ফাইল সার্চ করুন

  1. আপনার Android ডিভাইসে, Files by Google Files by Google খুলুন।
  2. যে ফাইলটি সার্চ করতে চান, একদম উপরের দিকে, সার্চ বারে সেটির নাম লিখুন।
    • পরামর্শ: এছাড়াও, আপনি ফাইলের ধরন এবং/অথবা তারিখ দিয়ে ফিল্টার করতে পারেন।
  3. ফিল্টার বেছে নেওয়ার পর তা আগের অবস্থায় সরাতে, বেছে নেওয়া ফিল্টারের উপর আবার ট্যাপ করুন।

স্মার্ট সার্চ

ফাইলের নাম মনে করতে না পারলেও আপনার ডিভাইসে সেই ফাইলকে খোঁজা। এই ধরনের তথ্য সহ স্মার্ট সার্চ ব্যবহার করে দেখুন:

  • ছবি ও .pdf ফাইল থেকে পাওয়া টেক্সট
  • ছবি থেকে পাওয়া লোকেশন ও অবজেক্ট
  • অডিও এবং ভিডিও থেকে পাওয়া আর্টিস্ট, অ্যালবাম ও শীর্ষক

উদাহরণস্বরূপ, আপনার ডাউনলোড করা কোনও ই-টিকিট খুঁজতে চাইলে, আপনি সার্চ বারের মাধ্যমে এই ধরনের কিছু তথ্য লিখে সেটি খুঁজে দেখতে পারেন:

  • এয়ারলাইন
  • বিমানবন্দর
  • বুকিং কোম্পানি
  • গন্তব্য

আরও ভাল অভিজ্ঞতা দিতে 'স্মার্ট সার্চ' ডিভাইসের পারফর্ম্যান্সের ভিত্তিতে ব্যাকগ্রাউন্ডে ফাইল স্ক্যান করে, তবে গোপনীয়তা বজায় রেখে এটি করা হয়। আপনার ডিভাইসে স্ক্যান হতে থাকে, তবে আপনার তথ্য ডিভাইসে সেভ থাকে, সরে বা মুছে যায় না। অ্যাপ সেটিংসে গিয়ে আপনি যেকোনও সময়ে 'স্মার্ট সার্চ' বন্ধ করে দিতে পারবেন।

পরামর্শ:

  • আপনার ডিভাইসে স্ক্যান করার অনুমতি দিতে, Files by Google লেটেস্ট ভার্সনে আপডেট করে কটা দিন অপেক্ষা করুন।
  • আপনি Files by Google-এর লেটেস্ট ভার্সন ডাউনলোড করে কিছুদিন অপেক্ষা করার পরও যদি কন্টেন্ট অনুযায়ী এখনও ফাইল খুঁজে না পান, জানবেন যে আপনার ডিভাইসে 'স্মার্ট সার্চের' সুবিধা এখনও উপলভ্য হয়নি।

'স্মার্ট সার্চ' বন্ধ করা

  1. আপনার Android ডিভাইসে, Files by Google Files by Google খুলুন।
  2. মেনু মেনু এবং তারপর সেটিংস বিকল্পে যান।
  3. 'স্মার্ট সার্চ' বন্ধ করুন।

পরামর্শ: 'স্মার্ট সার্চ' বন্ধ করে দিলে, আপনি ফাইলের নাম থেকে নেওয়া শুধুমাত্র টেক্সট ব্যবহার করে ফাইল সার্চ করতে পারবেন।

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
3099396952389190261
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
5021334
false
false