Gemini অ্যাপ থেকে উত্তর এক্সপোর্ট করা

আপনি Gemini অ্যাপ থেকে Gmail এবং Google Docs-এর মতো Google Workspace অ্যাপে, উত্তর এক্সপোর্ট করতে পারবেন। এছাড়াও, আপনি Google Colab ও Replit-এর মতো ডেভেলপার টুলে কোড এক্সপোর্ট করতে পারবেন।

গুরুত্বপূর্ণ: Gemini অ্যাপের প্ল্যাটফর্মে দেখানো কোনও কন্টেন্ট বা কোড কোথাও এক্সপোর্ট করতে চাইলে, যে পরিষেবায় এক্সপোর্ট করছেন তার শর্তাবলী ও নীতি আপনার কন্টেন্টের উপর প্রয়োগ করা হবে।

Google Workspace-এ উত্তর এক্সপোর্ট করুন

গুরুত্বপূর্ণ: আপনি Google Workspace অ্যাকাউন্টে সাইন-ইন করে থাকলে, উপলভ্যতা ও Workspace সেটিংসের উপর ভিত্তি করে এক্সপোর্ট করার বিকল্প পরিবর্তিত হবে। এছাড়া, এক্সপোর্ট করার বিকল্প Gemini অ্যাপ অনুসারেও পরিবর্তিত হয়।

Google Docs-এ উত্তর এক্সপোর্ট করুন

উত্তরের নিচে থাকা, 'শেয়ার ও এক্সপোর্ট করুন এবং তারপর Docs-এ এক্সপোর্ট করুন' বিকল্পে ক্লিক করুন। এটি বেছে নিলে, Google Drive-এ নতুন ডকুমেন্ট সেভ হয়ে যাবে।

Gmail-এ উত্তর এক্সপোর্ট করুন

গুরুত্বপূর্ণ: আপনার Gmail অ্যাকাউন্ট থাকলে তবেই এই ফিচার ব্যবহার করা যাবে।

উত্তরের নিচে দেওয়া 'শেয়ার ও এক্সপোর্ট করুন এবং তারপর Gmail-এ ড্রাফ্ট করুন' বিকল্পে পরপর ক্লিক করুন। এর ফলে, Gmail-এ নতুন ড্রাফ্ট ইমেল তৈরি হয়ে যাবে।

Google Sheets-এ টেবিল এক্সপোর্ট করুন

গুরুত্বপূর্ণ: উত্তরে টেবিল অন্তর্ভুক্ত থাকলে তবেই এই ফিচার উপলভ্য হবে। টেবিলে ছবি থাকলে তা Sheets-এ এক্সপোর্ট করা যায় না।

টেবিলের নিচে ডানদিকে, Sheets-এ এক্সপোর্ট করুন বিকল্পে ক্লিক করুন। এটি বেছে নিলে টেবিল Google Drive-এ নতুন স্প্রেডশিটে সেভ হয়ে যাবে।

কোড এক্সপোর্ট করুন

Google Colab-এ Python কোড এক্সপোর্ট করুন

গুরুত্বপূর্ণ: এই মুহূর্তে Workspace অ্যাকাউন্টের ক্ষেত্রে, Google Colab-এ এক্সপোর্ট করার সুবিধা পাওয়া যাচ্ছে না।

উত্তরের নিচে থাকা, 'শেয়ার ও এক্সপোর্ট করুন এবং তারপর Colab-এ এক্সপোর্ট করুন' বিকল্পে ক্লিক করুন। এটি বেছে নিলে, Google Drive-এ নতুন Colab নোটবুক সেভ হয়ে যাবে।

Replit-এ কোড এক্সপোর্ট করুন
  1. উত্তরের নিচে থাকা, 'শেয়ার ও এক্সপোর্ট করুন এবং তারপর Replit-এ এক্সপোর্ট করুন' বিকল্পে ক্লিক করুন।
  2. ডিসক্লোজার পর্যালোচনা করুন।
  3. চালিয়ে যেতে চান কিনা সেই বিকল্প বেছে নিন।
    • বাতিল করতে: না, থাক বিকল্পে ক্লিক করুন।
    • চালিয়ে যেতে: আমি বুঝেছি, Replit খোলো বিকল্পে ক্লিক করুন। এটি আপনার প্রম্পট এবং Gemini অ্যাপের উত্তর Replit-এ পাঠায়। প্রয়োজন হলে, আপনার Replit অ্যাকাউন্টে সাইন-ইন করুন।

এর সাথে মানানসই কোডিং ল্যাঙ্গুয়েজগুলি নিচে দেওয়া হল

নিচে উল্লেখ করা ল্যাঙ্গুয়েজে আপনি Replit-এ কোড এক্সপোর্ট করতে পারবেন:

  • Bash
  • C
  • C#
  • C++
  • CSS
  • Dart
  • Go
  • HTML
  • Java
  • JavaScript
  • Kotlin
  • PHP
  • Python
  • Ruby
  • Rust
  • SQL
  • Swift
  • TypeScript

সম্পর্কিত রিসোর্স

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
2238432566680478077
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
5295044
false
false