Gemini অ্যাপ অ্যাক্টিভিটি ম্যানেজ করা ও মুছে ফেলা

অফিস বা স্কুলের অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য: নিচে দেওয়া তথ্য Gemini অ্যাপ ব্যবহারকারীদের জন্য। আপনি অফিস বা স্কুলের অ্যাকাউন্ট দিয়ে Gemini Business, Gemini Enterprise, বা Gemini Education অ্যাড-অন ব্যবহার করলে, আপনার Gemini for Google Workspace-এর অ্যাক্টিভিটি কীভাবে ম্যানেজ করবেন এবং মুছবেন তা জানুন

Gemini অ্যাপ অ্যাক্টিভিটি চালু থাকলে Google আপনার Gemini অ্যাপ অ্যাক্টিভিটি Google অ্যাকাউন্টে স্টোর করে রাখে। আপনি যেকোনও সময় 'আমার অ্যাক্টিভিটি' বিভাগে গিয়ে আপনার ব্যবহৃত প্রম্পট দেখতে, Gemini অ্যাপ অ্যাক্টিভিটি মুছতে এবং বন্ধ করতে পারেন।

Gemini অ্যাপের ডেটার বিষয়ে এবং তা কীভাবে ম্যানেজ করবেন, সেই বিষয়ে আরও তথ্যের জন্য Gemini অ্যাপ গোপনীয়তা হাবে যান।

Gemini অ্যাপ অ্যাক্টিভিটি খুঁজে দেখা

  1. Android ফোন অথবা ট্যাবলেটে gemini.google.com লিঙ্কে যান।
  2. স্ক্রিনের একদম উপরে 'মেনু এবং তারপর অ্যাক্টিভিটি' বিকল্পে ট্যাপ করুন।

Gemini অ্যাপ অ্যাক্টিভিটি মুছে দেওয়া

গুরুত্বপূর্ণ: আপনি Google Messages-এ Gemini ব্যবহার করলে, সংশ্লিষ্ট Gemini চ্যাট কীভাবে মুছবেন তা জানুন

  1. Android ফোন অথবা ট্যাবলেটে gemini.google.com লিঙ্কে যান।
  2. স্ক্রিনের একদম উপরে 'মেনু এবং তারপর অ্যাক্টিভিটি' বিকল্পে ট্যাপ করুন।
  3. Gemini অ্যাপের যে অ্যাক্টিভিটি মুছতে চান সেটি বেছে নিন। আপনি এইসব বেছে নিতে পারেন:
    • Gemini অ্যাপের সমস্ত অ্যাক্টিভিটি: অ্যাক্টিভিটির উপরে 'মুছে দিন এবং তারপর শুরু থেকে সমস্ত' বিকল্পে ট্যাপ করুন।
    • শেষ এক ঘণ্টা বা এক দিন: অ্যাক্টিভিটির উপরে 'মুছে দিন এবং তারপর শেষ এক ঘণ্টা' অথবা 'শেষ এক দিন' বিকল্পে ট্যাপ করুন।
    • নির্দিষ্ট সময়সীমা: আপনার অ্যাক্টিভিটির উপরে 'মুছে দিন এবং তারপর কাস্টম রেঞ্জ' বিকল্পে ট্যাপ করুন।
    • নির্দিষ্ট কোনও দিন: যে দিনের ডেটা মুছতে চান সেটির পাশে, '[day]-এর সমস্ত অ্যাক্টিভিটি মুছে দিন ' বিকল্পে ট্যাপ করুন।
    • নির্দিষ্ট কোনও অ্যাক্টিভিটি: যে অ্যাক্টিভিটি মুছতে চান সেটির পাশে 'অ্যাক্টিভিটি আইটেম মুছে দিন ' বিকল্পে ট্যাপ করুন।

Gemini অ্যাপ অ্যাক্টিভিটি বন্ধ করা

আপনার বয়স ১৮ বছর বা তার বেশি হলে, Gemini অ্যাপ অ্যাক্টিভিটি ডিফল্ট হিসেবে Google অ্যাকাউন্টে সেভ করা থাকে।

Gemini অ্যাপ অ্যাক্টিভিটি বন্ধ করতে চাইলে:

  1. Android ফোন অথবা ট্যাবলেটে gemini.google.com লিঙ্কে যান।
  2. স্ক্রিনের একদম উপরে 'মেনু এবং তারপর অ্যাক্টিভিটি' বিকল্পে ট্যাপ করুন।
  3. স্ক্রিনের উপরের দিকে 'বন্ধ করুন এবং তারপর বন্ধ করুন' অথবা 'বন্ধ করুন এবং অ্যাক্টিভিটি মুছুন' বিকল্পে ট্য়াপ করুন।
    • Gemini অ্যাপ অ্যাক্টিভিটি বন্ধ করা থাকলেও, আপনার কথোপকথন ৭২ ঘণ্টা পর্যন্ত অ্যাকাউন্টে সেভ করা থাকবে, যাতে Google এই পরিষেবা দিয়ে যেতে এবং আপনার মতামত প্রসেস করতে পারে। এই অ্যাক্টিভিটি আপনার Gemini অ্যাপ অ্যাক্টিভিটিতে দেখানো হয় না।

অটোমেটিক মুছে দেওয়ার সেটিংস পরিবর্তন করুন

ডিফল্ট হিসেবে, ১৮ মাসের বেশি পুরনো Gemini অ্যাপ অ্যাক্টিভিটি অটোমেটিক মুছে দেওয়া হয়। আপনি চাইলে এই তথ্য অটোমেটিক মুছে দেওয়ার বিকল্পটি বন্ধ করতে পারেন অথবা অটোমেটিক মুছে দেওয়ার সময়কাল হিসেবে ৩ বা ৩৬ মাস বেছে নিতে পারেন।

  1. Android ফোন অথবা ট্যাবলেটে gemini.google.com লিঙ্কে যান।
  2. স্ক্রিনের একদম উপরে 'মেনু এবং তারপর অ্যাক্টিভিটি' বিকল্পে ট্যাপ করুন।
  3. স্ক্রিনের উপরের দিকে, '… মাসের বেশি পুরনো অ্য়াক্টিভিটি মুছে ফেলুন' অথবা 'অটোমেটিক মুছে দেওয়ার বিকল্প বেছে নিন' বিকল্পে ট্য়াপ করুন।
  4. Gemini অ্যাপ অ্যাক্টিভিটি কতদিন সেভ করে রাখা হবে তা বেছে নিন (, ১৮ বা ৩৬ মাস) অথবা অ্যাক্টিভিটি অটোমেটিক মুছতে চাই না বিকল্পটি বেছে নিন।
  5. পরবর্তী বোতামে ট্যাপ করে স্ক্রিনে দেখানো নির্দেশাবলী অনুসরণ করুন।

Google অ্যাকাউন্ট থেকে Gemini অ্যাপ অ্যাক্টিভিটি কীভাবে মোছা হয়

আপনি ম্যানুয়ালি অ্যাক্টিভিটি মুছে দেওয়ার বিকল্প বেছে নিলে অথবা অ্যাক্টিভিটি অটোমেটিক মুছে গেলে, আমরা সাথে সাথেই আমাদের প্রোডাক্ট ও সিস্টেম থেকে তা সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিই।

প্রথমত, আমাদের লক্ষ্য থাকে সঙ্গে সঙ্গে সেটি সরিয়ে দেওয়া যাতে তা আর কারও চোখে না পড়ে। তারপর, আমাদের স্টোরেজ সিস্টেম থেকে ডেটা নিরাপদে ও সম্পূর্ণভাবে মোছার জন্য ডিজাইন করা প্রক্রিয়াটি শুরু করা হয়।

আপনার অ্যাকাউন্ট থেকে ডেটা মুছে ফেলার বিষয়ে Google কীভাবে সাহায্য করে সেই সম্পর্কে আরও জানুন।

সম্পর্কিত রিসোর্স

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
14020985892266974876
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
5295044
false
false