আপনার Maps অ্যাক্টিভিটি ম্যানেজ করা

আপনি ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি চালু করলে, Google Maps আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভিটি সেভ করে যাতে সবকটি Google পরিষেবাতে আরও পছন্দমতো অভিজ্ঞতা দেওয়া যায়। এর মধ্যে এগুলি অন্তর্ভুক্ত:

  • Maps-এ কোনও কিছু খোঁজা
  • কোনও জায়গায় যাওয়া বা সেখান থেকে আসার দিকনির্দেশ পাওয়া
  • কোনও জায়গা বেছে নিয়ে তা দেখা
  • কোনও একটি জায়গার Maps লিঙ্ক শেয়ার করা
  • Maps থেকে কোনও জায়গায় কল করা

আপনার Maps অ্যাক্টিভিটি থেকে আইটেম দেখা ও মুছে ফেলা

  1. আপনার কম্পিউটারে Google Maps খুলুন।
  2. আপনার অ্যাকাউন্টে সাইন-ইন করুন
  3. 'মেনু মেনু এবং তারপর Maps অ্যাক্টিভিটি' বিকল্পে ক্লিক করুন।
  4. আলাদা আলাদা আইটেম মুছে ফেলতে: আপনি যেসব এন্ট্রি মুছে ফেলতে চান, তার পাশে 'সরিয়ে দিন Remove' বিকল্পে ক্লিক করুন।
  5. আইটেমের একটি গ্রুপ মুছে ফেলার জন্য: ডানদিকে মুছুন বিকল্পে ক্লিক করুন।
    • আজকের অ্যাক্টিভিটি মুছতে: আজকের ডেটা মুছুন বিকল্প বেছে নিন।
    • তারিখ অনুযায়ী মুছে ফেলতে:
      1. কাস্টম রেঞ্জ মুছুন বিকল্প বেছে নিন।
      2. আপনি যেসব তারিখ মুছে ফেলতে চান তা বেছে নিতে পরবর্তী বিকল্পে ক্লিক করুন।
      3. কনফার্ম করতে মুছুন বিকল্পে ক্লিক করুন।
    • আপনার সব অ্যাক্টিভিটি মুছে ফেলতে: এ পর্যন্ত সব মুছুন বিকল্প বেছে নিন। কনফার্ম করতে মুছুন বিকল্পে ক্লিক করুন।

কোনও জায়গার জন্য আপনার Maps অ্যাক্টিভিটি দেখা ও মুছে ফেলা

  1. আপনার কম্পিউটারে Google Maps খুলুন।
  2. আপনার অ্যাকাউন্টে সাইন-ইন করুন
  3. জায়গা খুঁজুন ও জায়গাটি এক নজরে দেখাতে তাতে ক্লিক করুন।
  4. বাঁদিকের প্যানেলে, আপনার Maps অ্যাক্টিভিটি বিকল্পে ক্লিক করুন।
  5. সেই জায়গা সম্পর্কিত অ্যাক্টিভিটি মুছে ফেলতে, “সম্প্রতি Maps অ্যাক্টিভিটির” পাশে, মুছুন বিকল্পে ক্লিক করুন।
    • অন্য Google পরিষেবার জন্য আপনার সব Maps অ্যাক্টিভিটি এবং ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি চেক করতে, আমার অ্যাক্টিভিটিতে যান।

কীভাবে আপনার অ্যাক্টিভিটি মোছা হয়

আপনি ম্যানুয়ালি অ্যাক্টিভিটি মুছে দেওয়ার বিকল্প বেছে নিলে অথবা আপনার 'অটোমেটিক মুছে দিন' সেটিংয়ের ভিত্তিতে অ্যাক্টিভিটি অটোমেটিক মুছে গেলে, তখনই আমরা প্রোডাক্ট ও আমাদের সিস্টেম থেকে এটিকে সরানোর প্রসেস শুরু করে দিই।

প্রথমে, আমাদের লক্ষ্য হল ভিউ থেকে অবিলম্বে ডেটা মুছে ফেলা যাতে এটি আপনার Google অভিজ্ঞতাকে পছন্দমতো করতে আর যেন ব্যবহার করা না হয়।

তারপর আমাদের স্টোরেজ সিস্টেম থেকে নিরাপদে ও সম্পূর্ণভাবে তথ্য মুছে ফেলার জন্য ডিজাইন করা একটি প্রক্রিয়া শুরু করা হয়।

ম্যানুয়ালি বা অটোমেটিক ডেটা মুছে ফেলার ব্যাপারে আপনাকে সহায়তা করার পাশাপাশি, যেসব অ্যাক্টিভিটি আপনার অভিজ্ঞতা আরও উন্নত করার কাজে আর লাগবে না, Google হয়ত সেই ধরনের অ্যাক্টিভিটি দ্রুত মুছে ফেলবে।

ব্যবসা বা আইনি প্রয়োজনীয়তার মতো সীমিত উদ্দেশ্যে বর্ধিত সময়সীমার জন্য, Google নির্দিষ্ট কিছু প্রকারের ডেটা রেখে দিতে পারে।

আপনার Maps অ্যাক্টিভিটি মুছে ফেলা হলে এই ধরনের আইটেমে কোনও প্রভাব পড়বে না:

  • আপনার 'লোকেশন ইতিহাস'-এ থাকা ভিজিট সংক্রান্ত তথ্য
  • অন্যান্য 'ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি' সেটিং, যেমন সংশ্লিষ্ট সার্চ বা ওয়েবসাইটে করা ক্লিক
  • সেভ করা তালিকা বা আপনার যোগ করা লেবেল
  • আপনার কন্ট্রিবিউট করা রিভিউ, ফটো, এডিট বা মতামত সংক্রান্ত রিপোর্ট
  • অন্যান্য Maps ডেটা যা আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত নয়

সম্পর্কিত রিসোর্স

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
5775857278185083072
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
76697
false
false