নিউজপেপারে ডিজিটাল সাবস্ক্রিপশন পাওয়া

ইতিমধ্যেই প্রকাশনার প্রিন্ট ভার্সন সাবস্ক্রাইব করে থাকলে, কোনও চার্জ-ছাড়া আপনি Google News-এ ডিজিটাল সাবস্ক্রিপশনের যোগ্য হতে পারেন। কিছু প্রকাশক আগে থেকে থাকা গ্রাহকদের ডিজিটাল সাবস্ক্রিপশনের অফার দেয়।

মনে রাখবেন: আপনি Google অ্যাকাউন্টে সাইন-ইন করলে তবেই এই ফিচার ব্যবহার করতে পারবেন।

আপনার বর্তমান প্রিন্ট ভার্সন, সাবস্ক্রিপশন চার্জ-ছাড়া কোনও ডিজিটাল ভার্সন অফার করছে কিনা দেখুন:

  1. আপনার Android ফোন বা ট্যাবলেটে Google News অ্যাপ News খুলুন।
  2. আপনার সাবস্ক্রাইব করা সূত্র থেকে নিবন্ধ খুলুন।
  3. আগে থেকেই একজন সাবস্ক্রাইবার? আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করুন বেছে নিন।
  4. Google News অ্যাপে সূত্র সাবস্ক্রিপশন বিকল্পের সুবিধা দিলে, আপনি সাবস্ক্রিপশন সংক্রান্ত বিকল্প দেখতে পাবেন।
    • সাবস্ক্রিপশন যাচাই করার জন্য সাইন-ইন করুন।
    • মূল প্রিন্ট সাবস্ক্রিপশনের মেয়াদ শেষ হওয়ার সাথে ডিজিটাল সাবস্ক্রিপশনের মেয়াদও শেষ হয়ে যাবে।

সাবস্ক্রিপশন যাচাইকরণ সংক্রান্ত সমস্যা সমাধান করুন

আপনার সাবস্ক্রিপশন যাচাই করার সময়, কনফার্ম করে নেবেন যে এটি আপনিই:

  • সংবাদ সূত্রের একটি অ্যাক্টিভ, আগে থেকে থাকা সাবস্ক্রিপশন আছে।
  • আপনার অ্যাকাউন্টের তথ্য সঠিকভাবে প্রদান করুন।​ 
    • পরামর্শ: আপনার ঠিকানা দেওয়ার প্রয়োজন হলে, প্রিন্ট সাবস্ক্রিপশনে আপনার নাম ও ঠিকানা যেমনভাবে আছে ঠিক তেমনভাবেই সেটি লিখুন।
সমস্যার মেসেজে সাহায্য করুন

"সঠিক নয় এমন ইমেল আইডি বা পাসওয়ার্ড। আবার চেষ্টা করুন।"

আপনার অনলাইন অ্যাকাউন্টে সাইন-ইন করার সময় ব্যবহার করা ইমেল আইডি এবং পাসওয়ার্ড মনে করে লিখুন। অনলাইনে আপনার অ্যাকাউন্ট তৈরি করা না থাকলে, প্রথমে আপনার অ্যাকাউন্ট সেট আপ করুন বিকল্পে ক্লিক করুন।

"প্রদান করা সাবস্ক্রিপশনের তথ্য যাচাই করা হয়নি। আবার চেষ্টা করুন।"

আপনার যাচাইকরণের তথ্যের সাথে আপনার অ্যাকাউন্টের জন্য প্রকাশকের কাছে থাকা তথ্যের সাথে না মিললে সাধারণত এই মেসেজটি দেখায়। আপনার প্রিন্ট সাবস্ক্রিপশনে যেমনভাবে দেখায় ঠিক সেইভাবেই আপনার অ্যাকাউন্ট নম্বর, নাম এবং ঠিকানা লিখুন। আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যে সাহায্যের প্রয়োজন হলে, প্রকাশকের সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন।

"আমরা যাচাই করতে পারিনি যে আপনার এই প্রকাশনার একটি অ্যাক্টিভ সাবস্ক্রিপশন আছে।"

আপনার একটি অ্যাক্টিভ সাবস্ক্রিপশন আছে এবং আপনার অ্যাকাউন্টের তথ্য সঠিক কিনা তা যাচাই করতে, প্রকাশকের সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন।

 
কিছু Google Play প্রোডাক্ট এবং ফিচার সমস্ত দেশে উপলভ্য নয়। আপনার দেশে কোনটি উপলভ্য তা দেখুন

সাবস্ক্রিপশনের বিষয়ে সহায়তা পান

'পেড সাবস্ক্রিপশন' অথবা Google News-এ অন্যান্য কেনাকাটা সম্পর্কিত আরও সহায়তা পেতে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
7058929592718447488
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false