আপনার লোকেশন খুঁজতে Google Maps-এর অসুবিধা হতে পারে। ম্যাপে দেখানো নীল বিন্দুর জিপিএস লোকেশন সঠিক না থাকলে বা দেখা না গেলে, সমস্যাটির সমাধান করতে নিম্নলিখিত ধাপগুলি আপনি অনুসরণ করতে পারেন।
পরামর্শ: তাছাড়া, এই ধাপগুলি অনুসরণ করলে, আপনার সার্চের ফলাফলও আরও ভাল এবং প্রাসঙ্গিক হবে।
ম্যাপে আপনার বর্তমান লোকেশন খুঁজুন
- আপনার কম্পিউটারে Google Maps খুলুন।
- স্ক্রিনের সবচেয়ে নিচে ডানদিকে, 'আমার লোকেশন ' বিকল্পে ক্লিক করুন। নীল বিন্দুর মাধ্যমে আপনার লোকেশন দেখানো হয়।
Maps কীভাবে আপনার বর্তমান লোকেশন খুঁজে পাবে
Maps-কে লোকেশন অ্যাক্সেস করার অনুমতি দিন
আপনি এখন যেখানে আছেন সেই জায়গাটি ম্যাপের ঠিক মাঝখানে রাখার জন্য, Maps-কে আপনার লোকেশন খুঁজে দেখার অনুমতি দিতে হবে।
macOS-এ, Maps-কে ব্রাউজারে অনুমতি দেওয়ার আগে আপনাকে ব্রাউজারের 'লোকেশন ভিত্তিক পরিষেবা' বিকল্প চালু করতে হতে পারে:
- আপনার কম্পিউটারে, 'সিস্টেম সংক্রান্ত পছন্দ নিরাপত্তা ও গোপনীয়তা সংক্রান্ত পছন্দ গোপনীয়তা লোকেশন ভিত্তিক পরিষেবা' বিকল্প খুলুন।
- পরিবর্তন করার অনুমতি দিতে, স্ক্রিনের একদম নিচে বাঁদিকে, 'লক করুন' বিকল্পে ক্লিক করুন।
- "লোকেশন ভিত্তিক পরিষেবা চালু করুন" বিকল্পের পাশের বক্সে টিকচিহ্ন দিন।
- আপনার ব্রাউজারের পাশের বক্সে টিক চিহ্ন দিন।
- আপনার ব্রাউজারে Maps-কে লোকেশন দেখার অনুমতি দিন।
আপনার ব্রাউজারে Maps-কে লোকেশন দেখার অনুমতি দিন
Chrome- আপনার কম্পিউটারে Chrome খুলে Google Maps-এ যান।
- স্ক্রিনের সবচেয়ে নিচে ডানদিকে, আমার লোকেশন আইকনে ক্লিক করুন।
- আপনার লোকেশন শেয়ার করতে বলা হলে, অনুমতি দিন বিকল্পটি বেছে নিন।
- নীল বিন্দু যদি দেখা যায় এবং সেটি আপনার লোকেশন দেখায়, তাহলে আপনার ব্রাউজারে আগে থেকেই লোকেশন দেখার অনুমতি Maps-এর আছে।
- "Google Maps-এর আপনার লোকেশন ব্যবহার করার অনুমতি নেই" এমন মেসেজ দেখতে পেলে, পরবর্তী ধাপগুলি অনুসরণ করা চালিয়ে যান।
- সার্চ বারে, 'আমার লোকেশন ' বিকল্পে ক্লিক করুন।
- আপনার লোকেশন অ্যাক্সেস করতে, সবসময় ব্যবহারের অনুমতি দিন http://www.google.com বিকল্পে টিকচিহ্ন দিন।
- আপনার ব্রাউজার রিফ্রেশ করুন।
- আপনার কম্পিউটারে Firefox খুলে Google Maps-এ যান।
- স্ক্রিনের সবচেয়ে নিচে ডানদিকে, আমার লোকেশন আইকনে ক্লিক করুন।
- আপনার লোকেশন শেয়ার করতে বলা হলে, অনুমতি দিন বা লোকেশন অ্যাক্সেস করার অনুমতি দিন বিকল্প বেছে নিন।
- আপনি হয়ত "আপনার লোকেশন দেখুন" বিকল্পটি দেখতে পাবেন।
- নীল বিন্দু যদি দেখা যায় এবং সেটি আপনার লোকেশন দেখায়, তাহলে আগে থেকেই আপনার ব্রাউজারে লোকেশন দেখার অনুমতি Maps-এর আছে।
- "Google Maps-এর আপনার লোকেশন ব্যবহার করার অনুমতি নেই" এমন মেসেজ দেখতে পেলে, পরবর্তী ধাপগুলি অনুসরণ করা চালিয়ে যান।
- সার্চ বারে, 'আমার লোকেশন ' বিকল্পে ক্লিক করুন।
- 'সাময়িকভাবে ব্লক করা হয়েছে ' বিকল্পে ক্লিক করুন।
- আপনার ব্রাউজার রিফ্রেশ করুন।
- আপনার কম্পিউটারে Safari খুলে Google Maps-এ যান।
- স্ক্রিনের সবচেয়ে নিচে ডানদিকে, আমার লোকেশন আইকনে ক্লিক করুন।
- আপনাকে নিজের লোকেশন শেয়ার করতে বলা হবে। অনুমতি দিন বিকল্পটি বেছে নিন।
- নীল বিন্দু যদি দেখা যায় এবং সেটি আপনার লোকেশন দেখায়, তাহলে আপনার ব্রাউজারে আগে থেকেই লোকেশন দেখার অনুমতি Maps-এর আছে।
- "Google Maps-এর আপনার লোকেশন ব্যবহার করার অনুমতি নেই" এমন মেসেজ দেখতে পেলে, পরবর্তী ধাপগুলি অনুসরণ করা চালিয়ে যান।
- সার্চ বারে, 'আমার লোকেশন ' বিকল্পে ক্লিক করুন।
- আপনার লোকেশন অ্যাক্সেস করতে, সবসময় ব্যবহারের অনুমতি দিন http://www.google.com বিকল্পে টিকচিহ্ন দিন।
- আপনার ব্রাউজার রিফ্রেশ করুন।
- আপনার কম্পিউটারে Microsoft Edge খুলুন এবং Google Maps-এ যান।
- স্ক্রিনের সবচেয়ে নিচে ডানদিকে, আমার লোকেশন আইকনে ক্লিক করুন।
- আপনাকে নিজের লোকেশন শেয়ার করতে বলা হলে, অনুমতি দিন বিকল্পটি বেছে নিন।
- নীল বিন্দু যদি দেখা যায় এবং সেটি আপনার লোকেশন দেখায়, তাহলে আগে থেকেই আপনার ব্রাউজারে লোকেশন দেখার অনুমতি Maps-এর আছে।
- "Google Maps-এর আপনার লোকেশন ব্যবহার করার অনুমতি নেই" এমন মেসেজ দেখতে পেলে, পরবর্তী ধাপগুলি অনুসরণ করুন।
- ওয়েব অ্যাড্রেসের বাঁদিকে, 'লক করুন' আইকনে ক্লিক করুন।
- এই সাইটের জন্য অনুমতি দিন বিকল্পে ক্লিক করুন।
- "লোকেশন" বিকল্পের বাঁদিকে অনুমতি দিন বিকল্পটি বেছে নিন।
- Google Maps পৃষ্ঠা খুলুন এবং আমার লোকেশন আইকনে ক্লিক করুন।
লোকেশন খুঁজে পাওয়ার পদ্ধতি উন্নত করার আরও অন্যান্য উপায়
"আপনার লোকেশন নির্ধারণ করা যাবে না" এমন ত্রুটি দেখতে পেলে বা আপনার লোকেশন এখনও ভুল দেখানো হলে, তা ঠিক করতে আপনি নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে পারেন:
- ব্রাউজার রিফ্রেশ করুন (যেমন, Chrome, Firefox বা Safari)।
- ভাল ইন্টারনেট কানেকশন আছে কিনা তা নিশ্চিত করুন।
- উপরের নির্দেশাবলী ব্যবহার করে আপনার ব্রাউজারের অনুমতি সেটিংস আরেকবার দেখে নিন।
- আপনার কম্পিউটার রিস্টার্ট করুন।
অন্যান্য সাইট ও অ্যাপে আপনার লোকেশন খুঁজুন
অন্যান্য সাইট এবং অ্যাপে Google Maps-এ আপনার লোকেশন দেখতে, উপরে উল্লেখ করা ধাপগুলি অনুসরণ করুন। তবে, কিছু ফিচার আলাদা হবে:
- আপনি একটি আলাদা সাইট অথবা অ্যাপ ব্যবহার করবেন, Google ম্যাপ নয়।
- আপনাকে প্রথমে, ব্যবহার করা সাইট বা অ্যাপকে লোকেশন ব্যবহার করার অনুমতি দিতে হবে, Google Maps-কে নয়।
- Google Chrome বা Safari খুললে, আপনি কেবলমাত্র নিরাপদ ওয়েব পৃষ্ঠাগুলিতে আপনার লোকেশনটি দেখতে পাবেন। আপনি অ্যাড্রেস বারে "https" দেখতে পাবেন।