Google Maps আরও উন্নত করে তুলতে এবং আপনার পছন্দের ফটো ও সর্বাধিক ৩০ সেকেন্ড পর্যন্ত দীর্ঘ ভিডিও শেয়ার করতে, সেগুলি Google Maps-এ যোগ করুন। আপনি যেকোনও সময়ে সেগুলি যোগ করতে অথবা সরিয়ে দিতে পারবেন। আপনি ঠিকানা অথবা কোঅর্ডিনেটের সাথে ফটো বা ভিডিও যোগ করতে পারবেন না।
আপনি ফটো পোস্ট করলে, অন্যরা এগুলিও দেখতে পাবেন:
- 'আমার সম্পর্কে' পৃষ্ঠায় দেখানো আপনার নাম
- Google Maps-এ যোগ করা আপনার অন্যান্য ফটো
- Google Maps-এ আপনার লেখা রিভিউ
- আপনার ফটো বা ভিডিওতে লোকেশনের তথ্য
পরামর্শ: আপনি একজন স্থানীয় গাইড হলে, Google Maps-এ ফটো ও ভিডিও পোস্ট করে পয়েন্ট জিততে পারবেন। কীভাবে খুব ভালো কোয়ালিটির রিভিউ ও ফটো পোস্ট করবেন তা জানুন।
Google Maps-এ ফটো বা ভিডিও যোগ করুন
আপনি দ্রষ্টব্য স্থানের ফটো ও ভিডিওর মতো মিডিয়া যোগ করতে পারবেন, যেমন ব্যবসার জায়গা ও পার্ক। আপনি এইসব জায়গাতেও মিডিয়া যোগ করতে পারবেন:
- ঠিকানা
- স্থানাঙ্ক
- ব্যক্তিগত বাড়ি
- ভৌগোলিক এলাকা
পরামর্শ: অপব্যবহারের চেষ্টা থেকে সুরক্ষিত রাখতে, কিছু উল্লেখযোগ্য স্থানের ফটো পোস্ট করার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পোস্ট করার ব্যাপারে বিধিনিষেধ সম্পর্কে আরও জানুন।
জায়গার পৃষ্ঠা থেকে ফটো বা ভিডিও যোগ করুন
- আপনার কম্পিউটারে Google Maps খুলুন।
- কোনও একটি জায়গা খুঁজুন।
- আপনি কোনও একটি জায়গা বেছে নেওয়ার পরে, নিচে স্ক্রল করুন।
- 'মিডিয়া যোগ করুন Google Photos' বিকল্পে ক্লিক করুন।
- আপনি আপলোড করতে চান এমন ফটো বা ভিডিও বেছে নিন।
- বেছে নিন বিকল্পে ক্লিক করুন।
পরামর্শ:
- আপনি ব্যবসার জায়গা বা পার্কের মতো উল্লেখযোগ্য স্থানের ফটো ও ভিডিও যোগ করতে পারবেন।
- আপনি Google Photos ট্যাব থেকে শুধুমাত্র ভিডিও আপলোড করতে পারবেন।
"আপনার অবদান" থেকে ফটো বা ভিডিও যোগ করুন
- আপনার কম্পিউটারে Google Maps খুলুন।
- উপরের বাঁদিকে, 'মেনু আপনার কন্ট্রিবিউশন' বিকল্পে ক্লিক করুন।
- "কন্ট্রিবিউট" ট্যাবের মধ্যে, Maps-এ আপনার ফটো যোগ করুন বিকল্পে ক্লিক করুন। আপনি যদি ফোন ব্যবহার করে ফটো তোলেন বা ভিডিও রেকর্ড করেন এবং আমরা সেই ফটোর লোকেশন জানতে পারি, শুধুমাত্র তাহলে আপনি এই বিকল্পটি ব্যবহার করতে পারবেন।
- ফটো বা ভিডিও পোস্ট করতে: একটি বা একাধিক ফটো অথবা ভিডিওতে ক্লিক করুন।
- ফটো বা ভিডিওর লোকেশন এডিট করতে: জায়গার নামের উপরে ক্লিক করুন, তারপর আলাদা একটি জায়গা বেছে নিন।
- উপরের দিকে, 'পোস্ট করুন' বিকল্পে ক্লিক করুন।
পরামর্শ: লোকেশন ইতিহাস চালু করা আছে কিনা তা ভাল করে দেখে নিন।
আপনার ফটো বা ভিডিও খুঁজুন বা সীমাবদ্ধ করুন
আপনার ফটো বা ভিডিও খুঁজুন
Google Maps-এ আপনার শেয়ার করা ফটো বা ভিডিও দেখতে:
- আপনার কম্পিউটারে Google Maps খুলুন।
- উপরের বাঁদিকে, 'মেনু আপনার কন্ট্রিবিউশন' বিকল্পে ক্লিক করুন।
- ফটো বেছে নিন।
পরামর্শ: Google Maps ব্যবহার করেন এমন অন্য ব্যক্তিরা “আপনার অবদান” বিকল্পে আপনার ফটো, ভিডিও এবং পর্যালোচনা দেখতে পাবেন। আপনার জমা করা সব রিভিউ এবং ফটোতে "আপনার অবদান"-এর লিঙ্ক আছে।
অন্যদের কাছে আপনার প্রোফাইল কেমন দেখতে লাগে তা দেখুন
Google Maps প্রোফাইলে আপনার লেখা রিভিউ, শেয়ার করা ফটো বা ভিডিও এবং লোকাল গাইড অ্যাক্টিভিটির তথ্য থাকে। আপনার প্রোফাইল সর্বজনীন, সেই জন্য আপনি যে জায়গাগুলির রেটিং দিয়েছেন এবং রিভিউ করেছেন তার তালিকা অন্যান্য ব্যবহারকারীরা দেখতে পাবেন। অন্যদের কাছে আপনার প্রোফাইল কেমন দেখতে লাগে তা জানতে:
- আপনার কম্পিউটারে Google Maps খুলুন।
- উপরের বাঁদিকে, মেনু আপনার অবদান বিকল্পে ক্লিক করুন।
- অবদান প্রোফাইল সেটিংস বিকল্পে ক্লিক করুন।
- আপনার সর্বজনীন প্রোফাইল দেখুন বিকল্পে ক্লিক করুন।
আপনার প্রোফাইলে ফটো বা ভিডিও সীমাবদ্ধ করুন
আপনার সর্বজনীন প্রোফাইলে অন্যরা শেয়ার করা কোন ফটো এবং ভিডিও দেখতে পাবেন আপনি তা সীমাবদ্ধ করতে পারবেন। সরাসরি মুছে না ফেললে, সেই জায়গার পৃষ্ঠাতে আপনার ফটো বা ভিডিও. রেটিং অথবা রিভিউ দেখতে পাবেন।
- আপনার কম্পিউটারে Google Maps খুলুন।
- উপরের বাঁদিকে, মেনু আপনার অবদান বিকল্পে ক্লিক করুন।
- কন্ট্রিবিউট করুন প্রোফাইল সেটিংস বিকল্পে ক্লিক করুন।
- আপনার ফটো বা ভিডিও সীমিত করতে, একটি বেছে নিন:
- আপনার প্রোফাইলে আপনার পোস্ট দেখুন বিকল্পটি বন্ধ করুন।
- সীমাবদ্ধ করা প্রোফাইল বিকল্পটি চালু করুন।
আপনার প্রোফাইলে আর আপনার করা কন্ট্রিবিউশন দেখা যাবে না।
ফটো বা ভিডিও শেয়ার করুন
- আপনার কম্পিউটারে Google Maps খুলুন।
- উপরের বাঁদিকে, মেনু আপনার অবদান বিকল্পে ক্লিক করুন।
- ফটো বেছে নিন।
- আপনি যে ফটো বা ভিডিও শেয়ার করতে চান তা খুঁজুন।
- উপরের ডানদিকে, 'আরও শেয়ার করুন' বিকল্পে ক্লিক করুন।
ফটো বা ভিডিও মুছুন
আপনি Google Search-এ যেসব ফটো বা ভিডিও যোগ করেন সেগুলি Google Maps-এ মুছে ফেলা যাবে।
- আপনার কম্পিউটারে Google Maps অ্যাপটি খুলুন।
- উপরের বাঁদিকে, 'মেনু আপনার কন্ট্রিবিউশন' বিকল্পে ক্লিক করুন।
- আপনার আপলোড করা ফটো বা ভিডিও দেখার জন্য "Photos" ট্যাবে ক্লিক করুন।
- ফটো বা ভিডিও মুছতে, 'আরও এই ফটো মুছুন' বিকল্পে ট্যাপ করুন।
আপনি Google Maps-এ ফটো বা ভিডিও মুছে ফেললে, সেগুলি Google Search থেকেও মুছে যাবে। আপনি Google Maps থেকে যেসব ফটো বা ভিডিও মুছে ফেলবেন, সেগুলি এখান থেকে মুছে যাবে না:
- আপনার ফোন বা ট্যাবলেটের গ্যালারি
- Google Photos, যদি আপনার ব্যাক-আপ এবং সিঙ্ক চালু থাকে
- Google Drive, যদি আপনার সিঙ্ক চালু থাকে
পরামর্শ: ফটো বা ভিডিও মুছতে কয়েক মিনিট সময় লাগতে পারে। পরিবর্তনগুলি সাথে সাথে আপডেট না হলে, "আপনার কন্ট্রিবিউশন" বন্ধ করে আবার খুলুন।
Business Profile থেকে ফটো বা ভিডিও যোগ করুন বা মুছুন
আপনার ব্যবসার মালিকানা যাচাই করা হয়ে থাকলে, আপনি ব্যবসার ফটো যোগ করতে বা মুছে ফেলতে পারবেন।
ভিডিও অটোপ্লে চালু অথবা বন্ধ করা
- 'প্রোফাইল আইকন সেটিংস ভিডিও সেটিংস' বিকল্পে ট্যাপ করুন।
- অটোপ্লে চালু অথবা বন্ধ করতে, 'টগল করুন' বোতামে ট্যাপ করুন।
Google Maps-এ ফটো বা ভিডিও সম্পর্কে রিপোর্ট করুন
গুরুত্বপূর্ণ: নীতি লঙ্ঘনকারীদের Google Maps থেকে দূরে রাখতে, আমরা ব্যবহারকারীর কন্টেন্ট মডারেট করি। আমরা কোনও নীতি লঙ্ঘিত হয়েছে বলে দেখলে সেটি পর্যালোচনা করা এবং সরানোর জন্য বিবেচনা করি। Google Maps-এর ব্যবহারকারীর তৈরি করা কন্টেন্ট নীতি সম্পর্কে আরও জানুন।
Google Maps-এ আপনি যদি অনুপযুক্ত বা সঠিক নয় এমন কিছু দেখে থাকেন তাহলে সেটি আমাদের জানাতে পারেন।
- কোনও জায়গা খুঁজুন অথবা ম্যাপে সেটিতে ট্যাপ করুন।
- উপরে বাঁদিকে, ফটো গ্যালারি খুলতে বড় ফটোটিতে ক্লিক করুন।
- আপনি যে ফটো বা ভিডিও সম্পর্কে রিপোর্ট করতে চান তার উপরে ক্লিক করুন।
- উপরের বাঁদিকে, 'আরও সমস্যার বিষয়ে রিপোর্ট করুন' বিকল্পে ক্লিক করুন।
Maps ব্যবহারকারীর কন্ট্রিবিউট করা কন্টেন্ট সম্পর্কিত নীতির বিষয়ে আরও জানুন।