দুইটি জায়গার মাঝের দূরত্ব মাপুন

ম্যাপে আপনি দুই বা তার বেশি জায়গার মাঝের দূরত্ব মাপতে পারবেন। যেমন, দুটি শহরের মাঝখানের সরলরৈখিক দূরত্ব মাইলের হিসেবে মাপতে পারবেন।

গুরুত্বপূর্ণ: আপনি যদি লাইট মোডে Maps ব্যবহার করেন তাহলে দুটি জায়গার মাঝের দূরত্ব মাপতে পারবেন না। আপনি লাইট মোড ব্যবহার করলে নিচে একটি বিদ্যুৎ চিহ্ন দেখা যাবে। Google Maps-এর অন্যান্য ভার্সন সম্পর্কে আরও জানুন

দুইটি জায়গার মাঝের দূরত্ব মাপতে: 

  1. আপনার কম্পিউটারে Google Maps খুলুন। 
  2. শুরুর জায়গার উপরে ডানদিকের বোতামে ক্লিক করুন।
  3. দূরত্ব মাপুন বিকল্পটি বেছে নিন।
  4. দূরত্ব মাপার জন্য একটি পাথ তৈরি করতে, ম্যাপের যেকোনও জায়গায় ক্লিক করুন। আরও একটি জায়গা যোগ করতে, ম্যাপের যেকোনও জায়গায় ক্লিক করুন।
    • স্ক্রিনের নিচে, মোট দূরত্ব মাইল (মাঃ) এবং কিলোমিটারে (কিমিঃ) দেখতে পাওয়া যাবে।
    • পরামর্শ: ম্যাপে কোনও জায়গা বা পাথ সরাতে সেটি ক্লিক করে টেনে আনুন। ম্যাপে কোনও জায়গা সরাতে সেটির উপর ক্লিক করুন।
  5. হয়ে গেলে, স্ক্রিনের নিচে থাকা কার্ডে, 'বন্ধ করুন Close' বিকল্পে ক্লিক করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
15810274344899065998
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
76697
false
false