ওয়েবে Google Maps-এর অন্যান্য ভার্সন

কম্পিউটারে Google Maps ব্যবহার করার সময় ম্যাপ মসৃণভাবে স্ক্রল বা প্যান না করা গেলে, অন্যান্য ভার্সন ব্যবহার করে দেখতে পারেন।

Google Maps-এর একটি ভার্সন থেকে অন্য ভার্সনে পরিবর্তন করা

আপনি কম্পিউটারে দু'ধরনের Google Maps ব্যবহার করতে পারেন:

ডিফল্ট: এটি হল ডিফল্ট ভিউ।

স্যাটেলাইট: এই ভিউতে বিস্তারিত ছবি দেখানো হয়, যার মধ্যে 2D ও 3D দু'ধরনের ভিউই পড়ে। ম্যাপের বাঁপাশে নিচের দিকে লেয়ার/স্যাটেলাইট আইকনে ক্লিক করে স্যাটেলাইট ম্যাপ চালু করা যায়।

Maps-এ 3D মোড চালু করা

3D মোড: এই ভার্সনের মধ্যে নির্বিঘ্নে জুম করে ম্যাপ ছোট-বড় করার ফিচার ও ট্রানজিশন, 3D বিল্ডিং ও সম্পর্কিত ফিচার, স্যাটেলাইট ছবি এবং অতিরিক্ত আরও অনেক বিবরণ পড়ে। 3D মোডকে অ্যাক্টিভেট করার জন্য আপনাকে যা যা করতে হবে: 

  1. Maps-কে 'স্যাটেলাইট' মোডে খুলুন
  2. 'গ্লোব ভিউ' চালু করা আছে কিনা তা দেখে নিন।
    1. "লেয়ার" আইকনের উপরে মাউস নিয়ে যান।
    2. আরও বিকল্পে ক্লিক করুন।
    3. "গ্লোব ভিউ"-এর ঠিক পাশে থাকা চেকবক্সে ক্লিক করুন।
  3. ম্যাপের ডানপাশে নিচের দিকে, 'কম্পাস' আইকনের ঠিক নিচে 3D আইকনে ক্লিক করুন।

2D মোড: Google Maps-এর এই ভার্সন, পুরনো এবং অপেক্ষাকৃত কম পারফর্ম্যান্স দেখানো কম্পিউটারে আরও ভাল কাজ করে। এতে 3D ছবি বা WebGL থাকে না এবং এটি সাধারণ জুম করে ছোট-বড় করার ফিচার ও ট্রানজিশন টেকনোলজি ব্যবহার করে। Maps-কে 2D মোডে খোলা

এর পরিবর্তে Google Search ব্যবহার করুন

আপনার কম্পিউটারে Google Maps কাজ না করলে, আপনি জায়গা, ব্যবসাদিকনির্দেশ সহ সবকিছু Google Search-এ সার্চ করে দেখতে পারবেন।

দেখুন কোন কোন সিস্টেম ও ব্রাউজারে এটি কাজ করে

আপনার কম্পিউটার 3D সুবিধা সহ Maps-এর সম্পূর্ণ ভার্সন ব্যবহার করার উপযুক্ত হওয়ার পরও সেখানে ব্যবহার করা না গেলে আপনার ব্রাউজার চেক করে দেখুন। 3D ছবি তৈরি করার জন্য যে WebGL প্রযুক্তি ব্যবহার করা হয়, কয়েকটি ব্রাউজার সেগুলি ব্লক করে দেয়। কোন কোন ব্রাউজার ব্যবহার করলে এই ধরনের সমস্যা হতে পারে তার ব্যাপারে আরও তথ্য জানতে এই তালিকা দেখুন। ওয়েব ব্রাউজার WebGL ব্যবহার করে কিনা তা চেক করে দেখতে, এই ওয়েবসাইট চেক করে দেখুন

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
13714715314283370877
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
76697
false
false