন্ন জায়গায় ব্যক্তিগত লেবেল যোগ করতে পারেন। লেবেলযুক্ত জায়গা আপনার ম্যাপে, সার্চ সাজেশনে, 'সেভ করা জায়গা জায়গা সেভ করুন'-তে এবং Google Photos-এ দেখা যাবে।

কোনও লেবেল যোগ করার জন্য, নিচে উল্লেখ করা ধাপ অনুসরণ করুন।

  1. কম্পিউটারে Google Maps খুলুন।
  2. জায়গা বা ঠিকানা সার্চ করুন।
  3. লেবেল যোগ করুন বিকল্প বেছে নিন।

পরামর্শ: কোনও জায়গায় লেবেল যোগ করতে, ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি চালু রাখতে হবে।

একটি লেবেল এডিট করুন
  1. কম্পিউটারে Google Maps খুলুন।
  2. উপরে বাঁদিকে 'সেভ করা জায়গা জায়গা সেভ করুন এবং তারপর লেবেল করা' বিকল্পে ক্লিক করুন।
  3. যে লেবেল এডিট করতে চান সেটি বেছে নিন।
  4. আপনার লেবেল এডিট করুন সম্পাদনা বিকল্পে ক্লিক করুন।
  5. লেবেলের নতুন নাম লিখুন।
একটি লেবেল মুছুন
  1. কম্পিউটারে Google Maps খুলুন।
  2. উপরে বাঁদিকে 'সেভ করা জায়গা জায়গা সেভ করুন এবং তারপর লেবেল করা' বিকল্পে ক্লিক করুন।
  3. যে লেবেলটি সরাতে চান, সেটির পাশে 'সরিয়ে দিন Remove' বোতামে ক্লিক করুন।
ম্যাপে লেবেলযুক্ত জায়গা খোঁজা
  1. কম্পিউটারে Google Maps খুলুন।
  2. উপরে বাঁদিকে 'সেভ করা জায়গা জায়গা সেভ করুন এবং তারপর লেবেল করা' বিকল্পে ক্লিক করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
9389581043429565585
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
76697
false
false