খুব ভাল কোয়ালিটির রিভিউ লেখা ও ফটো কন্ট্রিবিউট করার জন্য পরামর্শ

দারুণ রিভিউ লেখা সংক্রান্ত পরামর্শ

দারুণ রিভিউ লিখলে সেটির প্রকাশিত হওয়ার সম্ভবনা বেড়ে যায় এবং অন্যদের এমন জায়গা খুঁজে পেতে সাহায্য করে যা তাদের পক্ষে একদম সঠিক হবে। এখানে কিছু পরামর্শ দেওয়া হল:

  • সঠিক তথ্য ও বিবরণ প্রদান করুন: আপনি যে জায়গাটি পর্যালোচনা করছেন তার বিষয়ে নির্দিষ্ট ও প্রাসঙ্গিক হন এবং অন্য ভিজিটররা কেমন অভিজ্ঞতা অর্জন করতে চলেছেন তা বর্ণনা করুন। যেসব বিষয় জায়গাটিকে বিশেষ করে তুলেছে সেগুলিকে হাইলাইট করুন এবং এমন কিছু শেয়ার করার চেষ্টা করুন যা অনন্য এবং নতুন। 
  • বিশ্বাসযোগ্য তথ্য দিন: আপনার নিজের অভিজ্ঞতা পর্যালোচনা করুন এবং জায়গাটি ও পরিষেবা কেমন তা ছিল ব্যাখ্যা করুন। যতটা সম্ভব নির্ভুল হওয়ার চেষ্টা করুন এবং আপনার ভিজিটের ইতিবাচক এবং নেতিবাচক উভয় দিক অন্তর্ভুক্ত করুন।
  • সম্মান দিন: ব্যবসার মালিকরা প্রায়শই তাদের অফার আরও ভাল করে তোলার জন্য প্রদান করা মতামত কাজে লাগান। এমনকি আপনি যদি হতাশ হন, তাহলেও আপনার সমালোচনা যাতে গঠনমূলক হয় তা ভাল করে দেখে নিন। এছাড়া, অশ্লীলতা এড়িয়ে চলুন।
  • লেখার মধ্যে নির্দিষ্ট স্টাইল বজায় রাখুন: বানান এবং ব্যাকরণ চেক করুন এবং অযথা বড় হাতে লেখা ও মাত্রাতিরিক্ত যতিচিহ্নের ব্যবহার এড়িয়ে চলুন। সাধারণত, রিভিউয়ের জন্য একটি অনুচ্ছেদই যথেষ্ট। 
  • ব্যক্তিগত এবং পেশাগত তথ্য প্রদান করা এড়িয়ে চলুন: আপনার রিভিউতে অন্য ব্যবসার ফোন নম্বর বা ইউআরএল যোগ করবেন না। এছাড়া, এমন কোনও জায়গার বিষয়ে রিভিউ লিখবেন না যেখানে আপনি কাজ করছেন বা আগে কাজ করেছেন।
  • সাধারণ মন্তব্য এড়িয়ে চলুন: সাম্প্রতিক খবর বা ঘটনার জন্য নির্দিষ্ট কিছু জায়গা বহু মানুষের বিতর্ক বা আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। আমরা আপনার মতামতকে সম্মান বা মূল্য দিলেও, 'স্থানীয় রিভিউ' সামাজিক বা রাজনৈতিক মন্তব্যের জন্য লেখা হয় না। এই ধরনের আলোচনার জন্য ব্লগ, সোশ্যাল নেটওয়ার্কের মতো ফোরাম অনেক বেশি উপযুক্ত। জায়গাটির বিষয়ে আপনার নিজের অভিজ্ঞতা সম্বন্ধে লিখুন, প্রকাশিত হওয়া সাম্প্রতিক খবরের ভিত্তিতে সাধারণ মন্তব্য লিখবেন না।

ভাল ফটো নেওয়া সংক্রান্ত পরামর্শ

ভাল কোয়ালিটির ফটো নিলে সেটি প্রকাশিত হওয়ার সম্ভবনা বেড়ে যায় এবং অন্যদের এমন জায়গা খুঁজে পেতে সাহায্য করে যা তাদের পক্ষে একদম সঠিক হবে। এখানে কিছু পরামর্শ দেওয়া হল:

  • উপযোগী করে তুলুন: ফটো যাতে সঠিক জায়গার হয়, সেলফি না হয় এবং আপনি কোন জায়গার পর্যালোচনা করছেন তা বোঝা যাচ্ছে কিনা ভাল করে দেখে নিন। একই ধরনের বা ডুপ্লিকেট ফটো দেবেন না।
  • পরিষ্কার ফটো তুলুন: ফটোতে যেন কোনও সুপারইম্পোজ করা টেক্সট না থাকে এবং সেটি যেন খুব বেশি এডিট করা না হয় তা ভাল করে দেখে নিন। ছবি যাতে অস্পষ্ট না হয় তা ভাল করে দেখে নিন। 

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
8078195570991869171
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
76697
false
false