Gemini অ্যাপ থেকে আপনার চ্যাট শেয়ার করা

আপনি কোনও নির্দিষ্ট প্রম্পট ও উত্তর অথবা কোনও সম্পূর্ণ চ্যাট শেয়ার করতে পারেন। এর জন্য আপনাকে একটি সর্বজনীন লিঙ্ক তৈরি করে কোনও মেসেজিং অ্যাপে শেয়ার করতে হবে অথবা আপনার পছন্দের সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করতে হবে।

গুরুত্বপূর্ণ:

  • ব্যবহারকারী অফিস বা স্কুলের অ্যাকাউন্ট দিয়ে Gemini Business, Gemini Enterprise, বা Gemini Education অ্যাড-অন ব্যবহার করলে তিনি অন্যদের সাথে চ্যাট শেয়ার করতে পারবেন না। Gemini-র দেওয়া উত্তর থেকে তথ্য শেয়ার করার জন্য উত্তর এক্সপোর্ট করতে পারেন।
  • আপনি যদি কোনও চ্যাট শেয়ার করেন, তাহলে যাদের কাছে সেটির লিঙ্ক থাকবে তারা সেটি পড়তে, অন্যদের সাথে আবার শেয়ার করতে এবং Gemini অ্যাপের সাথে তারা নিজেরাই সেই চ্যাট চালিয়ে যেতে পারবেন। এছাড়াও, প্রোডাক্ট, পরিষেবা ও মেশিন লার্নিং টেকনোলজির উন্নতি করতে যেসব ডেটা, পর্যালোচকরা দেখুক বা Google ব্যবহার করুক বলে আপনি চান না, সেই ডেটা বা গোপন তথ্য কথোপকথনের সময় লিখবেন না। কোনও চ্যাট শেয়ার করার সময় মনে রাখবেন, আপনি Google-এর পরিষেবার শর্তাবলী সহ নিষিদ্ধ ব্যবহার সংক্রান্ত নীতিতে সম্মতি জানাচ্ছেন। কারও কপিরাইট অথবা গোপনীয়তা সংক্রান্ত অধিকার লঙ্ঘন করবেন না।

চ্যাট শেয়ার করা

গুরুত্বপূর্ণ: কোনও চ্যাট শেয়ার করলে সেটির সর্বজনীন লিঙ্ক তৈরি করা হয়। সেই লিঙ্ক যার কাছে থাকবে, তিনিই চ্যাটটি পড়তে পারবেন; আপনি যদি তার সাথে সরাসরি লিঙ্কটি শেয়ার করে না থাকেন, তাহলেও। আপনি সর্বজনীন লিঙ্ক তৈরি করলে কী হয়, সেই সম্পর্কে জানুন।

gemini.google.com লিঙ্কে কোনও চ্যাট শেয়ার করতে:

  1. যে উত্তর শেয়ার করতে চান, সেটির নিচে 'শেয়ার ও এক্সপোর্ট করুন এবং তারপর শেয়ার করুন ' বিকল্পে ক্লিক করুন।
  2. যেটি শেয়ার করতে চান, তা বেছে নিন: এই প্রম্পট ও তার উত্তর অথবা সম্পূর্ণ চ্যাট
    • আপনি চ্যাটে কোনও ছবি আপলোড করে সেই চ্যাট শেয়ার করলে, সেখান থেকে ছবিটি দেখা ও ডাউনলোড করা যাবে।

  3. সর্বজনীন লিঙ্ক তৈরি করুন বিকল্পে ক্লিক করুন।
  4. কীভাবে শেয়ার করতে চান তা বেছে নিন:
    • লিঙ্ক শেয়ার করতে: একদম উপরে g.co/gemini/share লিঙ্কের পাশে, 'সর্বজনীন লিঙ্ক কপি করুন ' বিকল্পে ক্লিক করুন। তারপরে সেটি যেখানে শেয়ার করতে চান, সেখানে পেস্ট করুন। যেমন, কোনও মেসেজিং অ্যাপ, ইমেলের ড্রাফ্ট অথবা ফোরামের থ্রেডে।
    • কোনও উপলভ্য সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করতে: একদম নিচে সোশ্যাল প্ল্যাটফর্মের আইকনে ক্লিক করে অন-স্ক্রিন নির্দেশাবলী অনুসরণ করুন।
আমি চ্যাট শেয়ার করতে পারছি না কেন

আপনি যে উত্তর বা চ্যাট শেয়ার করতে চান সেটির কোনও অংশ Google Workspace ব্যবহার করে জেনারেট করা হলে সেই চ্যাট শেয়ার করতে পারবেন না।

চ্যাট করা চালিয়ে যান

গুরুত্বপূর্ণ: বর্তমানে এই ফিচারটি ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য উপলভ্য নয়।

অন্য কারও শেয়ার করা চ্যাটের সর্বজনীন লিঙ্কে গিয়ে আপনি নিজেই Gemini অ্যাপের সাথে সেই চ্যাট চালিয়ে যেতে পারেন। আপনার Gemini অ্যাপ অ্যাক্টিভিটি চালু থাকলে শেয়ার করা চ্যাটটি Gemini অ্যাপ অ্যাক্টিভিটিতে স্টোর করা হবে। আপনার Gemini অ্যাপ অ্যাক্টিভিটি কীভাবে ম্যানেজ করবেন এবং মুছবেন তা জানুন।

  1. সর্বজনীন লিঙ্কে ক্লিক করুন।
  2. একেবারে নিচে, এই চার্ট ব্যবহার করা চালিয়ে যান বিকল্পে ক্লিক করুন।

চ্যাট আবার শেয়ার করা

  1. সর্বজনীন লিঙ্কে ক্লিক করুন।
  2. উপরের দিকে g.co/gemini/share লিঙ্কের পাশে, 'সর্বজনীন লিঙ্ক কপি করুন ' বিকল্পে ক্লিক করুন।
  3. লিঙ্কটি যেখানে শেয়ার করতে চান, সেখানে পেস্ট করুন। যেমন, কোনও মেসেজিং অ্যাপে, ইমেলের ড্রাফ্টে অথবা ফোরামের থ্রেডে।

শেয়ার করা চ্যাটের বিষয়ে অভিযোগ জানানো

  1. সর্বজনীন লিঙ্কে ক্লিক করুন।
  2. শিরোনামের নিচে 'অভিযোগ জানান ' বিকল্পে ক্লিক করুন।

আপনি নিজের তৈরি করা পাবলিক লিঙ্ক মুছে দিতে পারবেন। কোনও লিঙ্ক মুছে দিলে কী হয় তা জানুন

  1. কম্পিউটারে gemini.google.com লিঙ্কে যান।
  2. স্ক্রিনের একদম নিচে, 'সেটিংস এবং তারপর আপনার পাবলিক লিঙ্ক ' বিকল্পে ক্লিক করুন।
  3. যে পাবলিক লিঙ্ক মুছে দিতে চান, সেটির শেষে থাকা 'পাবলিক লিঙ্ক ' বিকল্পে ক্লিক করুন।

পরামর্শ: আপনার সব পাবলিক মুছে দিতে, সব লিঙ্ক মুছুন বিকল্পে ক্লিক করুন।

  • একটি সর্বজনীন লিঙ্ক সহ একটি শেয়ার করা চ্যাট পৃষ্ঠা তৈরি করা হয়। যেমন, g.co/gemini/share/abcxyz.
  • URL অথবা শেয়ার করা চ্যাটের পৃষ্ঠায় আপনার নাম অথবা অ্যাকাউন্ট যোগ করা হয় না।
  • আপনি সর্বজনীন লিঙ্ক তৈরি করার সময় চ্যাটটি যেভাবে দেখা যাচ্ছিল, শেয়ার করা চ্যাটের পৃষ্ঠায় ঠিক সেইভাবে দেখানো হয়। সর্বজনীন লিঙ্ক তৈরি করার পরে যদি চ্যাটটি এডিট করেন বা চালিয়ে যান, তাহলে শেয়ার করা চ্যাট পৃষ্ঠার কন্টেন্টে পরিবর্তন হবে না।
  • যার কাছে লিঙ্কটি থাকবে, তিনিই:
    • চ্যাটটি পড়তে পারবেন, তার সাথে লিঙ্কটি সরাসরি শেয়ার করা না হলেও।
    • চ্যাটটি আবার শেয়ার করতে পারবেন।
    • Gemini অ্যাপের সাথে নিজেই চ্যাটটি চালিয়ে যেতে পারবেন। তার Gemini অ্যাপ অ্যাক্টিভিটি চালু থাকলে চ্যাটটি তার Google অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা হবে এবং Gemini অ্যাপ অ্যাক্টিভিটিতে স্টোর করা থাকবে।

আপনি কোনও পাবলিক লিঙ্ক মুছে দিলে:

  • কেউ লিঙ্কটি অ্যাক্সেস করার চেষ্টা করলে তাকে এই মেসেজ দেখানো হবে, যে চ্যাটটি আর নেই এবং তাকে gemini.google.com-এ রিডাইরেক্ট করা হবে।
  • থার্ড-পার্টি সাইটে সেই লিঙ্ক উল্লেখ করে আপনি যা পোস্ট করেছেন, তা মুছে যায় না। পোস্টটি মুছতে চাইলে সরাসরি থার্ড-পার্টি সাইটে গিয়েই মুছতে হবে।
  • আপনার Gemini অ্যাপ অ্যাক্টিভিটি থেকে চ্যাটটি মুছে যায় না। Gemini অ্যাপ অ্যাক্টিভিটি কীভাবে ম্যানেজ করবেন এবং মুছবেন তা জানুন।
  • অন্য কেউ যদি আপনার শেয়ার করা চ্যাটে কথোপকথন চালাতে থাকেন, তাহলে তার Gemini অ্যাপ অ্যাক্টিভিটি থেকে সেই চ্যাট মুছে যায় না।

আপনার পাবলিক লিঙ্ক মুছে দেওয়া হলে

সাধারণত পাবলিক লিঙ্ক তৈরি হওয়ার ৬ মাস পরে সেগুলি মুছে দেওয়া হয়। তবে, পাবলিক লিঙ্কে চ্যাটের কোনও অংশ তার আগেই মুছে দেওয়া হলে, এর সাথে যুক্ত পাবলিক লিঙ্কও মুছে যায়। চ্যাটের অংশ এইসব উপায়ে মুছে দেওয়া যেতে পারে:

কীভাবে Gemini অ্যাপ অ্যাক্টিভিটি মুছবেন, আপনার অটোমেটিক মুছে দেওয়ার সেটিংস পরিবর্তন করবেন এবং Gemini অ্যাপে পিন করা এবং সাম্প্রতিক চ্যাট মুছে দেবেন সেই সম্পর্কে জানুন।

সম্পর্কিত রিসোর্স

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
9402455192514243913
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
5295044
false
false