Google Maps-এর পুরনো ভার্সনের কাজ বন্ধ হয়ে যাওয়া

ব্যবহারকারীদের আরও ভরসাযোগ্য অভিজ্ঞতা প্রদান করার বিষয়টি নিশ্চিত করার জন্য ৩১ অক্টোবর ২০২১ থেকে অ্যাপ ভার্সন 9.64 বা তার চেয়ে পুরনো এবং Android ভার্সন 4.3 বা তার চেয়ে পুরনো হলে Android-এ Maps আর কাজ করবে না।

পরামর্শ: কীভাবে Google Maps অ্যাপের ভার্সন খুঁজবেন এবং আপনার ডিভাইসের Android ভার্সন চেক করবেন সে সম্পর্কে আরও জানুন।

Android অ্যাপের ভার্সন আপডেট করুন

আপনার অ্যাপ ভার্সন 9.64 বা তার চেয়ে পুরনো এবং ডিভাইসের Android ভার্সন 4.4 বা তার চেয়ে পরের হলে সেক্ষেত্রে:

পরামর্শ: Android 4.4 এবং তার পরবর্তী ভার্সনে Maps Go উপলভ্য হবে।

আপডেট সংক্রান্ত সমস্যা

আপনি অ্যাপ আপডেট না করতে পারার অর্থ হল, আপনার ব্যবহৃত Android OS ভার্সনে Google Maps অ্যাপের এই নতুন ভার্সন আর কাজ করে না (ডিভাইসের Android ভার্সন 4.3 বা তার চেয়ে পুরনো হলে এবং অ্যাপ ভার্সন 9.64 বা তার চেয়ে পুরনো হলে এরকম হতে পারে)।

বিচ্ছিন্ন লিঙ্ক সংক্রান্ত সমস্যা সমাধান করুন

আপনার Google Maps অ্যাপ থেকে লিঙ্ক খুলতে সমস্যা হলে:

১. আপনার মোবাইল ডিভাইসে, Play Store অ্যাপ খুলুন।
২. Play Store অ্যাপে, Google Maps অ্যাপ সার্চ করুন।
৩. উপরে ডানদিকে, আপডেট করুন বিকল্পে ট্যাপ করুন।

পরামর্শ: আপনি অ্যাপ আপডেট করতে না পারলে, ব্রাউজারে google.com/maps লিঙ্ক খুলুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
5177550881512381030
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
76697
false
false