আপনার iPhone অথবা iPad-এ ফটো সংক্রান্ত অনুমতি সেট করুন

আপনি iOS 14 অথবা তার পরবর্তী ভার্সন ব্যবহার করলে, ফটোর অনুমতির দু’টি লেভেলের মধ্যে একটি বেছে নিতে পারবেন:

  • সব ফটো অ্যাক্সেস করার অনুমতি দিন: Google Maps-এ আপনার সব ফটো শেয়ার করুন। আপনি এই বিকল্প বেছে নেওয়ার পরে যেসব ফটো তুলবেন সেগুলিও এতে যোগ হয়ে যাবে।
  • ফটো বেছে নিন: শুধুমাত্র বেছে নেওয়া ফটোই Google Maps-এ শেয়ার করা হয়। শুধুমাত্র আপনার বেছে নেওয়া ফটো নিয়েই Google Maps-এ ইন্টার‍্যাক্ট করতে পারেন।
  • অনুমতি দিচ্ছি না: Google Maps-এ কোনও ফটো শেয়ার করা হবে না।

পরামর্শ: "সব ফটো অ্যাক্সেস করার অনুমতি দিন" বিকল্প বেছে নিলে, আপনি ফটো সংক্রান্ত সাজেশন ও গ্রুপিং করার সাজেশন পাবেন।

ছবি সংক্রান্ত অনুমতি সেট করুন

ফটো সংক্রান্ত সাজেশন পেতে চাইলে: 

  1. আপনার iPhone বা iPad-এ Google Maps অ্যাপ খুলুন Maps
  2. জায়গা বেছে নিতে অথবা খুঁজতে and then ফটো and then ফটো যোগ করুন বিকল্পে ট্যাপ করুন।
  3. Google Maps-এ যেসব ফটো শেয়ার করতে চান, তা বেছে নিন।
  4. সাবমিট করার আগে, "ফটো সংক্রান্ত সাজেশন চালু করুন" প্রম্পট আসতে পারে। আরও জানুন বিকল্পে ট্যাপ করুন।
  5. সমস্ত ফটো অ্যাক্সেস করার অনুমতি দিচ্ছি বিকল্পে ট্যাপ করুন।

আপনি “ফটো বেছে নিন” লেভেলের অনুমতি পছন্দ করলে, Google Maps অ্যাপে আপনি শুধুমাত্র সেইসব ফটোই দেখতে পাবেন যেসব ফটো আপনি বেছে নিয়েছেন। “সব ফটো অ্যাক্সেস করার অনুমতি দিন” লেভেলের অনুমতি সেট না করা পর্যন্ত পরবর্তী ফটোগুলি শেয়ার করা যাবে না।

আপনার ফটো সংক্রান্ত অনুমতি বদল করুন

আপনি যেকোনও সময় ছবি সংক্রান্ত অনুমতি পরিবর্তন করতে পারেন। 

  1. আপনার iPhone বা iPad-এ সেটিংস খুলুন।
  2. স্ক্রল করে Google Maps অ্যাপ Maps বেছে নিন। 
  3. Photos বিকল্পে ট্যাপ করুন। 
  4. 'অনুমতি' বিকল্প বেছে নিন।

Google Maps ব্যবহারের অভিজ্ঞতায় অনুমতি যেভাবে প্রভাব ফেলে

আপনার ফটো সংক্রান্ত অনুমতির সেটিংস Google Maps অ্যাপের অন্য অংশে প্রভাব ফেলবে। এর মধ্যে রয়েছে:

  • অ্যাপের বাইরে থেকে আসা বিজ্ঞপ্তি আপনাকে “অভিজ্ঞতা শেয়ার করুন” পৃষ্ঠায় নিয়ে যাবে। যেমন: “সিটি পার্কে আপনার সাম্প্রতিক বেড়ানোর ছবি যোগ করুন”-এর মতো বিজ্ঞপ্তি।
  • Maps-এর “আপনার অভিজ্ঞতা শেয়ার করুন” পৃষ্ঠায় আপনি কী ফটো দিতে পারেন সে ব্যাপারে অ্যাপ-মধ্যস্থ সাজেশন।
  • কোনও পোস্টে বা পর্যালোচনা করার সময় আপনি কোন ফটো দিতে পারেন।

আপনি Maps-এ যেসব ফটো শেয়ার করেছেন আমরা শুধুমাত্র সেগুলি সম্পর্কিত বিজ্ঞপ্তি বা পরামর্শ আপনাকে পাঠাতে পারি। অনুমতি সেটিংসে “ফটো বেছে নিন” বিকল্প পছন্দ করলে, আপনি নতুন যেসব ফটো তুলবেন অথবা আমাদের সঙ্গে যেসব ফটো শেয়ার করবেন না, সেগুলি সম্পর্কিত কোনও বিজ্ঞপ্তি অথবা পরামর্শ পাবেন না।

অনুমতি সেটিংসে “অনুমতি দিচ্ছি না” বিকল্প পছন্দ করলে আপনি যা করতে পারবেন না:

  • আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য অ্যাপের বাইরে থেকে বিজ্ঞপ্তি পাবেন না।
  • আপনি যেসব জায়গা ঘুরেছেন তার উপরে ভিত্তি করে কোন ছবি আপলোড করবেন সেই বিষয়ে ফটোর সাজেশন দেখতে পাবেন না।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
6425660209711537076
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
76697
false
false