Gemini অ্যাপ থেকে পাওয়া উত্তর আবার তৈরি অথবা পরিবর্তন করা

Gemini অ্যাপের দেওয়া উত্তর আবার তৈরি করার পাশাপাশি আপনি এর উত্তর পরিবর্তনও করতে পারবেন। যেমন, আপনি দৈর্ঘ্য অ্যাডজাস্ট করতে, ভাষা আরও সহজ করতে এবং কোনও উত্তরের টোন পরিবর্তন করতে পারবেন।

উত্তর আবার তৈরি করুন

গুরুত্বপূর্ণ: আপনি চ্যাটের মধ্যে সবচেয়ে সাম্প্রতিক উত্তরটি শুধুমাত্র আবার তৈরি করতে পারবেন।

  1. উত্তরের সবচেয়ে উপরে, অন্যান্য ড্রাফ্ট দেখুন বা ড্রাফ্ট দেখুন বিকল্পে ক্লিক করুন।
  2. ড্রাফ্টের পাশে, 'ড্রাফ্ট আবার তৈরি করুন ' বিকল্পে ক্লিক করুন।

সমগ্র উত্তরটি পরিবর্তন করুন

  1. উত্তরের নিচে থাকা 'উত্তর পরিবর্তন করুন ' বিকল্পে ক্লিক করুন।
  2. আপনি উত্তর কীভাবে পরিবর্তন করতে চান তা বেছে নিন:
    • উত্তরের দৈর্ঘ্য অ্যাডজাস্ট করার জন্য: আরও ছোট অথবা আরও বড় বিকল্পে ক্লিক করুন।
    • উত্তরের ভাষা আরও সহজ করার জন্য: আরও সহজ বিকল্পে ক্লিক করুন।
    • টোন পরিবর্তন করার জন্য: আরও ক্যাজুয়াল অথবা আরও পেশাদার বিকল্পে ক্লিক করুন।

উত্তরের অংশ পরিবর্তন করুন

গুরুত্বপূর্ণ: এই ফিচার শুধুমাত্র ইংরেজি ভাষায় পাওয়া উত্তরের ক্ষেত্রে উপলভ্য। কিছু উত্তর এবং উত্তরের অংশ পরিবর্তন করা যাবে না। তাছাড়াও, এই ফিচার শুধুমাত্র ডেস্কটপের জন্য Gemini ওয়েব অ্যাপে উপলভ্য।

  1. উত্তরে সেই টেক্সট বেছে নিন যেটি আপনি পরিবর্তন করতে চান।
  2. বেছে নেওয়া টেক্সটের ঠিক পাশে দেখানো 'বেছে নেওয়া টেক্সট পরিবর্তন করুন ' বিকল্পে ক্লিক করুন।
    • আপনি যদি 'বেছে নেওয়া টেক্সট পরিবর্তন করুন ' বিকল্প খুঁজে না পান, তাহলে বেছে নেওয়া টেক্সট পরিবর্তন করা যাবে না।
  3. আপনি এটি কীভাবে পরিবর্তন করতে চান তা বেছে নিন।
    • নিজের পছন্দমতো পরিবর্তন করার জন্য: “প্রম্পটের মাধ্যমে পরিবর্তন করুন” ফিল্ডে, বেছে নেওয়া টেক্সট আপনি কীভাবে পরিবর্তন করতে চান তা লিখুন এবং Enter প্রেস করুন।
    • বেছে নেওয়া টেক্সট আবার তৈরি করার জন্য: আবার তৈরি করুন বিকল্পে ক্লিক করুন।
    • উত্তরের দৈর্ঘ্য অ্যাডজাস্ট করার জন্য: আরও ছোট অথবা আরও বড় বিকল্পে ক্লিক করুন।
    • বেছে নেওয়া টেক্সট সরানোর জন্য: সরিয়ে দিন বিকল্পে ক্লিক করুন।

পরামর্শ: পরিবর্তনটি আপনার পছন্দ না হলে, আগের অবস্থায় ফিরুন বিকল্পে ক্লিক করুন।

আমি উত্তরের অংশ পরিবর্তন করতে পারছি না, বেছে নেওয়ার পরে কোনও 'পেন্সিল' আইকন দেখতে পাওয়া যাচ্ছে না

আপনার বেছে নেওয়া টেক্সটের পাশে 'পেন্সিল' আইকন না থাকার অর্থ হল, বেছে নেওয়া টেক্সট পরিবর্তন করা যাবে না। বর্তমানে আপনি এইসব টেক্সট পরিবর্তন করতে পারবেন না:

  • যেসব টেক্সট এক্সটেনশন থেকে দেওয়া উত্তরে দেখানো হয়
  • উত্তরের মধ্যে দেখানো যেসব টেক্সটে ফলাফল পাওয়ার জন্য কোড ব্যবহার করা হয়, যেমন চার্টের মধ্যে দেখানো টেক্সট
  • উত্তরের মধ্যে দেখানো যেসব টেক্সটে কোড ব্লক থাকে
  • টেক্সটের এমন একটি বেছে নেওয়া অংশ যাতে কোনও ছবি আছে
প্রম্পটের সাহায্যে উত্তরের অংশ পরিবর্তনের চেষ্টা করার সময় কোনও সমস্যা হয়েছে

কোনও উত্তরের টেক্সট বেছে নিলে, আপনাকে প্রম্পটের মাধ্যমে টেক্সট পরিবর্তন করার বিকল্প দেখানো হবে। নির্দিষ্ট কিছু অনুরোধের ক্ষেত্রে “Gemini এটা করতে পারে না” লেখা সমস্যার মেসেজ দেখানো হতে পারে। এই সমস্যার সবচেয়ে প্রচলিত কারণ হল নিচে উল্লেখ করা এই ধরনের প্রম্পট:

  • যেসব প্রম্পট বেছে নেওয়া টেক্সট কীভাবে পরিবর্তন করতে হয় তা Gemini অ্যাপকে বলে না, যেমন "আজকের আবহাওয়া কেমন"
  • যেসব প্রম্পটে রঙ বা সাইজের মতো সাপোর্ট করে না এমন ফর্ম্যাটিং সংক্রান্ত পরিবর্তন করতে বলা হয়
  • যেসব প্রম্পটে আমাদের নিষিদ্ধ ব্যবহার সংক্রান্ত নীতি লঙ্ঘন করা হয়
  • যেসব প্রম্পটে এমন কোনও পরিবর্তন করার কথা বলা হয় যা Gemini অ্যাপ বুঝতে বা করতে পারে না

আপনার প্রম্পট উপরে দেখানো প্রম্পটের মতো নয় বলে মনে করলে, বেছে নেওয়া টেক্সট অ্যাডজাস্ট করতে বা আপনার নির্দেশ অন্যভাবে বলতে চেষ্টা করুন।

সম্পর্কিত রিসোর্স

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
18320561782240610864
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
5295044
false
false