Gemini অ্যাপে ডার্ক থিম ব্যবহার করা

আপনি Gemini অ্যাপে ডার্ক থিম ও লাইট থিমের মধ্যে পরিবর্তন করতে পারবেন। ডিফল্ট হিসেবে, আপনি যে ডিভাইস ব্যবহার করছেন সেটির রঙের স্কিমের সাথে Gemini অ্যাপের রঙের স্কিম ম্যাচ করে।

ডার্ক ও লাইট থিমের মধ্যে পরিবর্তন করা

আপনি রঙের স্কিম পরিবর্তন করলে, একই ব্রাউজার ও ডিভাইসে পরের বার Gemini ওয়েব অ্যাপ খোলার সময় আপনার পছন্দ সেভ হয়ে যায়।

  1. আপনার কম্পিউটারে, gemini.google.com লিঙ্কে যান।
  2. স্ক্রিনের একদম নিচে, সেটিংস বিকল্পে ক্লিক করুন।
  3. ডার্ক থিম চালু অথবা বন্ধ করুন।

সম্পর্কিত রিসোর্স

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
5622740404837451001
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
5295044
false
false