Google Maps-এ আপনার সঠিক লোকেশন খুঁজে পাওয়া এবং তা খুঁজে পাওয়ার পদ্ধতি উন্নত করা

Google Maps-এর পক্ষে আপনার লোকেশন খুঁজে পাওয়া কঠিন হতে পারে। ম্যাপে দেখানো নীল বিন্দুর জিপিএস লোকেশন সঠিক না হলে অথবা দেখা না গেলে, সমস্যার সমাধানে সাহায্য করতে আপনি এইসব ধাপ ফলো করতে পারেন।

নীল বিন্দুর অর্থ কী তা বোঝা

ম্যাপে নীল বিন্দু আপনার লোকেশন দেখায়। Google Maps আপনার লোকেশন সম্পর্কে নিশ্চিত না হলে, নীল বিন্দু ঘিরে হালকা নীল বৃত্ত দেখায়।

  • সেই হালকা নীল বৃত্তের মধ্যে যেকোনও জায়গায় আপনি থাকতে পারেন।
  • আপনার লোকেশনের ব্যাপারে অ্যাপ যত বেশি নিশ্চিত হবে, বৃত্তের মাপও তত ছোট হবে।
  • নীল বিন্দু দেখা না গেলে অথবা বিন্দুর রঙ ধূসর হলে বুঝতে হবে, Maps আপনার বর্তমান লোকেশন খুঁজে পাচ্ছে না। পরিবর্তে, Maps আপনার ভিজিট করা শেষ লোকেশন দেখাচ্ছে।
পরামর্শ: আপনার ও মোবাইল টাওয়ারের মাঝখানে উঁচু বিল্ডিং অথবা পার্কিং গ্যারেজের মতো কিছু থাকলে, নীল বিন্দুটি সঠিক লোকেশন নাও দেখাতে পারে।

Google Maps-এ আপনার বর্তমান লোকেশন দেখা

  1. আপনার ব্রাউজারে, Maps-কে লোকেশন অ্যাক্সেস করার অনুমতি দিন।
  2. আপনার কম্পিউটারে Google Maps খুলুন।
  3. স্ক্রিনের একেবারে নিচে ডানদিকে, আমার লোকেশন আমার লোকেশন বিকল্পে ক্লিক করুন।
    • ম্যাপে থাকা নীল বিন্দু আপনার লোকেশন দেখায়।

Google Maps-এ লোকেশন অ্যাকুরেসি উন্নত করা

আপনি যদি সমস্যা সংক্রান্ত এই ধরনের কোনও মেসেজ পান, যেমন "আপনার লোকেশন নির্ধারণ করা যাচ্ছে না" অথবা এখনও আপনার লোকেশন সঠিক নেই, আপনি যা করতে পারবেন:

  • আপনার ব্রাউজার আবার লোড করুন।
  • ভালোভাবে দেখে নিন আপনার ইন্টারনেট কানেকশন শক্তিশালী কিনা।
  • আপনার ব্রাউজারকে দেওয়া অনুমতির সেটিংস ডবল-চেক করুন।
  • আপনার কম্পিউটার রিস্টার্ট করুন।

Google Maps কীভাবে আপনার বর্তমান লোকেশন খুঁজে পায় সে সম্পর্কে জানা

আপনার বর্তমান লোকেশন অনুমান করতে, Maps আপনার ওয়েব ব্রাউজার থেকে পাওয়া লোকেশন তথ্যের মতো সোর্স ব্যবহার করে।

আপনি Google-এ সার্চ করার সময় লোকেশন বোঝা ও তা ম্যানেজ করুন

সম্পর্কিত রিসোর্স

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

18111531507279786261
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
76697
সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
false
false
false
false