Google Maps-এ আপনি যে দিকনির্দেশ পেয়েছেন সেটি আপনার অন্য ডিভাইসে এবং অন্যান্য লোকজনের সাথে শেয়ার করতে অথবা প্রিন্ট করতে পারেন।
আপনার ডিভাইসে দিকনির্দেশ পাঠানো সংক্রান্ত সমস্যার সমাধান করা
বিকল্প হিসেবে আপনার ফোন বা ট্যাবলেট দেখান'ফোনে পাঠান ' বিকল্পটি বেছে নেওয়ার পরে আপনার ফোন বা ট্যাবলেট দেখা না গেলে:
- Google Maps অ্যাপের লেটেস্ট ভার্সন ব্যবহার করছেন কিনা তা ভালো করে দেখে নিন।
- আপনার কম্পিউটার ও মোবাইল ডিভাইসে, একই অ্যাকাউন্ট ব্যবহার করে Google Maps-এ সাইন-ইন করেছেন কিনা তা ভালোভাবে দেখে নিন।
- আপনার কম্পিউটার থেকে সাইন-ইন করুন:
- আপনার কম্পিউটারে, Google খুলুন।
- স্ক্রিনের একদম উপরে ডানদিকে, সাইন-ইন করুন বিকল্পে ক্লিক করুন।
- আপনার ফোন বা ট্যাবলেটে সাইন-ইন করুন:
- 'Google Maps অ্যাপ ' খুলুন।
- 'আপনার প্রোফাইল ছবি বা নামের প্রথম অক্ষর আপনার অ্যাকাউন্টে সাইন-ইন করুন' বিকল্পে ট্যাপ করুন।
- আপনার কম্পিউটার থেকে সাইন-ইন করুন:
- ডেটা বা ওয়াই-ফাইয়ের সাথে ডিভাইস কানেক্ট করা আছে কিনা তা ভালো করে দেখে নিন।
- বিজ্ঞপ্তি চালু করা আছে কিনা তা ভালো করে দেখে নিন।
'ফোনে পাঠান ' বিকল্পটি দেখতে না পেলে:
- বিজ্ঞপ্তি চালু করা আছে কিনা তা ভালো করে দেখে নিন।
- কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।
- কম্পিউটারে Google Maps আবার লোড করে চেষ্টা করুন।
আপনার ফোন অথবা ট্যাবলেটে দিকনির্দেশ পাঠানো
গুরুত্বপূর্ণ: আপনার কম্পিউটার, ফোন বা ট্যাবলেটে, একই অ্যাকাউন্ট থেকে সাইন-ইন করেছেন কিনা তা ভালোভাবে দেখে নিন। আপনার ফোন অথবা ট্যাবলেটে বিজ্ঞপ্তি চালু করতে বলা হলে, 'বিজ্ঞপ্তি চালু করুন' বিকল্পে ট্যাপ করুন।
আপনি কম্পিউটারে যে দিকনির্দেশ সার্চ করেছিলেন তা আপনার ফোন বা ট্যাবলেটে পাঠাতে পারবেন। একাধিক গন্তব্য থাকলে, আপনার ফোন বা ট্যাবলেটে দিকনির্দেশ পাঠানো যাবে না।
- আপনার কম্পিউটারে, Google Maps খুলুন।
- 'দিকনির্দেশ' বিকল্পে ক্লিক করুন।
- যে লোকেশনে যেতে চান সেটি লিখুন।
- একটি রুট বেছে নিন।
- 'ফোনে পাঠান ' বিকল্পটি বেছে নিন।
- যে ডিভাইস বা ইমেল আইডিতে দিকনির্দেশ পাঠাতে চান সেটি বেছে নিন।
অন্যদের সাথে দিকনির্দেশ শেয়ার করা
- আপনার কম্পিউটারে Google Maps খুলুন।
- 'দিকনির্দেশ' বিকল্পে ক্লিক করুন।
- পছন্দের লোকেশন লিখুন।
- একটি রুট বেছে নিন।
- 'শেয়ার করুন ' বিকল্পে ক্লিক করুন।
- এগুলি থেকে কোনও একটি বিকল্প বেছে নিন:
- ইমেল বা টেক্সটের মাধ্যমে লিঙ্ক শেয়ার করতে: লিঙ্ক পাঠান লিঙ্ক কপি করুন বিকল্পে ক্লিক করুন।
- সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লিঙ্ক শেয়ার করতে: লিঙ্ক পাঠান বিকল্পে ক্লিক করুন, তারপরে যে অ্যাপে লিঙ্ক শেয়ার করতে চান সেটি বেছে নিন।
- ওয়েব পেজের মাধ্যমে লিঙ্ক শেয়ার করতে: ম্যাপ এম্বেড করুন HTML কপি করুন বিকল্পে ক্লিক করুন।
অন্যদের সাথে ম্যাপ বা লোকেশন শেয়ার করা
- আপনার কম্পিউটারে Google Maps খুলুন।
- ম্যাপের যে অংশটি শেয়ার করতে চান সেখানে যান।
- স্ক্রিনের উপরে বাঁদিকে, 'মেনু ' বিকল্পে ক্লিক করুন।
- শেয়ার করুন বা ম্যাপ এম্বেড করুন বিকল্পে ক্লিক করুন।
- এগুলি থেকে কোনও একটি বিকল্প বেছে নিন:
- ইমেল বা টেক্সটের মাধ্যমে লিঙ্ক শেয়ার করতে: লিঙ্ক পাঠান লিঙ্ক কপি করুন বিকল্পে ক্লিক করুন।
- সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লিঙ্ক শেয়ার করতে: লিঙ্ক পাঠান বিকল্পে ক্লিক করুন, তারপরে যে অ্যাপে লিঙ্ক শেয়ার করতে চান সেটি বেছে নিন।
- ওয়েব পেজের মাধ্যমে লিঙ্ক শেয়ার করতে: ম্যাপ এম্বেড করুন HTML কপি করুন বিকল্পে ক্লিক করুন।
পরামর্শ: আপনার সেভ করা লোকেশন, দূরত্বের পরিমাপ সহ ম্যাপ অথবা Google Maps থেকে ম্যাপের ছবি শেয়ার করতে পারবেন না।
দিকনির্দেশ প্রিন্ট করা
- আপনার কম্পিউটারে Google Maps খুলুন।
- 'দিকনির্দেশ' বিকল্পে ক্লিক করুন।
- পছন্দের লোকেশন লিখুন।
- একটি রুট বেছে নিন।
- 'প্রিন্ট করুন ' বিকল্পে ক্লিক করুন।
- ম্যাপ সহ প্রিন্ট করুন বা শুধু টেক্সট প্রিন্ট করুন বিকল্প বেছে নিন।
- প্রিন্ট করুন বিকল্পে ক্লিক করুন।