Google Maps-এ রাস্তা যোগ করা বা রাস্তা সম্পর্কিত কোনও সমাধান থাকলে তা সংশোধন করা

আমাদের যদি Google Maps-এ রাস্তা সম্পর্কিত তথ্য যোগ বা এডিট করার দরকার হয় তাহলে আমাদের তা জানাতে পারেন। Google Maps-এ রাস্তা সংক্রান্ত সমস্যার মধ্যে যেগুলি পড়ে:

  • রাস্তার নাম ভুল
  • "ওয়ান-ওয়ে" এবং "টু-ওয়ে" রাস্তা সংক্রান্ত ভুল তথ্য
  • ভুলভাবে দেখানো রাস্তা
  • রাস্তা বন্ধ থাকা
  • ম্যাপে এমন কোনও রাস্তা দেখানো হয়েছে, যেটির বাস্তবে কোনও অস্তিত্ব নেই
  • বাদ যাওয়া রাস্তা
  • ভুল মার্কার লোকেশন।
গুরুত্বপূর্ণ:Maps-এ আপনি শুধুমাত্র কিছু দেশ বা অঞ্চলের এডিট জমা দিতে পারবেন।

কোনও রাস্তা সম্পর্কিত ভুল তথ্য ঠিক করুন

  1. আপনার কম্পিউটারে, Google Maps খুলুন
  2. স্ক্রিনের উপরে বাঁদিকে, 'মেনু' মেনু বিকল্পে ক্লিক করুন।
  3. বাঁদিকে, 'ম্যাপ এডিট করুন এবং তারপর রাস্তা যোগ করুন বা ভুল তথ্য সংশোধন করুন' বিকল্পে ক্লিক করুন।
  4. ম্যাপে, আপনি যে রাস্তা সম্পর্কিত তথ্য ঠিক করতে চান, সেটি বেছে নিন।
  5. বাঁদিকে, বেছে নেওয়া রাস্তার বিভাগ যাচাই করুন।
  6. "তথ্য এডিট করুন" বিভাগে গিয়ে আপনি যে ধরনের তথ্য ঠিক করতে চান, সেটি বেছে নিয়ে সঠিক তথ্য লিখুন।
  7. 'হয়ে গেছে এবং তারপর জমা করুন' বিকল্পে ট্যাপ করুন।

বাদ যাওয়া কোনও রাস্তা যোগ করুন

  1. আপনার কম্পিউটারে, Google Maps খুলুন
  2. 'মেনু' মেনু বিকল্পে ক্লিক করুন।
  3. বাঁদিকে, 'ম্যাপ এডিট করুন এবং তারপর রাস্তা যোগ করুন বা ভুল তথ্য সংশোধন করুন' বিকল্পে ক্লিক করুন।
  4. একদম উপরে, রাস্তা যোগ করুন বিকল্পে ক্লিক করুন।
  5. ম্যাপে, বাদ পড়ে যাওয়া রাস্তা যেখান থেকে শুরু হচ্ছে সেখানে ক্লিক করে রাস্তা যেখানে শেষ হচ্ছে সেখানে টেনে নিয়ে আসুন। 
  6. বাঁদিকে, রাস্তার নাম ও রাস্তার ধরন যোগ করুন এবং হয়ে গেছে বিকল্পে ক্লিক করুন।
    • বাদ পড়ে যাওয়া অন্য রাস্তা যোগ করতে, ৪ থেকে ৬ ধাপ রিপিট করুন।
  7. জমা দিন বিকল্পে ক্লিক করুন। 

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
13346932177513976191
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
76697
false
false