জেনারেটিভ AI সম্পর্কিত তথ্য

জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) হল এক ধরনের AI যা আপনাকে কন্টেন্ট তৈরি করতে সাহায্য করতে পারে। এটি আপনাকে আরও ক্রিয়েটিভ ও প্রোডাক্টিভ হতে এবং অনেক কিছু জানার ব্যাপারে সাহায্য করতে পারে।

এই নিবন্ধে, আপনি জেনারেটিভ AI সম্পর্কে জানতে পারবেন, যার মধ্যে রয়েছে:

  • জেনারেটিভ AI কী এবং এটি কীভাবে কাজ করে
  • জেনারেটিভ AI কীভাবে ব্যবহার করতে হয় এবং তার দেওয়া উত্তরের সত্যতা কীভাবে মূল্যায়ন করতে হয়
  • Google কীভাবে AI ডেভেলপ করে

জেনারেটিভ AI কী

জেনারেটিভ AI হল এক ধরনের মেশিন লার্নিং মডেল। জেনারেটিভ AI কোনও মানুষ বা ব্যক্তি নয়। এটি নিজে চিন্তা করতে পারে না বা এর অনুভূতি নেই। এটি বিভিন্ন প্যাটার্ন খুঁজে বের করার ব্যাপারে পটু।

আগে, তথ্য বোঝা ও সাজেস্ট করার জন্য AI ব্যবহার করা হত। জেনারেটিভ AI এখন ছবি, মিউজিক এবং কোডের মতো নতুন কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রেও আমাদের সাহায্য করতে পারে।

মেশিন লার্নিং মডেলগুলিকে কীভাবে ট্রেনিং দেওয়া হয়

জেনারেটিভ AI সহ সমস্ত মেশিন লার্নিং মডেল পর্যবেক্ষণ এবং প্যাটার্ন ম্যাচ করার প্রসেসের মাধ্যমে শেখে, যে প্রসেসকে ট্রেনিং বলা হয়। স্নিকার কাকে বলে তা কোনও মডেলকে বোঝানোর জন্য, সেটিকে লক্ষ লক্ষ স্নিকারের ছবির মাধ্যমে ট্রেনিং দেওয়া হয়। সময়ের সাথে সাথে, মডেলটি বুঝতে পারে যে স্নিকার হল মানুষের দুই পায়ে পরার মতো এমন জিনিস যাতে ফিতে, সোল এবং লোগো থাকে।

এই মডেলকে এইসব করার জন্য ট্রেনিং দেওয়া যেতে পারে:

  1. কোনও ইনপুট নেওয়া যেমন, "ছাগলের কবজ সহ একটি স্নিকারের ছবি তৈরি করো"।
  2. স্নিকার, ছাগল ও কবজ সম্পর্কে যা জেনেছে তা যুক্ত করা।
  3. এমন কোনও ছবি তৈরি করা যেরকম ছবি মডেলটি আগে কখনও দেখেনি।
লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কীভাবে জেনারেটিভ AI পরিচালনা করে

জেনারেটিভ AI আর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM) একই প্রযুক্তির অংশ। জেনারেটিভ AI-কে যেকোনও ধরনের ডেটার জন্য ট্রেনিং দেওয়া যায়, কিন্তু LLM শুধুমাত্র শব্দকেই তার ট্রেনিং ডেটার প্রধান সোর্স হিসেবে ব্যবহার করে।

Gemini ও AI ওভারভিউয়ের মতো LLM পরিচালিত অভিজ্ঞতাগুলি, আপনার প্রম্পট এবং যতটা টেক্সট সে জেনারেট করেছে তার ভিত্তিতে, পরবর্তী শব্দটি কী হওয়া উচিত তা অনুমান করতে পারে। এই মডেলগুলি যে বিষয়ের ট্রেনিং পেয়েছে তার প্যাটার্নের সাথে ম্যাচ করিয়ে, নিজের মতো করে পরবর্তী সম্ভাব্য শব্দ বেছে নিতে পারে। নিজের মতো করে বেছে নেওয়ার এই সুবিধা থাকার ফলে, এই মডেলগুলি ক্রিয়েটিভ উত্তর জেনারেট করতে পারে।

আপনি এই মডেলকে “ঋত্বিক [শূন্যস্থান]” বাক্যাংশ দিয়ে শূন্যস্থানটি পূরণ করার প্রম্পট দিলে, মডেলটি অনুমান করতে পারে যে পরবর্তী শব্দটি "রোশন" বা "ঘটক" হবে।

জেনারেটিভ AI কীভাবে ব্যবহার করতে হয়

গুরুত্বপূর্ণ: জেনারেটিভ AI পরিচালিত Google-এর অভিজ্ঞতা আপনাকে ক্রিয়েটিভ প্রসেস শুরু করার বিষয়ে সাহায্য করতে পারে। এগুলির কাজ আপনার হয়ে সব কিছু করে দেওয়া বা ক্রিয়েটর হওয়া নয়।

আপনি এই ৩টি ক্ষেত্রে জেনারেটিভ AI ব্যবহার করতে পারেন:

  • আপনার ক্রিয়েটিভ আইডিয়া ব্রেনস্ট্রম করা। যেমন, আপনার প্রিয় সিনেমার প্রিকুয়েল লিখতে সাহায্য নেওয়া।
  • এমন প্রশ্ন জিজ্ঞাসা করা যার উত্তর দেওয়া সম্ভব বলে আপনি কখনও ভাবেননি। যেমন, “কোনটি আগে এসেছে, ডিম না মুরগি?”
  • কোনও ব্যাপারে অতিরিক্ত সাহায্য পাওয়া। আপনার লেখা কোনও গল্পের জন্য ভালো নাম সাজেস্ট করতে বলা অথবা কোনও ছবিতে দেখানো প্রাণী বা পোকার প্রজাতি চিনতে সাহায্য চাওয়া।

জেনারেটিভ AI-এর মাধ্যমে আপনার নতুন নতুন বিষয় এক্সপ্লোর, তৈরি করা ও শেখার সময় দায়িত্ব সহকারে এটি ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। বিস্তারিত বিবরণের জন্য, আমাদের জেনারেটিভ AI-এর নিষিদ্ধ ব্যবহার সংক্রান্ত নীতি পর্যালোচনা করুন।

AI ভুল করে এবং ভবিষ্যতেও করবে

যেহেতু জেনারেটিভ AI একটি পরীক্ষামূলক সিস্টেম এবং এটি এখনও ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে, তাই এটি এখনও ভুল করে এবং ভবিষ্যতেও করবে:

  • এটি বানিয়ে বানিয়ে কিছু বলতে পারে। জেনারেটিভ AI যখন কোনও উত্তর বানায়, তাকে হ্যালুসিনেশন বলা হয়। হ্যালুসিনেশনের কারণ হল, Google Search যেভাবে ওয়েব থেকে উত্তর খুঁজে বের করে, LLM সেইভাবে তথ্য সংগ্রহ করে না। তার পরিবর্তে, LLM, ব্যবহারকারীর ইনপুটের ভিত্তিতে পরবর্তী শব্দটি অনুমান করে।
    • যেমন, আপনি জিজ্ঞাসা করতে পারেন, “২০৩২ সালের ব্রিসবেন সামার অলিম্পিকে মহিলাদের জিমনাস্টিকসে কে জিতবেন?" এবং এই ইভেন্টটি এখনও অনুষ্ঠিত না হওয়া সত্ত্বেও এর উত্তর পেতে পারেন।
  • এটি কিছু জিনিস ভুল বুঝতে পারে। মাঝে মাঝে, জেনারেটিভ AI প্রোডাক্টগুলি ভাষার ভুল ব্যাখ্যা করে যার ফলে অর্থ পরিবর্তিত হয়ে যায়।
    • যেমন, আপনি বাদুড় বা ইংরেজিতে 'ব্যাট' নামক গুহাবাসী প্রাণীটির ব্যাপারে আরও জানতে চাইতে পারেন। আপনি যদি ব্যাটের ব্যাপারে তথ্য জিজ্ঞাসা করেন, AI আপনাকে বেসবল, ক্রিকেট বা সফ্টবল খেলার ব্যাট সম্পর্কে তথ্য দিতে পারে।
সবসময় উত্তর মূল্যায়ন করুন

জেনারেটিভ AI টুল থেকে পাওয়া উত্তরকে সর্বদা সমালোচনামূলক দৃষ্টিতে দেখুন। আপনার কাছে সত্য বলে উপস্থাপন করা তথ্য Google ও অন্যান্য রিসোর্সের মাধ্যমে চেক করে নিন।

যদি এমন কিছু খুঁজে পান যা সঠিক নয়, তাহলে তার বিরুদ্ধে অভিযোগ জানান। আমাদের অনেক জেনারেটিভ AI প্রোডাক্টে অভিযোগ জানানোর টুল রয়েছে। আপনার দেওয়া ফিডব্যাক আমাদের মডেলকে উন্নত করতে সাহায্য করবে যার ফলে সকলে জেনারেটিভ AI ব্যবহারের ক্ষেত্রে আরও ভালো অভিজ্ঞতা লাভ করবেন।

সাবধানতার সাথে কোড ব্যবহার করা

আমাদের জেনারেটিভ কোডের ফিচার এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং আপনাকে নিজের দায়িত্বে সাজেস্ট করা কোড বা কোডের ব্যাখ্যা ব্যবহার করতে হবে। তাই কোডের উপর ভরসা করার আগে নিজের বিচক্ষণতাকে কাজে লাগিয়ে কোনও সমস্যা, ত্রুটি এবং দুর্বলতা আছে কিনা তা দেখতে প্রত্যেকটি কোড ভালো করে পরীক্ষা ও পর্যালোচনা করুন। লাইসেন্সের ক্ষেত্রে যেকোনও প্রয়োজনীয় শর্ত মেনে চলার দায়িত্ব আপনারই, যেমন ওপেন সোর্স কোড রিপোজিটরিতে কোথায় সাইটেশন দিতে হবে। আরও জানুন

Google কীভাবে AI ডেভেলপ করে

আমরা নিশ্চিত করতে চাই যে আমাদের তৈরি করা টুল যেন পৃথিবীকে সকলের জন্য আরও সুন্দর করে তুলতে পারে, আর সেই লক্ষ্যে ২০১৮ সালে আমরা AI-এর জন্য এক সেট নীতি তৈরি করেছি। এইসব নীতিতে, আমাদের পক্ষ থেকে এমন সব সাহসী প্রযুক্তি ডেভেলপ করার লক্ষ্য বর্ণনা করা হয়েছে যা সমাজের সবচেয়ে বড় বড় চ্যালেঞ্জকে দায়িত্বের সঙ্গে সামলাতে পারে।

যেমন, আমরা এইসব কাজে AI ব্যবহার করি:

  • জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানোর প্রচেষ্টাকে সাহায্য করা, যেমন যানবাহনের নির্গমন কমাতে ধীর গতির, থেমে থেমে এগোনো ট্রাফিক হ্রাস করা
  • প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস দেওয়া বা মনিটর করা, যেমন ২০টির বেশি দেশে বন্যার পূর্বাভাস দেওয়া এবং রিয়েল-টাইমে দাবানলের সীমানা ট্র্যাক করা
  • স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত আবিষ্কারের পাশে থাকা, যেমন টিউবারকিউলোসিসের স্ক্রিনিং আরও সহজে অ্যাক্সেস করতে এবং স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে সাহায্য করা

আমাদের নীতিতে এমন সব ক্ষেত্রের কথাও উল্লেখ করা হয়েছে যেগুলিতে আমরা AI-এর সাহায্য নেব না, যেমন এমন প্রযুক্তি যা সর্বাত্মকভাবে ক্ষতি সাধন অথবা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করতে পারে।

আমাদের AI নীতির সম্পূর্ণ তালিকা দেখুন

সম্পর্কিত রিসোর্স

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
4148352726760594876
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
5295044
false
false