Google Maps-এ কোনও জায়গা 'আবার খোলা বা বন্ধ করা হয়েছে' হিসেবে চিহ্নিত করুন

গুরুত্বপূর্ণ: শুধুমাত্র বাছাই করা দেশ এবং অঞ্চলের ব্যবসার অ্যাট্রিবিউট এডিট করতে পারবেন।

আপনি কোনও জায়গার সঙ্গে পরিচিত হলে, সেই জায়গা সম্পর্কে মতামত দিতে পারেন। কোনও জায়গার অপারেটিং স্ট্যাটাস পরিবর্তন করতে হবে কিনা Google Maps-কে সেই সিদ্ধান্ত নিতে আপনার মতামত সাহায্য করে।

কোনও জায়গাকে এইভাবে চিহ্নিত করতে পারেন:

  • সাময়িকভাবে বন্ধ আছে
  • স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে
  • এখানে নেই
  • অন্য একটি জায়গার ডুপ্লিকেট
  • আপত্তিকর, ক্ষতিকারক অথবা বিভ্রান্তিকর
  • সাধারণের জন্য খোলা নেই
  • নতুন লোকেশনে চলে গেছে
  • আবার খোলা হয়েছে (বন্ধ আছে হিসেবে দেখানো হলে)

কর্মসময়ের নিরিখে কোনও জায়গা 'খোলা আছে' বা 'বন্ধ আছে' বলে চিহ্নিত করবেন না। 'বন্ধ আছে' বলতে বোঝায় জায়গাটি স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে।

পরামর্শ:

কোনও জায়গাকে 'অন্য কোথাও সরানো হয়েছে' বলে চিহ্নিত করুন

  1.  Google Maps Maps খুলুন।
  2. কোনও জায়গা খুঁজুন বা ম্যাপে সেটিকে বেছে নিন।
  3. এডিট সাজেস্ট করুন এবং তারপর বন্ধ করুন বা সরিয়ে দিন বিকল্প বেছে নিন।
  4. "বন্ধ করুন বা সরিয়ে দিন" বিকল্পের নিচে, অন্য লোকেশনে চলে গেছে এবং তারপর সাবমিট করুন বিকল্প বেছে নিন।
পরামর্শ: আইনি কারণে কিছু সরিয়ে দেওয়া উচিত বলে আপনার মনে হলে, আইনি অনুরোধ জমা দিন

কোনও জায়গাকে 'ডুপ্লিকেট' হিসেবে চিহ্নিত করুন

  1. Google Maps Maps খুলুন।
  2. কোনও জায়গা খুঁজুন বা ম্যাপে সেটিকে বেছে নিন।
  3. এডিট সাজেস্ট করুন এবং তারপর বন্ধ করুন বা সরিয়ে দিন বিকল্প বেছে নিন।
  4. "বন্ধ করুন বা সরিয়ে দিন" বিকল্পের নিচে, অন্য একটি জায়গার ডুপ্লিকেট এবং তারপর জমা দিন বিকল্প বেছে নিন।

কোনও জায়গাকে 'অস্তিত্ব নেই' বলে চিহ্নিত করুন

Google Maps-এর দেখানো কোনও জায়গা সেই সংশ্লিষ্ট লোকেশনে না থাকলে, এটিকে 'অস্তিত্ব নেই' বলে চিহ্নিত করুন।

  1. Google Maps Maps খুলুন।
  2. কোনও জায়গা খুঁজুন বা ম্যাপে সেটিকে বেছে নিন।
  3. এডিট সাজেস্ট করুন এবং তারপর বন্ধ করুন বা সরিয়ে দিন বিকল্প বেছে নিন।
  4. "বন্ধ করুন বা সরিয়ে দিন" বিকল্পের নিচে, এখানে এই ঠিকানার অস্তিত্ব নেই এবং তারপর জমা দিন বিকল্প বেছে নিন।

কোনও জায়গাকে 'সাময়িকভাবে বন্ধ আছে' বলে চিহ্নিত করুন

  1. Google Maps Maps খুলুন।
  2. কোনও জায়গা খুঁজুন বা ম্যাপে সেটিকে বেছে নিন।
  3. এডিট সাজেস্ট করুন এবং তারপর বন্ধ করুন বা সরিয়ে দিন বিকল্প বেছে নিন।
  4. "বন্ধ করুন বা সরিয়ে দিন" বিকল্পের নিচে, সাময়িকভাবে বন্ধ আছে এবং তারপর জমা দিন বিকল্প বেছে নিন।

কোনও জায়গাকে 'স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে' বলে চিহ্নিত করুন

  1. Google Maps Maps খুলুন।
  2. কোনও জায়গা খুঁজুন বা ম্যাপে সেটিকে বেছে নিন।
  3. এডিট সাজেস্ট করুন এবং তারপর বন্ধ করুন বা সরিয়ে দিন বিকল্প বেছে নিন।
  4. "বন্ধ করুন বা সরিয়ে দিন" বিকল্পের নিচে, স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে এবং তারপর জমা দিন বিকল্প বেছে নিন।

ব্যবসা 'আবার খোলা হয়েছে' বলে চিহ্নিত করুন

  1. Google Maps Maps খুলুন।
  2. 'সাময়িকভাবে বন্ধ আছে' বা 'স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে' হিসেবে চিহ্নিত ব্যবসা খুঁজুন অথবা ম্যাপ থেকে বেছে নিন।
  3. এডিট সাজেস্ট করুন এবং তারপর আবার খুলেছে এবং তারপর জমা দিন বিকল্প বেছে নিন।

সংশোধন প্রকাশ করার জন্য যতটা সময় অপেক্ষা করতে হবে

আপনার এডিট আমরা পর্যালোচনা করে দেখি, তাই আপনার করা পরিবর্তন ম্যাপে আপডেট হতে কিছু সময় লাগতে পারে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
14557634389901037900
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
76697
false
false