কোনও একটি জায়গার ফটো আপডেট পোস্ট করা

আপনার মোবাইল ডিভাইস থেকে, কোনও জায়গা সম্পর্কে ফটো ও ভিডিও আপডেট পোস্ট করতে পারবেন। আপনি এইসব বিষয়ে ফটো ও ভিডিও পোস্ট করতে পারবেন:

  • ব্যবসা খোলা ও বন্ধ থাকার সময়ের পরিবর্তন
  • সিজনাল মেনু
  • নতুন প্রোডাক্ট বা পরিষেবা
  • কোনও কিছু ঠিক করা
  • প্রদর্শন

যেসব জায়গা সম্পর্কে একাধিক আপডেট রয়েছে, সেগুলির মধ্যে সবচেয়ে সাম্প্রতিক আপডেট প্রথমে দেখানো হয়।

কোনও 'ফটো আপডেট' পোস্ট করা

  1. আপনার Android ডিভাইসে Google Maps অ্যাপ Maps খুলুন।
  2. কোনও জায়গা সার্চ করুন বা ম্যাপে সেটির উপর ট্যাপ করুন।
    • সার্চ করার সময় আপনি একাধিক লোকেশন দেখতে পেলে, যে লোকেশন সম্পর্কে আপডেট করতে চান তার উপর ট্যাপ করুন।
  3. স্ক্রিনের নিচের দিকে জায়গার নাম বা ঠিকানার উপর ট্যাপ করুন।
  4. স্ক্রিনের মাঝখানে, আপডেট এবং তারপর দর্শকের করা বিকল্পে ট্যাপ করুন।
  5. ফটো আপডেট যোগ করুন বিকল্পে ট্যাপ করুন। 

পরামর্শ: আপনি একই আপডেট ও লোকেশনের ক্ষেত্রে একাধিক ফটো ও ভিডিও পোস্ট করতে পারবেন।

'ফটো আপডেট' খোঁজা

আপনার বা অন্যান্য ব্যক্তির করা ফটো ও ভিডিও আপডেট আপনি খুঁজে পেতে পারেন।

আপনার 'ফটো আপডেট' খুঁজুন

  1. আপনার Android ডিভাইসে Google Maps অ্যাপ Maps খুলুন।
  2. স্ক্রিনের নিচের দিকে, 'কন্ট্রিবিউট করুন Contribute' বিকল্পে ট্যাপ করুন। 
  3. আপনার প্রোফাইল দেখুন বিকল্পে ট্যাপ করুন। 
  4. "রিভিউ" বিকল্পের মধ্যে, আপনার করা ফটো বা ভিডিও আপডেট খুঁজুন।

অন্যান্য ব্যক্তির করা 'ফটো আপডেট' খুঁজুন

  1. আপনার Android ডিভাইসে Google Maps অ্যাপ Maps খুলুন।
  2. কোনও জায়গা সার্চ করুন বা ম্যাপে সেটির উপর ট্যাপ করুন।
    • সার্চ করার সময় আপনি একাধিক লোকেশন দেখতে পেলে, যে লোকেশন সম্পর্কে আপডেট করতে চান তার উপর ট্যাপ করুন।
  3. স্ক্রিনের নিচের দিকে জায়গার নাম বা ঠিকানার উপর ট্যাপ করুন।
    • সম্পূর্ণ আপডেট পেতে, আপডেট বিকল্পে ট্যাপ করুন।
    • স্বতন্ত্র আপডেট পেতে, ফটো বিকল্পে ট্যাপ করুন।

'ফটো আপডেট' মুছে ফেলা

গুরুত্বপূর্ণ: Google Maps থেকে আপনি ফটো ও ভিডিও আপডেট মুছে দিলে, Google Search থেকেও অটোমেটিক সেগুলি মুছে দেওয়া হয়।

  1. আপনার Android ডিভাইসে Google Maps অ্যাপ Maps খুলুন।
  2. স্ক্রিনের নিচের দিকে, 'কন্ট্রিবিউট করুন Contribute' বিকল্পে ট্যাপ করুন। 
  3. আপনার প্রোফাইল দেখুন বিকল্পে ট্যাপ করুন।
  4. "অন্যান্য কন্ট্রিবিউশন" বিকল্পের মধ্যে আপনার ফটো আপডেট খুঁজুন।
    • ফটো আপডেট দেখতে না পেলে, "রিভিউ" বিকল্পের মধ্যে আপনার ফটো আপডেট দেখতে পারবেন। 
    • "রিভিউ" বিকল্পের মধ্যে আপনি শুধু আলাদাভাবে কোনও ফটো বা ভিডিও মুছতে পারবেন, সম্পূর্ণ আপডেট মুছে দিতে পারবেন না।
  5. যে ফটো বা ভিডিওটি মুছতে চান তাতে ট্যাপ করুন।
  6. স্ক্রিনের একদম উপরে ডানদিকে, 'সরিয়ে দিন Delete এবং তারপর' মুছে দিন বিকল্পে ট্যাপ করুন।

Google Maps থেকে ফটো ও ভিডিও মুছে দেওয়া হলেও, এইসব জায়গা থেকে সেগুলি অটোমেটিক মুছে দেওয়া হয় না:

পরামর্শ: ফটো আপডেটে থাকা সব ফটো ও ভিডিও সরিয়ে দিলে, আপডেটের সব টেক্সটও সরিয়ে দেওয়া হবে। এরপরেও আপডেটে ফটো ও ভিডিও থেকে গেলে, বাকি ফটো, ভিডিও ও টেক্সট এখনও দেখা যাবে।

অন্যান্য ব্যক্তির করা 'ফটো আপডেট' সম্পর্কে অভিযোগ জানানো

গুরুত্বপূর্ণ: ফটো আপডেটে অনুপযুক্ত বা ভুল কিছু দেখতে পেলে তার ব্যাপারে আমাদের জানান।

  1. আপনার Android ডিভাইসে Google Maps অ্যাপ Maps খুলুন।
  2. কোনও জায়গা সার্চ করুন বা ম্যাপে সেটির উপর ট্যাপ করুন।
  3. স্ক্রিনের মাঝখানে, আপডেট বিকল্পে ট্যাপ করুন। 
  4. অভিযোগ জানাতে চান এমন ফটো বা ভিডিও আপডেট বেছে নিন।
  5. 'আরও আরও এবং তারপরআপডেট সম্পর্কে অভিযোগ জানান বিকল্পে ট্যাপ করুন।
  6. আপনি কেন অভিযোগ জানাতে চান সেই কারণটি বেছে নিন অথবা লিখুন।
  7. জমা দিন বিকল্পে ট্যাপ করুন।

সম্পর্কিত রিসোর্স

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
14965592039897115306
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
76697
false
false