বিজ্ঞপ্তি

আগামী মাসে, লোকেশন ইতিহাস সেটিং পরিবর্তন হয়ে টাইমলাইন হবে। আপনার অ্যাকাউন্টে লোকেশন ইতিহাস চালু থাকলে আপনার অ্যাপ ও অ্যাকাউন্ট সেটিংসে টাইমলাইন খুঁজে পেতে পারবেন।

Google আপনার 'লোকেশন ইতিহাস' কীভাবে গোপন রাখে

'লোকেশন ইতিহাস' হল Google অ্যাকাউন্ট সেটিং যা টাইমলাইন তৈরি করে, এটি এমন একটি ব্যক্তিগত ম্যাপ যা আপনার ঘুরে দেখা জায়গা ও যেসব ট্রিপ ও রুট ব্যবহার করেছেন তা মনে রাখতে সাহায্য করে, যেখানে:

  • আপনি নিজের Google অ্যাকাউন্টে সাইন-ইন করে আছেন
  • আপনি 'লোকেশন ইতিহাস' চালু করেছেন এবং
  • ডিভাইসে 'লোকেশন রিপোর্টিং' চালু আছে

ডিফল্ট হিসেবে আপনার Google অ্যাকাউন্টের 'লোকেশন ইতিহাস' বন্ধ করা থাকে এবং শুধু আপনি চালু করার বিকল্পটি বেছে নিলে তবেই এটি চালু করা হবে।

কীভাবে 'লোকেশন ইতিহাস' কাজ করে

'লোকেশন ইতিহাস' আপনাকে Google পরিষেবা জুড়ে আরও বেশি পছন্দমতো অভিজ্ঞতা দিতে পারে, যেমন আপনি যেসব জায়গায় গিয়েছেন তার উপর নির্ভর করে জায়গা সংক্রান্ত সাজেশন। আপনি 'লোকেশন ইতিহাস' চালু করলে, আপনার ডিভাইসের সুনির্দিষ্ট লোকেশন Google-এর সার্ভার ও আপনার ডিভাইসে নিয়মিত সেভ করা হয়। এমনকি Google অ্যাপ ব্যবহার করা না হলেও এটি সেভ করা হয়।
Google-এর অভিজ্ঞতা সকলের জন্য উপযোগী করে তুলতে, আপনার ডেটা এইসব কারণে ব্যবহার করা হতে পারে:
  • পরিচয় গোপন করা লোকেশন ডেটার ভিত্তিতে খুব ভীড় হওয়ার সময় ও এনভায়রনমেন্টাল ইনসাইটের মতো তথ্য দেখানো।
  • প্রতারণা ও অপব্যবহার শনাক্ত করে তা আটকানো।
  • বিজ্ঞাপনের প্রোডাক্ট সহ Google পরিষেবা উন্নত ও ডেভেলপ করা।
  • আপনি 'ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি' চালু করে রাখলে, আশেপাশের ব্যবসাকে এটি অনুমান করতে সাহায্য করে যে, বিজ্ঞাপন দেখেই কেউ তাদের স্টোরে এসেছেন কিনা। শুধুমাত্র পরিচয় গোপন করে করা অনুমান, ব্যবসার সাথে শেয়ার করা হয়। ব্যক্তিগত তথ্য শেয়ার করা হয় না।
পরামর্শ: সুনির্দিষ্ট লোকেশনের অর্থ আপনি ঠিক যেই জায়গায় আছেন, যেমন নির্দিষ্ট ঠিকানা বা রাস্তা। 
আপনার লোকেশন এগুলির মাধ্যমে নির্ধারণ করা হয়:

গুরুত্বপূর্ণ: লোকেশন সংগ্রহ করার এই উৎসগুলির অধিকাংশ আপনার ডিভাইসের অনুমতি, অ্যাকাউন্টের পছন্দ বা অন্যান্য সেটিংসের মাধ্যমে কন্ট্রোল করা যেতে পারে। আপনি যে বিকল্প বেছে নিচ্ছেন সেটি আপনার গোপনীয়তা ও লোকেশন-এর উপর কী কী প্রভাব ফেলে সেই সম্পর্কে আরও জানতে নিচে দেখুন।

আপনি মুছে না ফেলা পর্যন্ত আপনার 'লোকেশন ইতিহাস' রেখে দেওয়া হবে।

আপনি যেকোনও সময় আমার Google অ্যাক্টিভিটি বা আপনার টাইমলাইন থেকে 'লোকেশন ইতিহাস' পর্যালোচনা করতে পারবেন অথবা কত দিন আপনি এটি রাখতে চান তা পরিবর্তন করতে পারবেন।

আপনার 'লোকেশন ইতিহাস' কীভাবে সুরক্ষিত রাখা হয়

আপনার অ্যাক্টিভিটি গোপন রাখতে:

নিয়ন্ত্রণ আপনার হাতেই রয়েছে

ডিফল্ট হিসেবে আপনার Google অ্যাকাউন্টের 'লোকেশন ইতিহাস' বন্ধ করা থাকে এবং শুধু আপনি চালু করার বিকল্পটি বেছে নিলে তবেই এটি চালু করা হবে।
আপনি মুছে না ফেলা পর্যন্ত আপনার 'লোকেশন ইতিহাস' রেখে দেওয়া হবে। যেকোনও সময় আমার Google অ্যাক্টিভিটি বা আপনার টাইমলাইন থেকে আপনার অ্যাকাউন্টের জন্য 'লোকেশন ইতিহাস' বন্ধ করতে অথবা সম্পূর্ণ ইতিহাস বা শুধুমাত্র কিছুটা অংশ মুছে ফেলতে পারবেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
5567829714782968369
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
76697
false
false