Google-এ এয়ার কোয়ালিটি সংক্রান্ত তথ্য

সাধারণ নির্বাচন

এয়ার কোয়ালিটির পরিমাপের স্কেলগুলি কী কী?

দেশ বা অঞ্চল এয়ার কোয়ালিটি সংক্রান্ত ইন্ডেক্স দেখায় এবং র ডেটাকে বর্ণনামূলক রেটিং স্কেলে নির্দিষ্ট বিভাগের অন্তর্ভুক্ত করে। এইসব ইন্ডেক্স দূষণের লেবেল এবং এর সাথে যুক্ত কোনও ঝুঁকি থাকলে তা শনাক্ত করার মতো বিষয়কে আরও সহজ করে তোলে।

স্থানীয় দূষণ ও স্বাস্থ্য সম্পর্কিত বিবেচনার উপর ভিত্তি করে এয়ার কোয়ালিটি সম্বন্ধে রিপোর্ট করার জন্য আলাদা দেশ ও অঞ্চল আলাদা মাপকাঠি ব্যবহার করে। সারা বিশ্ব জুড়ে অসংখ্য স্থানীয় ইন্ডেক্স ব্যবহার করা হয়। যেমন, অষ্ট্রেলিয়ার কিছু রাজ্য সংখ্যা-ভিত্তিক সিস্টেম ব্যবহার করে যেখানে অন্যান্যরা শ্রেণীবিভাগ-ভিত্তিক সিস্টেম ব্যবহার করে। ইউরোপিয়ান এনভায়রনমেন্ট এজেন্সির মতো কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান আলাদা এয়ার কোয়ালিটি সংক্রান্ত ইন্ডেক্স সংজ্ঞায়িত করে।

দূষণের পরিস্থিতি খারাপ হলেই, সর্বজনীন স্বাস্থ্য সম্পর্কিত ঝুঁকিও বাড়ে। এটি বিশেষত বাচ্চা, প্রবীণ জনসংখ্যা এবং ঝুঁকিতে থাকা অন্যান্য জনসংখ্যার উপর প্রভাব ফেলে। এয়ার কোয়ালিটি খারাপ থাকার সময় সরকারি এজেন্সি সাধারণত ইন্ডোর ও আউটডোর অ্যাক্টিভিটি সম্পর্কিত স্বাস্থ্য বিষয়ক সাজেশন দেয়।

এয়ার কোয়ালিটি সংক্রান্ত ইন্ডেক্স কীভাবে গণনা করা হয়

এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) হল এমনই একটি উপায় যা জনসাধারণকে এয়ার কোয়ালিটির ব্যাপারে জানাতে বিভিন্ন সরকার বেছে নেয়। এই উপায় অবলম্বন করে বিভিন্ন ধরনের দূষণকারী উপাদানের লেভেলকে সংক্ষিপ্ত আকারে দেখাতে একটি ইনডেক্সে কনভার্ট করা যায়।

ইনডেক্সগুলির মধ্যে যেসব সাধারণ পার্থক্য দেখা যায়, সেগুলি হল:

  • দূষণকারী উপাদানের সংখ্যা ও প্রকার: আলাদা দূষণকারী উপাদানের উপর ভিত্তি করে আলাদা AQI তৈরি করা হয়।
    • যেসব সাধারণ দূষণকারী উপাদান ট্র্যাক করা হয়, সেগুলি হল:
      • পার্টিকুলেট ম্যাটার যেমন, PM২.৫ ও PM১০
      • ওজোন (O3)
      • নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO2)
      • সালফার ডাইঅক্সাইড (SO2)
      • কার্বন মোনোক্সাইড (CO)
    • ইন্ডেক্সের সংজ্ঞা পেতে, আলাদা আলাদা দেশ ও অঞ্চল আলাদা আলাদা দূষণকারী উপাদান পরিমাপ করে। উদাহরণস্বরূপ:
      • ইউরোপিয়ান AQI উপরে উল্লেখ করা ৬টি আলাদা আলাদা দূষণকারী উপাদান সম্পর্কে রিপোর্ট করে।
      • ভারতীয় AQI উপরে উল্লেখ করা দূষণকারী উপাদান ও অ্যামোনিয়া (NH3) সম্পর্কে রিপোর্ট করে।
  • সময়ের গড় হিসেবে গণনা করা: অনেক অফিসিয়াল সোর্স নির্ধারিত টাইম ফ্রেমের জন্য রিডিংয়ের একটি গড় মানের উপর ভিত্তি করে রিপোর্টিং সংক্রান্ত ডেটা দেখায়। এইসব টাইম ফ্রেম ১–২৪ ঘণ্টার রেঞ্জে থাকতে পারে।
  • দূষণকারী উপাদানের ঘনত্বের থ্রেশহোল্ড: আলাদা আলাদা দূষণকারী উপাদানের ঘনত্বের লেভেল থেকে হওয়া বিপদের বিষয়ে আলাদা আলাদা AQI নিজস্ব ব্যাখ্যা প্রয়োগ করে।
  • দূষণের প্রভাবশালী উপাদান: AQi এক্সপোজার হওয়ার ঝুঁকির উপর ভিত্তি করে দূষণের প্রভাবশালী উপাদানটিকে সংজ্ঞায়িত করে, অর্থাৎ বর্তমানে এই মুহূর্তে মানুষের স্বাস্থ্যের সর্বাধিক হানির জন্য কোন উপাদানটি দায়ী তা খুঁজে দেখা। AQI যেহেতু দূষণের আলাদা আলাদা উপাদানের বিপদের বিষয়ে আলাদা ব্যাখ্যা অ্যাসাইন করে, তাই প্রভাবশালী উপাদান নির্ণয়ের ক্ষেত্রেও পার্থক্য দেখা দিতে পারে।

ঘরের বাইরের দূষণকারী উপাদানের সবচেয়ে সাধারণ প্রকার ও সেগুলির উৎস

বায়ু দূষণকারী উপাদানের পরিমাপের উপর ভিত্তি করেই এয়ার কোয়ালিটির স্থানীয় ইনডেক্স নির্ধারণ করা হয়। সবচেয়ে বেশি পরিমাপ করা ঘরের বাইরের দূষণকারী উপাদানগুলি হল:

  • পার্টিকুলেট ম্যাটার (PM): বায়ুতে উপস্থিত থাকে এমন ছোট, সলিড পার্টিকল ও তরলের ছোট ছোট ড্রপ। PM10 ও PM2.5 হল এমন পার্টিকল যাদের ব্যাস যথাক্রমে ১০ মাইক্রোমিটার ও ২.৫ মাইক্রোমিটারের চেয়ে কম। এগুলি মোটর গাড়ি, কাঠের হিটার ও কলকারখানা থেকে নির্গত হয়। আগুন এবং ধুলোর ঝড়ও পার্টিকুলেট ম্যাটারের অনেক বেশি ঘনত্ব তৈরি করতে পারে।
  • নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO2): একটি গ্যাস এবং কেন্দ্রীয় স্তরে শহরের বায়ু দূষণের একটি প্রধান উপাদান। এটি প্রধানত গাড়ি, শিল্প, বিদ্যুৎ কেন্দ্র ও হিটিং সিস্টেম থেকে নির্গত হয়।
  • ওজোন (O3): এই গ্যাস স্ট্র্যাটোস্ফিয়ারে পাওয়া যায়। এটি আমাদের ও ট্রোপোস্ফিয়ারকে ক্ষতিকর আল্ট্রাভাওলেট র‌্যাডিয়েশনের হাত থেকে রক্ষা করে। ওজোন একটি ক্ষতিকর দূষণকারী উপাদান যা সৌরালোক, বিভিন্ন জৈব গ্যাস ও নাইট্রোজেন অক্সাইডের মধ্যে হওয়া রাসায়নিক বিক্রিয়ার ফলে তৈরি হয়। এইসব জৈব গ্যাস ও নাইট্রোজেন অক্সাইড নিম্নলিখিত উৎস থেকে তৈরি হয়:
    • গাড়ির ধোঁয়া
    • বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
    • অন্যান্য উৎস
  • সালফার ডাইঅক্সাইড (SO2): তীব্র ও অস্বস্তিকর গন্ধযুক্ত একটি বিষাক্ত গ্যাস। এই ধরনের গ্যাস ফসিল ফুয়েল জ্বালানো ইলেকট্রিক ইন্ডাস্ট্রি, পেট্রল রিফাইনারি, সিমেন্ট উৎপাদন ও আগ্নেয়গিরি থেকে নির্গত হয়।
  • কার্বন মনোক্সাইড (CO): এই গ্যাস মোটর ভেহিকল বা ফসিল ফুয়েল জ্বালানো মেশিন থেকে নির্গত হয়।

এইসব দূষণকারী উপাদানের প্রত্যেকটি অনেক বেশি ঘনত্বে উপস্থিত থাকলে তা স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। এইসব বিষয় সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ওয়েবসাইট থেকে আরও জানুন।

এয়ার কোয়ালিটি সংক্রান্ত প্রভাবক

যদিও বিষয়টি একটু জটিল হলেও, এয়ার কোয়ালিটি বিভিন্ন ধরনের উপাদানের দ্বারা প্রভাবিত হয়:

  • অন্যান্য বিষয়ের মধ্যে বায়ুর গতিবেগ ও দিকনির্দেশ ও আপেক্ষিক আর্দ্রতার মতো আবহাওয়া সংক্রান্ত পরিস্থিতি।
  • সৌর বিকিরণ
  • দাবানল বা অন্যান্য ধরনের অগ্নিকাণ্ড
  • কৃষির কারণে তৈরি হওয়া ধুলোর ঝড় ও ধুলোর নির্গমন
  • ইন্ডাস্ট্রি ও ব্যক্তিগত ঘরবাড়ি থেকে হওয়া নির্গমন
  • ট্রাফিক থেকে হওয়া নির্গমন
  • বায়ুমণ্ডলের অন্যান্য প্রাকৃতিক ও রাসায়নিক প্রক্রিয়া

স্টেশন-ভিত্তিক এবং সমাধান-কেন্দ্রিক

আপনার আশপাশের এয়ার কোয়ালিটি সংক্রান্ত ইন্ডেক্স (AQI) কীভাবে বেছে নেওয়া হয়

এয়ার কোয়ালিটি স্টেশনের পরিমাপের উপরে ভিত্তি করে এয়ার কোয়ালিটি লেভেল ক্যালকুলেট করা হয়। আপনার এলাকার সব স্টেশন সহ একটি ম্যাপ আপনাকে দেওয়া হয় যার মাধ্যমে আপনি এয়ার কোয়ালিটি সংক্রান্ত তথ্যের আরও বড় ও পূর্ণাঙ্গ ছবি পেতে পারেন। যদিও একটি স্টেশনের সাথে অন্য স্টেশনের মধ্যবর্তী এয়ার কোয়ালিটি আলাদা আলাদা হতে পারে এবং আপনার সবচেয়ে কাছাকাছি থাকা স্টেশনের দেখানো AQI লেভেল আপনার নির্দিষ্ট লোকেশনের AQI লেভেলকে দেখাবে তার কোনও নিশ্চয়তা নেই। বিভ্রান্তি এড়াতে, আপনার আশেপাশে প্রদত্ত স্টেশনগুলিতে AQI লেভেল ডিসপ্লে করার জন্য আমরা ম্যাপ-ভিত্তিক ভিউ দেখাই।

স্পেসের সীমাবদ্ধতার জন্য, বিভিন্ন ধরনের Google প্রোডাক্ট সিঙ্গেল-স্টেশন রিডিং দেখায়। সেক্ষেত্রে, আপনার লোকেশনের সবচেয়ে কাছাকাছি স্টেশনে দেখানো পরিমাপ অনুযায়ী AQI ভ্যালু বেছে নেওয়া হয়।

গুরুত্বপূর্ণ:

  • দূষণকারী উপাদানের ঘনত্ব কম দূরত্বের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে এবং আপনার ও স্টেশনের লোকেশনের মধ্যে কখনও কখনও এয়ার কোয়ালিটি রিডিং ব্যাপকভাবে পরিবর্তিত হওয়ার কারণ ঘটতে পারে।
  • কিছু কিছু ক্ষেত্রে, এয়ার কোয়ালিটি ডেটার রিপোর্টিংয়ে স্বল্প সময়ের ডিলে (১২ ঘণ্টা) দেখা দিতে পারে, যেটি এয়ার কোয়ালিটি দ্রুত পরিবর্তন হওয়ার সময় অনুভব করা যেতে পারে।
  • মনিটর করার জন্য নির্দিষ্ট প্রত্যেক স্টেশনে দূষণকারী প্রতিটি উপাদান নাও পরিমাপ করা হতে পারে। এইসব পার্থক্যের ফলে কখনও কখনও রিপোর্ট করা AQI ও প্রকৃত এয়ার কোয়ালিটির মধ্যে অসঙ্গতি দেখা যেতে পারে। AQI হল স্টেশন-ভিত্তিক এবং এতে শুধুমাত্র সেই স্টেশনের দূষণকারী উপাদানই পরিমাপ করা হয়।
  • তাছাড়া, AQI-এর অস্থায়ী গড় মানের মাধ্যমে অন্যান্য ডেটা সোর্সেও পার্থক্য দেখা যেতে পারে, বিশেষ করে অনেক বেশি দূষণ কন্ট্রিবিউট করা ইভেন্ট শুরু ও শেষ হওয়ার সময়কালে।

কুণ্ডলী পাকানো ধোঁয়ার বলতে কী বোঝায়?

গুরুত্বপূর্ণ: ম্যাপটি আজকের ধোঁয়া এখনও বিশ্লেষণ হওয়া কালীন গতকালের ধোঁয়া সম্পর্কিত তথ্য দেখাতে পারে। কিছু ক্ষেত্রে, কুণ্ডলী পাকানো ধোঁয়া থাকলে AQI ভাল হতে পারে। এটি সেইসব ক্ষেত্রে ঘটতে পারে যেখানে কুণ্ডলী পাকানো ধোঁয়া মাটির সারফেসে পৌঁছায় না এবং পরিমাপ করা এয়ার কোয়ালিটির উপর প্রভাব ফেলে না।

মার্কিন যুক্তরাষ্ট্রে ধোঁয়া সম্পর্কিত অতিরিক্ত তথ্য, Google Search এবং Maps-এ উপলভ্য NOAA থেকে পাওয়া, স্যাটেলাইটের ডেটার উপর ভিত্তি করে প্রদান করা হয়।

এই ডেটাতে মাঝারি ও বেশি লেভেলের ধোঁয়ার ঘনত্ব সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত থাকে। ডেটা উপলভ্য থাকলে কুণ্ডলী পাকানো ধোঁয়া এয়ার কোয়ালিটি ম্যাপে দেখানো হবে।

 

এয়ার কোয়ালিটির ডেটা সোর্স

Google এয়ার প্রোডাক্টের কোয়ালিটি নিশ্চিত করতে, এইসব সোর্স থেকে সরাসরি মনিটর করা স্টেশনের ডেটা দেখানো হয়:

অস্ট্রেলিয়া

ব্রাজিল

চিলি

ভারত

ইজরায়েল

মেক্সিকো

সিঙ্গাপুর

দক্ষিণ কোরিয়া

মার্কিন যুক্তরাষ্ট্র

মডেল-ভিত্তিক ও সমাধান-কেন্দ্রিক

আপনার আশেপাশের এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI)-এর নির্বাচন

আপনার লোকেশনে এয়ার কোয়ালিটি দেখাতে, Google তার এয়ার কোয়ালিটি মডেল প্রয়োগ করে।
আপনি যদি "লন্ডনের আবহাওয়া"র মতো কোনও শহরের এয়ার কোয়ালিটি দেখেন, তার ফলাফলস্বরূপ আপনার থেকে অনেক দূরের কোনও লোকেশনের এয়ার কোয়ালিটির রিডিং দেখানো হতে পারে। সেটি সিটি সেন্টারের এয়ার কোয়ালিটি হতে পারে। আপনি একই শহরে থাকলেও, আপনার চারপাশের পরিস্থিতি সঠিকভাবে তাতে দেখানো হবে না।

আপনার লোকেশনের জন্য AQI সংক্রান্ত তথ্য পেতে:

  1. Google Maps-এ সাইন-ইন করুন।
  2. লোকেশন হেডারে এলাকা বেছে নিন বিকল্প বেছে নিন।
  3. সুনির্দিষ্ট লোকেশন ব্যবহার করতে, লোকেশন পরিবর্তন করুন।

ডেটা সোর্স ও Google-এর এয়ার কোয়ালিটি মডেলের নির্ভুলতা

একাধিক স্তর-বিশিষ্ট দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে তৈরি করা একটি এয়ার কোয়ালিটি মডেল ব্যবহার করি যাকে 'ফিউশন দৃষ্টিভঙ্গি' বলে অভিহিত করা হয়। এই দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন ইনপুট সোর্স থেকে পাওয়া ডেটা একত্রিত করা হয় এবং উন্নত উপায়ে বিভিন্ন স্তরকে পরিমাপ করে দেখা হয়। ইনপুট স্তরগুলি হল নিম্নরূপ:

  • সরকারের দ্বারা রেফারেন্স পাওয়া মনিটরিং স্টেশন
  • কমার্শিয়াল সেন্সর নেটওয়ার্ক
  • গ্লোবাল ও স্থানীয় স্তরের বিতরণকারী মডেল
  • আগুন থেকে উৎপন্ন ধোঁয়া ও ধুলোর মডেল
  • স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য
  • ট্রাফিক ডেটা
  • ল্যান্ড কভার সংক্রান্ত তথ্যের মতো আনুষঙ্গিক তথ্য
  • আবহাওয়া সংক্রান্ত বিজ্ঞান

NO, NOx এবং কিছু কিছু ক্ষেত্রে নন-মিথেন হাইড্রোকার্বন (NMHC)-এর সংযুক্তি সহ উপরে উল্লেখ করা সবচেয়ে সাধারণ দূষণকারী উপাদানের ঘনত্বের উপরে ভিত্তি করে Google মডেল এয়ার কোয়ালিটি সংক্রান্ত ইনডেক্স প্রদান করে। মডেলটি ৫০০মি × ৫০০মি গ্রিডের উপর ভিত্তি করে গণনা করা হয়েছে।

সরকারি বা রেফারেন্স মনিটর করা স্টেশন থেকে পাওয়া দূষণকারী উপাদানের ডেটা হল এর ভিত্তিমূলক স্তর এবং এটিকে মডেলের সবচেয়ে বিশ্বস্ত তথ্য হিসেবে দেখানো হয়। যেকোনও অনিয়মিত ভ্যালু সরিয়ে দিতে এবং ডেটার হাই কোয়ালিটি সুনিশ্চিত করতে, এই মডেলে সারা বিশ্বের বিভিন্ন মনিটরের দ্বারা সংগ্রহ করা পরিমাপ পদ্ধতির ক্ষেত্রে কোয়ালিটি অ্যাসুরেন্স সংক্রান্ত নানা বিষয় সম্পাদন করা হয়। পরিমাপের সময় ও তার প্রকাশের সময়ের মধ্যে চোখে পড়ার মতো বিলম্ব দেখা গেলে, বর্তমান ও অদূর ভবিষ্যতের পূর্বাভাস সম্বলিত একটি অ্যালগরিদম বর্তমান সময়ের জন্য দূষণকারী উপাদানের ঘনত্বের পরিমাণ নির্ণয় করে।

মডেলের ক্ষেত্রে সীমাবদ্ধতা

যদি Google মডেলের মাধ্যমে ব্যবহার করা তথ্যের প্রতিটি স্তরে মডেলের সাথে সংযুক্ত কিছু সমস্যা দেখা যায়, আমাদের মডেল ব্যবহার করে মোট সমস্যার সংখ্যা অনেক পরিমাণে কম করা হয় কারণ এই মডেলটি তথ্য যাচাই করার জন্য বিভিন্ন সোর্সের মধ্যে পারস্পরিক তুলনা করে। যদিও, প্রতিটি মডেলেই কোনও না কোনও ভ্রান্তি থাকে যেগুলির ব্যাপারে এখানে দেওয়া হল:

  • কয়েকটি ঘটনার ক্ষেত্রে এয়ার কোয়ালিটি ডেটায় স্বল্প সময়ের জন্য বিলম্ব (১–২ ঘণ্টা) দেখা যায়।
  • স্থানীয় ইভেন্ট, যেমন বার্বিকিউ বা কোনও জ্বলন্ত বাড়ি, যেগুলি মডেলের দ্বারা শনাক্ত করা হয় না।
  • কয়েকটি ঘটনার ক্ষেত্রে মডেলটি আপনার লোকেশন থেকে কিছু মাইল দূরে কোনও ধোঁয়ার উপস্থিতি দেখাতে পারে।
    • আগুন থেকে নির্গত ধোঁয়ার কারণে নির্দিষ্ট সময় জুড়ে মেক্সিকো ও কানাডার ব্যবহারকারীকে AQ ডেটা দেখানোর ক্ষেত্রে বিলম্ব হতে পারে।

Google ও মনিটরিং স্টেশন থেকে পাওয়া আলাদা আলাদা AQI ভ্যালু

নিম্নলিখিত কারণে সরকারি মনিটরিং স্টেশন ও Google-এর থেকে পাওয়া এয়ার কোয়ালিটি ইনডেক্স ভ্যালুর মধ্যে পার্থক্য দেখা যেতে পারে:

  • সব সরকারি স্টেশন সমস্ত ধরনের দূষণকারী উপাদানকে পরিমাপ করে না।
  • সরকারের দ্বারা মনিটর করা স্টেশন থেকে প্রাপ্ত ডেটা রিপোর্ট করতে প্রায়শই বিলম্ব হয়, তাই সরকারি ডেটাতে এয়ার কোয়ালিটিতে হওয়া কোনও আকস্মিক পরিবর্তন দেখাতে মিস হতে পারে।
  • সরকারের দ্বারা মনিটর করা স্টেশনে শুধুমাত্র স্টেশনের সংশ্লিষ্ট লোকেশনে যা ঘটছে তাই পরিমাপ করে দেখানো হয়।

উদাহরণ ২ অনুসারে, Google-এর মডেলে একাধিক ডেটা সোর্সকে বিবেচনা করা হয় এবং ছ'টি দূষণকারী উপাদানের প্রত্যেকটির জন্য রিয়েল-টাইমে স্টেশনের লোকেশনে এয়ার কোয়ালিটি সংক্রান্ত ডেটার পূর্বাভাস দেয়:

  • গ্রাউন্ড লেভেল ওজোন (O3)
  • PM২.৫
  • PM১০ যেমন ধুলোর ইভেন্ট
  • কার্বন মোনোক্সাইড (CO)
  • সালফার ডাইঅক্সাইড (SO2)
  • ৫০০ মিটার গ্রিড রেজোলিউশনে নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO2)

উদাহরণ ১: ধুলো ঝড় (PM১০) চলাকালীন, একটি মনিটর করা স্টেশন ভালো এয়ার কোয়ালিটি দেখাবে, কারণ এটি তখন শুধুমাত্র গ্রাউন্ড লেভেল ওজোন (O3) পরিমাপ করে। তবে এর মধ্যে PM১০ যোগ করা থাকে বলে Google মডেলের মাধ্যমে খারাপ এয়ার কোয়ালিটি দেখানো হয়।

উদাহরণ ২: একটি মনিটরিং স্টেশন সবকটি দূষণকারী উপাদান পরিমাপ করে, Google ও স্টেশন ওজোনের মতো একই প্রভাবশালী উপাদানকে দেখায়, তবে স্টেশনে এয়ার কোয়ালিটি সংক্রান্ত ইনডেক্স ১৫০ দেখানো হলেও Google-এর ডেটায় তার ভ্যালু ২০০-এর লেভেলে দেখা যায়। বায়ুমণ্ডলে সারা দিন ধরে ওজোনের পরিমাণ পরিবর্তিত হতে পারে বলে ২ ঘণ্টা আগে যে পরিমাপ নেওয়া হয়েছিল তা Google-এর রিয়েল-টাইম পূর্বাভাসের অনুরূপ হতে পারে না।

আমার (বা সবচেয়ে কাছাকাছি থাকা) কমার্শিয়াল সেন্সরে আমি যা দেখছি তা Google-এ দেখানো এয়ার কোয়ালিটির সাথে ম্যাচ করছে না। কেন এমন হচ্ছে?

যত সংখ্যক দূষণকারী উপাদান রিপোর্ট করা হয়েছে

কমার্শিয়াল জগতে উপলভ্য বেশির ভাগ সেন্সর শুধুমাত্র PM২.৫ ও PM১০-এর উপরে ভিত্তি করেই রিপোর্ট করে, কিন্তু Google একাধিক দূষণকারী উপাদানের জন্য এয়ার কোয়ালিটি রিপোর্টিং দেয়, যার মধ্যে গ্রাউন্ড লেভেল ওজোন (O3), PM২.৫, PM১০, কার্বন মনোক্সাইড (CO), সালফার ডাইঅক্সাইড (SO2) ও নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO2) পড়ে। বেশির ভাগ কমার্শিয়াল সেন্সরে, বড় ধরনের পার্টিকলের ক্ষেত্রে দক্ষতার পরিমাণ কম হতে দেখা যায়, অর্থাৎ PM১০ পরিমাপের বিশ্বাসযোগ্যতা অনেক কম হয় কারণ এইসব সেন্সরে অপ্টিকাল পদ্ধতির সীমাবদ্ধতা ব্যবহার করা হয়।

পরিবেশ সংক্রান্ত উপাদান

বাহ্যিক পরিবেশ সংক্রান্ত উপাদান, যেমন উচ্চ হারের আপেক্ষিক আর্দ্রতা ও তাপমাত্রা কমার্শিয়াল অপ্টিকাল সেন্সরের রিডিংকে প্রভাবিত করতে পারে।

সেন্সরের লোকেশনও রিডিংয়ের উপর অনেক বড় প্রভাব ফেলতে পারে কারণ রিডিং খুব স্থানীয় কোনও অঞ্চলের দূষণের দ্বারা প্রভাবিত হতে পারে যেটি আরও বড় এলাকার এয়ার কোয়ালিটিকে দেখায় না।

আমাদের মডেলে বিভিন্ন কমার্শিয়াল সেন্সর থেকে পাওয়া রিডিং বিবেচনা করে দেখা হয় এবং ভুল পরিমাপগুলিকে মডেল থেকে শনাক্ত করে সরিয়ে দেওয়া হয়।

যে কনভার্শন প্রক্রিয়া এর সাথে সংযুক্ত থাকে

কমার্শিয়াল সেন্সর PM২.৫ পরিমাপের একটি "সংখ্যা-ভিত্তিক" পদ্ধতি প্রায়ই গ্রহণ করে যেখানে এয়ার কোয়ালিটি সংক্রান্ত তথ্য রিপোর্ট করার জন্য ব্যবহৃত স্ট্যান্ডার্ড ফর্ম্যাট হল "ভর-ভিত্তিক"।

সরকারি মনিটরিং স্টেশন ও Google-এর মডেল সাধারণভাবে "পরিমাণ পিছু ভর" সংক্রান্ত শর্তের উপর ভিত্তি করে রিপোর্ট করে। এই কনভার্শনের ক্ষেত্রে ধোঁয়া বা ধুলোর মতো পার্টিকলের ঘনত্ব নির্ণয় করার প্রয়োজন হয়। সরকারি মনিটর ও Google-এর মডেলের সাথে তুলনা করা হলে এই কনভার্শনের ফলে অনেক বড় পার্থক্য দেখা যেতে পারে।

গড় সময়

বিভিন্ন কমার্শিয়াল সেন্সর নেটওয়ার্ক পরিষেবা প্রদানকারী বিভিন্ন গড় সময় সহ ডেটা দেখায়। Google প্রতি ঘণ্টার হিসেবে দূষণকারী উপাদানের ঘনত্ব ও AQI গণনা করে চলেছে। প্রতিটি AQI-তে দেশের ভিত্তিতে তার গড় সময় থাকে, যেটি সাধারণভাবে অন্তত প্রতি ঘণ্টার সাপেক্ষে প্রায়শই একাধিক ঘণ্টার জন্য হিসেব করা হয়। যেমন, ধোঁয়া থেকে হওয়া দূষণ আকস্মিক বৃদ্ধি পেলে আপনি কমার্শিয়াল সেন্সর পরিষেবা প্রদানকারী ওয়েবসাইটে ১০-মিনিটের উপর ভিত্তি করা গড় মানের ভিত্তিতে এয়ার কোয়ালিটির খারাপ পরিস্থিতি শনাক্ত করতে দেখতে পারেন, কিন্ত Google এটি ঘণ্টার হিসেব অনুযায়ী দেখায় এবং এর আগের ঘণ্টায় দূষণের পরিমাণ কম ছিল বলে এটি তাই কম দেখায়। তাছাড়া, স্বাস্থ্যের উপরে কোনও বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে কিনা তার ব্যাপারে আলোকপাত করা অফিসিয়াল AQI ভ্যালু আরও বেশি দীর্ঘ সময়ের গড় হিসেবের উপরে ভিত্তি করে দেখানো হয়।

পরামর্শ: আমাদের মডেলে কমার্শিয়াল সেন্সর নেটওয়ার্ক যোগ করা নেই এবং এটি আলাদা আলাদা ফলাফল দেখাতে পারে।

Google-এর এয়ার কোয়ালিটি সংক্রান্ত ডেটা অন্যান্য পরিষেবা প্রদানকারীর ডেটা থেকে আলাদা হয়

আলাদা আলাদা এয়ার কোয়ালিটি ইনডেক্স

আলাদা আলাদা দেশ ও এলাকা বিভিন্ন উদ্দেশ্যে নানা ধরনের স্কেলের উপরে নির্ভর করে এয়ার কোয়ালিটি ইনডেক্স ব্যবহার করে। আপনি যদি বিভিন্ন তথ্য প্রদানকারীদের মধ্যে তুলনা করেন, তাহলে একই "এয়ার কোয়ালিটি ভাষা" ব্যবহার করা রিপোর্ট তুলনা করছেন কিনা তা আপনাকে দেখে নিতে হবে।

উদাহরণস্বরূপ, কিছু পরিষেবা প্রদানকারী US AQI-এর ঘণ্টা পিছু রেট ব্যবহার করে, যেখানে অন্যান্য প্রদানকারী US AQI-এর আগে থেকে সেট করা রেট, যেমন, ২৪ ঘণ্টার মধ্যে PM2.5-এর পরিমাণের গড় হিসেব করে অথবা AirNow ইনডেক্স ব্যবহার করে।

আলাদা আলাদা রিপোর্টিং ও পরিমাপ পদ্ধতি

এয়ার কোয়ালিটি পরিমাপ করার পদ্ধতিতে পার্থক্য থাকে এবং তা চূড়ান্ত ফলাফলকেও প্রভাবিত করে।

কিছু কিছু ক্ষেত্রে, এয়ার কোয়ালিটি ডেটা পরিমাপের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। কয়েকজন প্রদানকারী কমার্শিয়াল সেন্সর ব্যবহার করলেও অন্যান্য প্রদানকারী মডেল ব্যবহার করেন।

Google নিম্নলিখিত বিষয় সহ সারা বিশ্ব জুড়ে নানা মনিটরিং স্টেশন থেকে পাওয়া তথ্য একত্রিত করে:

  • কমার্শিয়াল সেন্সর সংক্রান্ত তথ্য
  • স্যাটেলাইট ডেটা
  • আবহাওয়ার প্যাটার্ন
  • ট্রাফিক শর্তাবলী সংক্রান্ত রিপোর্টিং
  • দাবানল
  • ল্যান্ড কভার সংক্রান্ত তথ্য

এয়ার কোয়ালিটির ডেটার বিষয়ে রিপোর্ট করার সময়, বিভিন্ন পরিষেবা প্রদানকারীর কাছে আলাদা আলাদা টাইম অ্যাগ্রিগেশন থাকতে পারে, এর ফলে একই লোকেশনের অন্তর্গত বিভিন্ন পরিষেবা প্রদানকারী জুড়ে রিপোর্ট করা দূষণকারী উপাদান বা ইনডেক্স ভ্যালুর ক্ষেত্রে টাইম ডিলে দেখা যেতে পারে।

দূষণকারী উপাদান উপস্থিত থাকলেও Google ভাল এয়ার কোয়ালিটি দেখায়

কখনও কখনও আপনি যে ধরনের এয়ার কোয়ালিটি সংক্রান্ত তথ্য Google-এ দেখতে পান তাতে আপনি কী দেখছেন বা আপনার চারপাশে কী ধরনের ঘ্রাণ পাওয়া যায় তা ধারাবাহিক নাও হতে পারে। এখানে সাধারণভাবে সম্ভাব্য কিছু ব্যাখ্যা পাওয়া যায়:

  • বিশেষ করে ঘ্রাণ নেওয়ার ক্ষেত্রে আমাদের নাক অনেক বেশি সংবেদনশীল। এমন হতে পারে যে আপনি গ্যাস বা ধোঁয়ার মতো কোনও বিশেষ প্রকারের দূষণের গন্ধ টের পাচ্ছেন যা অনেক কম মাত্রায় আছে, কিন্তু তা সত্ত্বেও স্বাস্থ্যের পরিপ্রেক্ষিতে এয়ার কোয়ালিটিকে নিরাপদ বলেই গণ্য করা হয়েছে। ভোলাটাইল বা অদৃশ্য জৈব যৌগ (VOC) থেকে তৈরি বায়ু দূষণের কারণে লক্ষণীয়ভাবে স্পষ্ট গন্ধ পাওয়া যেতে পারে, কিন্তু তা সরকারের দ্বারা মনিটর করা স্টেশনে পরিমাপ করা বা সংশ্লিষ্ট তথ্য এয়ার কোয়ালিটি রিপোর্টে যোগ করা হয় না।
  • দৃশ্যমানতাকে প্রভাবিত করা ধোঁয়া অনেক বেশি উচ্চতাতেই কেবল দেখতে পাওয়া যায়, যেটি এমনকি সমভূমির লেভেলে শনাক্ত করাও সম্ভব হয় না।

Google মডেল সংক্রান্ত সীমাবদ্ধতার ব্যাপারে আরও জানুন

Google খারাপ এয়ার কোয়ালিটি দেখালেও চারপাশের আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার

ধুলো ঝড় বা দাবানলের ধোঁয়ার মতো কিছু দূষণ খালি চোখে দেখতে পেলেও, অনেক প্রকারের বায়ু দূষণ খালি চোখে দেখা সম্ভব হয় না। বায়ু দূষণের সাথে আবহাওয়ার মৌলিক পার্থক্যগুলির মধ্যে এটি হল একটি যেখানে আমরা প্রায়শই বাইরে তাকিয়ে দেখতে পারি দিনটি রোদ ঝলমলে, বৃষ্টিস্নাত বা ঝোড়ো হাওয়া বইছে কিনা।

উদাহরণস্বরূপ, ওজোন গ্যাসের উচ্চ মাত্রাকে আমরা “সুন্দর দিন” সংক্রান্ত এফেক্ট বলেও জানি। পাহাড়ের শিখরের মতো অনেক বেশি উচ্চতায় তৈরি হতে পারে এবং এর জন্য সূর্য কিরণের উপস্থিতির প্রয়োজন হয় যাকে সাধারণভাবে সুন্দর ও রোদ ঝলমলে দিন হিসেবে গণ্য করা হয়।

এয়ার কোয়ালিটি সংক্রান্ত সহায়তাতে বর্ণিত মডেল সীমাবদ্ধতা অন্য একটি কারণ হতে পারে।

Google-এর রিপোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রের AirNow-এর রিপোর্ট থেকে আলাদা হয়

মার্কিন যুক্তরাষ্ট্রে এয়ার কোয়ালিটি সংক্রান্ত তথ্যের জন্য সবচেয়ে জনপ্রিয় অফিসিয়াল সোর্সগুলির মধ্যে অন্যতম দু'টি হল AirNow-এর মেন ওয়েবসাইটAirNow-এর আগুন ও ধোঁয়া সংক্রান্ত ম্যাপ


AirNow ও Google-এর দেখানো এয়ার কোয়ালিটি রিপোর্টের মধ্যে কয়েকটি প্রধান প্রধান পার্থক্য দেখতে পাওয়া যায়:

  • যত সংখ্যক দূষণকারী উপাদানকে মনিটর করা হয়েছে: Google-কে US EPA ব্যবহার করার মাধ্যমে US EPA-এর সাথে এক সারিতে নিয়ে আসা হয়েছে এবং এর ফলে ওয়েবসাইটে AirNow যা দেখায়, তার চেয়ে বেশি দূষণকারী উপাদান কভার করে।
  • Google আরও অনেক ডেটা সোর্স ব্যবহার করে।
  • AirNow-এর দ্বারা Google হাইপার-লোকাল তথ্য বনাম অঞ্চল জুড়ে সবচেয়ে খারাপ ডেটার রিপোর্ট প্রকাশ করে।
  • এয়ার কোয়ালিটি সংক্রান্ত ইনডেক্স (AQI)-এর ক্ষেত্রে Google ও AirNow-এর দেখানো ডেটায় পার্থক্য রয়েছে।
  AirNow AirNow-এর আগুন ও ধোঁয়া সংক্রান্ত ম্যাপ Google
ডেটা সোর্স ও পদ্ধতি

মনিটর করা স্টেশন ও ইন্টারপোলেশন মডেল কোনও এসাকার সবচেয়ে খারাপ রিডিংয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়

  • মনিটর করা স্টেশন ও কমার্শিয়াল সেন্সর
  • দাবানলের মতো ধোঁয়ার ব্যাপারে রিপোর্ট করতে মডেলিং প্রয়োগ করা হয়

বিভিন্ন ধরনের ইনপুট ডেটা. মডেলগুলি এইসব বিভিন্ন টেম্পোরাল ও স্প্যাটিয়াল প্রেডিকশন অ্যালগরিদমের উপর ভিত্তি করে তৈরি হয়

  • মনিটর করা স্টেশন
  • কমার্শিয়াল সেন্সর
  • স্যাটেলাইট ডেটা
  • আবহাওয়ার প্যাটার্ন
  • ট্রাফিকের অবস্থা
  • দাবানল ট্র্যাক করা
  • ল্যান্ড কভার সংক্রান্ত তথ্য
মনিটর করা দূষণকারী উপাদান
  • গ্র্যান্ড লেভেল ওজোন (O3) (NowCast)
  • পার্টিকুলেট ম্যাটার (PM২.৫)(NowCast)
  • পার্টিকুলেট ম্যাটার (PM১০)(NowCast)
  • কার্বন মোনোক্সাইড (CO)
  • সালফার ডাইঅক্সাইড (SO2)
  • নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO2)
পার্টিকুলেট ম্যাটার (PM২.৫)
  • গ্রাউন্ড লেভেল ওজোন (O3)
  • পার্টিকুলেট ম্যাটার (PM২.৫)
  • পার্টিকুলেট ম্যাটার (PM১০)
  • কার্বন মোনোক্সাইড (CO)
  • সালফার ডাইঅক্সাইড (SO2)
  • নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO2)

মার্কিন যুক্তরাষ্ট্রে নিম্নলিখিত দু'টি অফিসিয়াল উপায়ে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) গণনা করে দেখা হয়:

  • US EPA-এর সাথে যুক্ত AQI অনেক দীর্ঘ সময়সীমাতে হওয়া এক্সপোজারের উপর ভিত্তি করে গণনা করা হয় এবং এর মধ্যে ছ'টি দূষণকারী উপাদান যোগ করা হয়। নিচের টেবিল দেখুন।
  • একটি প্রদত্ত ঘণ্টার মধ্যে সম্পূর্ণ দৈনিক AQI-এর একটি আনুমানিক হিসেব দেখাতে এখন NowCast ব্যবহার করা হয়। এটি বর্তমান পরিস্থিতিতে আউটডোর অ্যাক্টিভিটি কম করার ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করার জন্য লোকজনকে সক্ষম করে তোলে এবং স্বাস্থ্য সুরক্ষিত রাখতে যখন প্রয়োজন তখন এক্সপোজারের হাত থেকে বাঁচার জন্যও ব্যবস্থা গ্রহণ করা হয়। NowCast-এর মাধ্যমে, বর্তমান পরিস্থিতি দেখানো ম্যাপগুলিতে দেখানো তথ্য ও ডেটাকে লোকজন বর্তমানে যা দেখছেন বা অভিজ্ঞতা পাচ্ছেন, তার সাথে আরও ঘনিষ্ঠভাবে পাশাপাশি একই সারিতে নিয়ে আসা হয়। ওজোন, PM২.৫ ও PM১০-এর জন্য আরও সময়মতো তথ্য দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়।

US AQI-এর বিষয়ে রিপোর্ট করার সময় Google দু'টি ইনডেক্সকে একত্রিত করে দেখায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের অফিসিয়াল AQI-এর সাথে Google-কে তুলনা করা

এখানে US AQI-এর একটি বিস্তারিত ব্রেকডাউন দেখুন যাতে আপনি দু'দিকে আলাদা আলাদা AQI রেখে তাদের পারস্পরিক তুলনা করতে পারবেন:

  US AQI AirNow NowCast Google হাইব্রিড ইউ.এস. AQI
দূষণকারী উপাদানের সংখ্যা

৬টি দূষণকারী উপাদান

  • গ্রাউন্ড লেভেল ওজোন (O3)
  • পার্টিকুলেট ম্যাটার ২.৫মাইক্রোমিটার (PM২.৫)
  • পার্টিকুলেট ম্যাটার ১০ মাইক্রোমিটার (PM১০)
  • কার্বন মোনোক্সাইড (CO)
  • সালফার ডাইঅক্সাইড (SO2)
  • নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO2)

৩টি দূষণকারী উপাদান

  • গ্রাউন্ড লেভেল ওজোন (O3)
  • পার্টিকুলেট ম্যাটার ২.৫মাইক্রোমিটার (PM২.৫)
  • পার্টিকুলেট ম্যাটার ১০ মাইক্রোমিটার (PM১০)

৬টি দূষণকারী উপাদান

  • গ্রাউন্ড লেভেল ওজোন (O3)
  • পার্টিকুলেট ম্যাটার ২.৫মাইক্রোমিটার (PM২.৫)
  • পার্টিকুলেট ম্যাটার ১০ মাইক্রোমিটার (PM১০)
  • কার্বন মোনোক্সাইড (CO)
  • সালফার ডাইঅক্সাইড (SO2)
  • নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO2)

যে সময়সীমার প্রয়োজন হয়

বিভিন্ন দূষণকারী উপাদানের জন্য গড় সময় সীমা আলাদা হয়, যেমন, ৮-ঘণ্টার গড় এক্সপোজার লেভেলের উপর ভিত্তি করে ওজোন ক্যালকুলেট করা হয় এবং তার সাথে ১-ঘণ্টার এক্সপোজার রেঞ্জের উপরও ভিত্তি করা হয়।

২৪-ঘণ্টার এক্সপোজার গড়ের উপরে ভিত্তি করে PM২.৫ রিপোর্ট করা হয়।

AirNow NowCast-এর গড় সময় সংক্রান্ত পদ্ধতি সাম্প্রতিক ঘণ্টাগুলিকে আরও গুরুত্ব প্রদান করে যাতে এটি আগুন থেকে শুরু করে ঝড় সংক্রান্ত ইভেন্ট সহ ধোঁয়ার কারণে এয়ার পলিউশনের লেভেলে আকস্মিক হওয়া পরিবর্তনকে দেখাতে পারে।

অনেক কম সময়ের গড় সময়সীমা যা ইউ.এস. AQI-এর সাথে তুলনা করে দেখা হয়, সেটি আসলে সবচেয়ে শেষ ১২ ঘণ্টার মধ্যে করার কথা বিবেচনা করা হয়ে থাকে।

Google, পার্টিকুলেট ম্যাটার (PM১০ ও PM২.৫)-এর জন্য AirNow NowCast সংক্রান্ত অ্যাভারেজ বা গড় নির্ণয়ের পদ্ধতির আশ্রয় নেয় এবং এর ফলে সাম্প্রতিক ঘণ্টা ও আকস্মিক পরিবর্তনের ক্ষেত্রে আরও গুরুত্ব দেওয়া হয়।

কিন্তু, এছাড়াও, আমরা NowCast-এর তুলনায় অনেক বেশি দূষণকারী উপাদানের ব্যাপারেও রিপোর্ট করি: Google অন্যান্য দূষণকারী উপাদানের গড় হিসেব নির্ণয় করে, যেমন: O3, NO2, SO2, CO এবং হিসেব বা গণনা চালায়, তাপরে এটিকে US AQI ফর্ম্যাটে কনভার্ট করে দেয়।

এয়ার কোয়ালিটির ডেটা সোর্স

Google এয়ার কোয়ালিটি মডেলের জন্য এইসব সোর্স ব্যবহার করে তথ্য সংগ্রহ করা হয়:

গ্লোবাল ডেটা সোর্স

  • PurpleAir-এর থেকে পাওয়া কম-খরচের সেন্সর ডেটা।
  • Copernicus Atmosphere Monitoring Service-এর থেকে পাওয়া পরিমার্জিত তথ্য।
  • Copernicus Global Land Cove-এর থেকে পাওয়া পরিমার্জিত তথ্য।
  • আবহাওয়া অফিস থেকে Open Government License v3.0-এর অধীনে লাইসেন্সপ্রাপ্ত পাবলিক সেক্টর তথ্য।
  • ইউরোপীয় EEA সংক্রান্ত তথ্য যেটি CC-BY-2.5 DK-এর লাইসেন্সাধীন।

বেলজিয়াম

কানাডা

  • ম্যানিটোবা সরকারের থেকে পাওয়া তথ্য যা OpenMB তথ্য ও ডেটা ব্যবহার সংক্রান্ত লাইসেন্সের (Manitoba.ca/OpenMB) শর্তাধীনে ব্যবহার করা যায়।
  • Open Government Licence – Ontario, version 1.0-এর অধীনে লাইসেন্সপ্রাপ্ত তথ্য।

ডেনমার্ক

  • DCE - National Center for Miljø og Energi. ডেটা হল 'র' ডেটা এবং এগুলি কোয়ালিটি দ্বারা নিয়ন্ত্রণ করা যায় না।

ফিনল্যান্ড

ফ্রান্স

জার্মানি

গার্নসি

ইতালি

আয়ারল্যান্ড

জাপান

  • Soramame-এর পরিমার্জিত তথ্য।

মেক্সিকো

  • পরিবেশ সেক্রেটারিয়েট অফ দ্য গভর্নমেন্ট অফ মেক্সিকো সিটি-এর দ্বারা প্রকাশিত এয়ার কোয়ালিটি সংক্রান্ত তথ্য বায়ুমণ্ডলের মনিটরিং নেটওয়ার্ক থেকে পাওয়া তথ্যের থেকে প্রস্তুত করা হয় এবং এর মনিটরিং স্টেশনগুলি মেক্সিকো ভ্যালির মেট্রোপলিটান জোনেই অবস্থিত। এগুলি দেশের মনিটরিং ডাইরেক্টরেট অফ দ্য জেনারে ডাইরেক্টরেট অফ এয়ার কোয়ালিটি (SEDEMA)-এর মাধ্যমে সঞ্চালিত ও ম্যানেজ করা হয়। এই তথ্য সর্বজনীনভাবে উপলভ্য আছে এবং এটি সেইসব কোয়ালিটি প্রক্রিয়ার উপর নির্ভর করে যা তথ্যকে পরিবর্তন করে। থার্ড-পার্টির দ্বারা কন্টেন্ট ছড়িয়ে দেওয়া বা ব্যবহার করা এইসব তথ্য প্রকাশ বা ব্যবহার করা ব্যক্তিদের দায়িত্বের অধীনে পরিচালিত হয়।
  • SINAICA, https://sinaica.inecc.gob.mx/. পরিবর্তনগুলি সম্পূর্ণ করা হয়েছে।

স্পেন

সুইডেন

  • SMHI সংক্রান্ত পরিমার্জিত তথ্য এতে বর্ণিত আছে।

যুক্তরাজ্য

মার্কিন যুক্তরাষ্ট্র

  • টেক্সাস TCEQ
  • নিউ ইয়র্ক স্টেট, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল কনজার্ভেশন: এখানে যেসব ডেটা দেখানো হয় তা http://www.nyaqinow.net থেকে পাওয়া যায়। এই সাইটটি প্রারম্ভিক সাইট এবং এতে ভবিষ্যতে বেশ কিছু পরিবর্তন করা হতে চলেছে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
16801391051612160112
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
76697
false
false