Google Maps-এ আপনার সঠিক লোকেশন খুঁজে পাওয়া এবং তা খুঁজে পাওয়ার পদ্ধতি উন্নত করা

Google Maps-এর পক্ষে আপনার লোকেশন খুঁজে পাওয়া কঠিন হতে পারে। ম্যাপে দেখানো নীল বিন্দুর জিপিএস লোকেশন সঠিক না হলে অথবা দেখা না গেলে, সমস্যার সমাধানে সাহায্য করতে আপনি এইসব ধাপ ফলো করতে পারেন।

নীল বিন্দুর অর্থ কী তা বোঝা

ম্যাপে নীল বিন্দু আপনার লোকেশন দেখায়। Google Maps আপনার লোকেশন সম্পর্কে নিশ্চিত না হলে, নীল বিন্দু ঘিরে হালকা নীল বৃত্ত দেখায়।

  • সেই হালকা নীল বৃত্তের মধ্যে যেকোনও জায়গায় আপনি থাকতে পারেন।
  • আপনার লোকেশনের ব্যাপারে অ্যাপ যত বেশি নিশ্চিত হবে, বৃত্তের মাপও তত ছোট হবে।
  • নীল বিন্দু দেখা না গেলে অথবা বিন্দুর রঙ ধূসর হলে বুঝতে হবে, Maps আপনার বর্তমান লোকেশন খুঁজে পাচ্ছে না। পরিবর্তে, Maps আপনার ভিজিট করা শেষ লোকেশন দেখাচ্ছে।
পরামর্শ: আপনার ও মোবাইল টাওয়ারের মাঝখানে উঁচু বিল্ডিং অথবা পার্কিং গ্যারেজের মতো কিছু থাকলে, নীল বিন্দুটি সঠিক লোকেশন নাও দেখাতে পারে।

Google Maps-এ আপনার বর্তমান লোকেশন দেখা

  1. আপনার Android ফোন অথবা ট্যাবলেটে, Google Maps অ্যাপ Maps খুলুন।
  2. একেবারে নিচে ডানদিকে, আপনার লোকেশন আমার লোকেশন বিকল্পে ট্যাপ করুন।
    • ম্যাপে থাকা নীল বিন্দু আপনার লোকেশন দেখায়।

আপনার ডিভাইসের লোকেশন অ্যাকুরেসি চালু করা

আপনার লোকেশন খুঁজে পাওয়ার ব্যাপারে Google Maps-কে সাহায্য করতে এবং সবচেয়ে অ্যাকুরেট নীল বিন্দু পেতে, আপনার ডিভাইসের লোকেশন অ্যাকুরেসি চালু করুন

Google Maps-এ লোকেশন অ্যাকুরেসি সংক্রান্ত সমস্যার সমাধান করা

এগুলি দেখলে বুঝতে হবে যে আপনার লোকেশন অ্যাকুরেসিতে সমস্যা আছে:

  • নীল বিন্দু ঘিরে বড় নীল বৃত্ত এবং অ্যাকুরেসি কম থাকা সংক্রান্ত মেসেজ।
    • এটি দেখতে পেলে, মেসেজে ট্যাপ করুন এবং এগুলি পান:
      • আপনার লোকেশন অ্যাকুরেসি সংক্রান্ত সমস্যার তথ্য
      • কীভাবে এর সমাধান করবেন সেব্যাপারে সাজেশন
      • লোকেশন অ্যাকুরেসি উন্নত করতে Maps ক্যালিব্রেট করার চেষ্টা সংক্রান্ত বিকল্প
      • মতামত শেয়ার করার লিঙ্ক
  • নীল বিন্দু ধূসর হয়েছে।
  • কোনও নীল বিন্দু নেই।

আপনার লোকেশন পরিষেবা উন্নত করতে, অন-স্ক্রিন নির্দেশাবলী ফলো করুন। এটি করেও আপনার সমস্যার সমাধান না হলে, নিচে সাধারণ সমস্যা ও সেগুলি সমাধানের তালিকা দেওয়া হল।

লোকেশন অ্যাকুরেসি সংক্রান্ত সমস্যা কীভাবে সমস্যার সমাধান করতে হয়

লোকেশন বোতাম লাল এবং তার মধ্যে জিজ্ঞাসার চিহ্ন রয়েছে।

রেড লোকেশন FAB

Google Maps-কে আপনার লোকেশন নির্ধারণ করার অনুমতি দিতে, লোকেশন পরিষেবা চালু করুন।

ম্যাপে লোকেশন এদিক-ওদিক সরে যাচ্ছে।

ব্যাটারি সেভার মোড বন্ধ করুন।

লোকেশন অ্যাকুরেসি কম: ক্যালিব্রেট করতে আপনার ক্যামেরা ব্যবহার করুন।

লাইভ ভিউ ক্যালিব্রেট করা

লাইভ ভিউ ব্যবহার করে ক্যালিব্রেট করুন

লোকেশন অ্যাকুরেসি কম: আপনার মোবাইল ডেটা অথবা ওয়াই-ফাই সেটিংস চালু করা আছে কিনা তা দেখে নিন।

ডেটা অথবা ওয়াই-ফাই

  1. মোবাইল ডেটা অথবা ওয়াই-ফাই চালু করুন।
  2. বিমান মোড বন্ধ করুন।

লোকেশন অ্যাকুরেসি কম: লাইভ ভিউ ছাড়াই ক্যালিব্রেট করুন।

কম্পাস ক্যালিব্রেশন

আপনার ডিভাইসের কম্পাস ক্যালিব্রেট করুন

লোকেশনের তথ্য পুরনো হয়ে গেছে।

বিমান মোড

বিমান মোড বন্ধ করুন।

লোকেশন অ্যাকুরেসি কম: জিপিএস অথবা ওয়াই-ফাই সিগন্যাল দুর্বল হওয়ার জন্য।

আরও ভালো জিপিএস অথবা ওয়াই-ফাই

লোকেশন অ্যাকুরেসি উন্নত করতে, আরও ভালো জিপিএস অথবা ওয়াই-ফাই সিগন্যাল আছে এমন লোকেশন খুঁজে বের করুন।

Google Maps-এ লোকেশন অ্যাকুরেসি উন্নত করা

এখনও আপনার লোকেশন ভুল থাকলে, আপনার Android ফোন অথবা ট্যাবলেট রিস্টার্ট করতে পারেন। আপনি এগুলিও করতে পারেন:

'ওয়াই-ফাই' বিকল্প চালু করুন
  1. আপনার Android ফোন অথবা ট্যাবলেটে, সেটিংস অ্যাপ সেটিংস খুলুন।
  2. ওয়াই-ফাই বিকল্পে ট্যাপ করুন।
  3. স্ক্রিনের একেবারে উপরে, ওয়াই-ফাই চালু করুন।
আপনার ফোন বা ট্যাবলেট ক্যালিব্রেট করুন

আপনার নীল বিন্দুর বিম বড় হলে অথবা সেটি ভুল দিকে পয়েন্ট করলে, আপনার কম্পাস ক্যালিব্রেট করুন।

  1. আপনার Android ফোন অথবা ট্যাবলেটে, Google Maps অ্যাপ Maps খুলুন।
  2. বিম সরু হয়ে সঠিক দিকে পয়েন্ট না করা পর্যন্ত আপনার ডিভাইসটি ইংরেজি ৮ (8) অক্ষরের মতো করে ঘোরাতে থাকুন।
    • শুধু কয়েকবারই আপনাকে এটি করতে হবে।

Compass calibration

লাইভ ভিউ ব্যবহার করে ক্যালিব্রেট করা

'লাইভ ভিউ' কীভাবে ব্যবহার করতে হবে সেটি জানুন

লাইভ ভিউতে দ্রুত আপনার চারপাশের ও কাছাকাছির ল্যান্ডমার্ক কীভাবে ব্যবহার করবেন তা জানুন। আপনার লোকেশন থেকে কোনও নির্দিষ্ট ল্যান্ডমার্ক কত দূরে এবং কীভাবে সেখানে যেতে হয় তাও জানতে পারবেন। এইসব ল্যান্ডমার্কের মধ্যে নিউ ইয়র্ক সিটির এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মতো আইকনিক স্থান, অথবা স্থানীয় পার্ক ও জনপ্রিয় পর্যটন কেন্দ্রের মতো সহজে চেনা যায় এমন জায়গাও থাকতে পারে।

ল্যান্ডমার্কের সাহায্যে লাইভ ভিউ ব্যবহার করার ২টি পদ্ধতি আছে:

  • কোনও জায়গা সার্চ করুন অথবা ম্যাপে এটির উপরে ট্যাপ করুন।
    • একেবারে নিচে ডানদিকে, Live Maps AR বিকল্পে ট্যাপ করুন।
  • রেস্তোরাঁ অথবা শপিং মলের মতো বিভাগ সার্চ করুন।
    1. ম্যাপ দেখুন বিকল্পে ট্যাপ করুন।
    2. বাছাই করা জায়গার সম্পূর্ণ তালিকা স্ক্রল করে দেখুন, তারপর কোনও একটি জায়গা বেছে নিন।
    3. লাইভ Maps AR বিকল্পে ট্যাপ করুন।

আপনি লাইভ ভিউতে থাকলে:

  1. আপনার লোকেশন খুঁজে পাওয়ার জন্য Maps-কে সহায়তা করতে, অন-স্ক্রিন নির্দেশাবলী ফলো করুন।
    • পরামর্শ: গাছপালা ও লোকজনের পরিবর্তে রাস্তার দুপাশ জুড়ে থাকা বিল্ডিং ও সাইনবোর্ডের দিকে আপনার ফোনের ক্যামেরা পয়েন্ট করুন।
  2. আপনি কোথায় Maps তা বুঝতে পারলে:
    • আপনার গন্তব্য থেকে দূরত্ব কত তা পেয়ে যান।
    • লাইভ ভিউতে ওয়াকিং নেভিগেশনের সুবিধাও পাবেন।
পরামর্শ: আপনার গন্তব্যস্থল কোনও বিল্ডিংয়ের উপর দিকের ফ্লোরে কিনা তাও আপনার জায়গার তথ্য কার্ড আপনাকে জানাতে পারবে।
লাইভ ভিউর সাহায্যে আরও নিখুঁতভাবে আপনার লোকেশন শনাক্ত করা

আপনি বাইরে থাকলে:

  1. আপনার Android ফোন অথবা ট্যাবলেটে, Google Maps অ্যাপ Google Maps খুলুন।
  2. নীল বিন্দু আমার লোকেশন এবং তারপর ক্যালিব্রেট করুন Maps AR বিকল্পে ট্যাপ করুন।
  3. অন-স্ক্রিন নির্দেশাবলী ফলো করুন।

পরামর্শ: Street View-র উপলভ্যতার ভিত্তিতে Maps, লাইভ ভিউ ক্যালিব্রেটর খুলতে পারে আবার নাও খুলতে পারে।

Google Maps কীভাবে আপনার বর্তমান লোকেশন খুঁজে পায় সে সম্পর্কে জানা

আপনার লোকেশন অনুমান করতে, Maps এই ধরনের সোর্স ব্যবহার করে:

  • জিপিএস: মোটামুটি ২০ মিটারের মধ্যে আপনার লোকেশন জানতে Maps, স্যাটেলাইট ব্যবহার করে।
    • আপনি কোনও বিল্ডিংয়ের মধ্যে অথবা ভূগর্ভস্থ কোনও জায়গায় থাকলে, জিপিএস কখনও কখনও ভুল তথ্য দেখায়।
  • ওয়াই-ফাই: কাছাকাছি থাকা ওয়াই-ফাই নেটওয়ার্ক, আপনি কোথায় আছেন তা জানতে Maps-কে সাহায্য করে।
  • মোবাইল টাওয়ার: আপনার ডিভাইসের মোবাইল ডেটা চালু থাকলে তার মাধ্যমে কয়েক হাজার মিটার পর্যন্ত নির্ভুল লোকেশন চিহ্নিত করা সম্ভব হয়।

আপনি Google-এ সার্চ করার সময় লোকেশন বোঝা ও তা ম্যানেজ করুন

সম্পর্কিত রিসোর্স

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
17761304000131177054
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
76697
false
false