DMA ও আপনার লিঙ্ক করা পরিষেবা সম্পর্কে

Digital Markets Act (DMA) হল ইউরোপীয় ইউনিয়নের একটি আইন যা ৬ মার্চ, ২০২৪ থেকে কার্যকর হয়েছে। DMA-এর ফলস্বরূপ, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে, Google আপনাকে নির্দিষ্ট কিছু Google পরিষেবা লিঙ্ক করার বিকল্প অফার করে। এইসব Google পরিষেবার মধ্যে অন্তর্ভুক্ত হল:

  • Search
  • YouTube
  • Ad পরিষেবা
  • Google Play
  • Chrome
  • Google Shopping
  • Google Maps

আপনি এইসব পরিষেবার সবকটি লিঙ্ক করার বিকল্প, কোনও পরিষেবাই লিঙ্ক না করার বিকল্প অথবা এইসব পরিষেবার মধ্যে আলাদাভাবে কোনগুলি লিঙ্ক করতে চান তা বেছে নিতে পারবেন।

লিঙ্ক করা হলে, এইসব পরিষেবা নির্দিষ্ট উদ্দেশ্যের ভিত্তিতে পরস্পরের সাথে ও অন্যান্য সমস্ত Google পরিষেবার সাথে আপনার ডেটা শেয়ার করতে পারে। যেমন, আপনার সেটিংসের উপর নির্ভর করে লিঙ্ক করা Google পরিষেবা আপনাকে পছন্দমতো কন্টেন্ট ও বিজ্ঞাপন দেখাতে সাহায্য করার জন্য একসাথে কাজ করতে পারবে।

যেসব Google পরিষেবা লিঙ্ক করা যাবে না

ইউরোপীয় ইউনিয়নের (EU) বেশিরভাগ ব্যবহারকারীর ক্ষেত্রে লিঙ্ক করা যাবে না এমন কোনও পরিষেবা নেই। জার্মানির ব্যবহারকারীরা কিছু পরিষেবা লিঙ্ক করতে পারবেন না।

পরামর্শ: অন্য যেসব Google পরিষেবা একে অপরের সাথে ডেটা শেয়ার করে এবং উপরে নাম উল্লেখ করা নেই, সেইগুলি সবসময় লিঙ্ক থাকে।

লিঙ্ক করা পরিষেবা সম্পর্কে

পরিষেবা লিঙ্ক করা না থাকলে, Google পরিষেবা জুড়ে ডেটা শেয়ার করার কাজে যুক্ত থাকা কিছু ফিচার যা ডেটার উপরে নির্ভরশীল, সেগুলি সীমিত হয়ে যাবে বা উপলভ্য থাকবে না। যেমন:

  • Search, YouTube এবং Chrome পরিষেবা লিঙ্ক করা না হলে, “কী দেখার আছে” ধরনের যেসব সাজেশন Search-এ দেখানো হয় এবং ডিসকভার ফিড আপনার পছন্দমতো হিসেবে যথাযথভাবে সেট করা যাবে না।
  • Search এবং Maps পরিষেবা লিঙ্ক করা না থাকলে, Search থেকে করা রিজার্ভেশন Google Maps-এ দেখা যাবে না।

পরিষেবার যেসব দিক ডেটা শেয়ার করার সাথে যুক্ত নয়, তার উপরে কোনও প্রভাব পড়বে না।

আপনি পরিষেবা লিঙ্ক করার বিকল্প বেছে না নিলেও, কোনও Google পরিষেবা থেকে সাইন-আউট হয়ে যাবেন না। এছাড়াও, Google পরিষেবাগুলি লিঙ্ক করার অর্থ এই নয় যে থার্ড-পার্টি পরিষেবার সাথে আপনার ডেটা শেয়ার করা হবে।

আপনার লিঙ্ক করা পরিষেবা ম্যানেজ করুন

নিয়ন্ত্রণ আপনার হাতেই রয়েছে। উপরে তালিকাভুক্ত কোন কোন Google পরিষেবা লিঙ্ক করা আছে তা আপনি বেছে নিতে পারবেন। Google অ্যাকাউন্ট থেকে আপনার পছন্দ যেকোনও সময় পর্যালোচনা বা পরিবর্তন করতে পারবেন। আপনার লিঙ্ক করা পরিষেবা কীভাবে ম্যানেজ করবেন তা জানুন

আপনার ডেটা সম্পর্কে

লিঙ্ক করা Google পরিষেবা জুড়ে আপনার ডেটা কীভাবে ব্যবহার করা হয় সেই সম্পর্কে আরও জানুন।

কোন কোন ডেটা ব্যবহার করা হয়
ব্যক্তিগত ডেটা যা আপনার এবং লিঙ্ক করা Google পরিষেবার মধ্যে হওয়া ইন্টার‍্যাকশন থেকে সংগ্রহ করা হয়, তা যেকোনও লিঙ্ক করা ডিভাইস জুড়ে শেয়ার করা হতে পারে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সার্চ, YouTube-এ আপনার দেখা ভিডিও, Google Play থেকে আপনার ইনস্টল করা অ্যাপ, আপনার ডিভাইসের তথ্যের মতো সংশ্লিষ্ট তথ্য এবং অন্যান্য সমস্ত ধরনের তথ্য যা আমাদের গোপনীয়তা নীতিতে বর্ণনা করা আছে
Google কীভাবে এই ডেটা ব্যবহার করে

লিঙ্ক করা পরিষেবাগুলিতে শেয়ার করা ডেটা আমাদের গোপনীয়তা নীতিতে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা উদ্দেশ্য অনুযায়ী Google ব্যবহার করে:

  • আপনার গোপনীয়তা সেটিংসের উপরে নির্ভর করে কন্টেন্ট ও বিজ্ঞাপন সহ পছন্দমতো পরিষেবা দিতে
  • আমাদের পরিষেবা রক্ষণাবেক্ষণ করতে এবং তা উন্নত করতে
  • নতুন পরিষেবা ডেভেলপ করতে
  • আমাদের পরিষেবার পারফর্ম্যান্স নিশ্চিত ও উন্নত করতে, লোকজন কীভাবে সেগুলি ব্যবহার করেন তা বুঝতে

লিঙ্ক করা পরিষেবায় আপনার বেছে নেওয়া বিকল্পগুলি অন্যান্য সেটিংস যেমন, Google পরিষেবা পছন্দসই করার জন্য আপনি যেসব বিকল্প বেছে নিয়েছেন ইত্যাদির ক্ষেত্রে কোনও প্রভাব ফেলবে না। আপনার ডেটা কীভাবে শেয়ার করা হবে তা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আপনার কাছে যেসব বিকল্প আছে এগুলি শুধুমাত্র তাতে আরও নতুন নতুন বিকল্প যোগ করে।

Google কিছু কিছু ক্ষেত্রে ডেটা শেয়ার করা চালিয়ে যাবে

লিঙ্ক করা থাকুক অথবা না থাকুক, সব Google পরিষেবা থেকে প্রাপ্ত আপনার ডেটা নির্দিষ্ট উদ্দেশ্যে সমস্ত পরিষেবা জুড়ে শেয়ার করা হতে পারে। যেমন, প্রতারণা রোধ করা, আপনাকে স্প্যাম ও অপব্যবহার থেকে রক্ষা করা এবং আইন মেনে চলার ক্ষেত্রে।

এছাড়াও একসাথে দুটি পরিষেবা দেওয়ার সময় টাস্ক সম্পূর্ণ করতে আপনাকে ভালোভাবে সাহায্য করার জন্য আপনার ডেটা Google পরিষেবা জুড়ে শেয়ার করা হতে পারে। 

Related resources 

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
270362640513541306
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
76697
false
false