আপনার মোবাইল প্ল্যান চেক করা এবং Android-এ মোবাইল ডেটা কেনা

আপনার পরিষেবা প্রদানকারী অনুসারে নিজের ফোনের সেটিংস অ্যাপের মাধ্যমে মোবাইল ডেটা কিনতে পারবেন। দাম ও পছন্দ আপনার পরিষেবা প্রদানকারী সেট করেন। পরিষেবা প্রদানকারীর ক্ষেত্রে আপনার নিয়মিত পেমেন্ট পদ্ধতি ব্যবহার করতে পারবেন।

গুরুত্বপূর্ণ: "ডিভাইস প্ল্যান" সেটিং সব জায়গায় বা সব পরিষেবা প্রদানকারীর জন্য এখনও উপলভ্য হয়নি।

আপনার প্ল্যান চেক করুন, ডেটা কিনুন ও বিজ্ঞপ্তি নিয়ন্ত্রণ করুন

  1. আপনার 'সেটিংস' অ্যাপ খুলুন।
  2. Google এবং তারপর ডিভাইস প্ল্যান বিকল্পে ট্যাপ করুন।
    • আপনার প্ল্যান চেক করতে: একদম উপরে, এখনকার ডেটা প্ল্যানের স্ট্যাটাস দেখুন।
    • আরও ডেটা কিনতে: "ডেটা কিনুন" বিকল্পের মধ্যে থেকে, আপনার পছন্দের অফারে ট্যাপ করুন। তারপরে কিনুন বিকল্পে ট্যাপ করুন।
    • বিজ্ঞপ্তি নিয়ন্ত্রণ করতে: "বিজ্ঞপ্তি" বিকল্পের মধ্যে থেকে, বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি চালু বা বন্ধ করুন।

পরামর্শ: ডেটা কম থাকা সংক্রান্ত বিজ্ঞপ্তি পেলে, আরও ডেটা যোগ করুন বিকল্পে ট্যাপ করতে পারেন। আপনার "ডিভাইস প্ল্যান" সেটিং খুলে যাবে।

মোবাইল ডেটা কেনা সংক্রান্ত সমস্যার সমাধান করুন

আপনি "ডিভাইস প্ল্যান" সেটিং দেখতে না পেলে

আপনার পরিষেবা প্রদানকারীর ক্ষেত্রে সম্ভবত এই পরিষেবা কাজ করে না। তথ্যের জন্য আপনার পরিষেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করুন।

যদি আপনার সেটিংস অ্যাপের মাধ্যমে মোবাইল ডেটা কিনতে না পারেন

  • আপনার পরিষেবা প্রদানকারীর সাথে আগে থেকে কোনও প্ল্যান চালু আছে কিনা চেক করুন।
  • আপনার পরিষেবা প্রদানকারীর জন্য সঠিক পেমেন্ট পদ্ধতি আছে কিনা চেক করুন।
  • আপনার পরিষেবা প্রদানকারীকে পেমেন্ট করার জন্য যদি প্রিপেড অ্যাকাউন্ট ব্যালেন্স ব্যবহার করেন, সেক্ষেত্রে নিজের ব্যালেন্স চেক করুন।
  • একটির বেশি সিম কার্ড ব্যবহার করলে, যে সিম কার্ডে বেশি ডেটা চান সেটি ডিফল্ট হিসেবে সেট করুন।
  • আপনার অ্যাপ বা পরিষেবার জন্য যেকোনও আপডেট ইনস্টল করুন। কীভাবে অ্যাপ আপডেট করতে হয় তা জানুন

আপনার ফোনে পরিষেবা প্রদানকারীর ব্যাপারে কী ধরনের তথ্য পাবেন

আপনার মোবাইল পরিষেবা প্রদানকারী, Google-কে প্ল্যান সংক্রান্ত তথ্য আপনাকে দেখানোর অনুমতি দেয়। Google এই ডেটা স্টোর করে রাখে না। আপনি সেটিংস অ্যাপের মাধ্যমে মোবাইল ডেটা কিনলে, সেই কেনাকাটার অনুরোধটি Google আপনার পরিষেবা প্রদানকারীর কাছে পাঠায়।

আপনার ফোনে প্ল্যান সংক্রান্ত কী ধরনের তথ্য পাবেন
  • আপনার ডেটা প্ল্যানের নাম, কোটা, মেয়াদ শেষ হওয়ার তারিখ, বিবরণ এবং অন্যান্য প্ল্যানের তথ্য
  • আপনার পরিষেবা প্রদানকারীর উপলভ্য ডেটা প্ল্যানের তালিকা, যার মধ্যে থাকে প্ল্যানের নাম, কোটা, মেয়াদ শেষ হওয়ার তারিখ, বিবরণ ও অন্যান্য প্ল্যানের তথ্য
আপনার ফোনে প্ল্যান সংক্রান্ত তথ্য উপলভ্য নেই
  • আপনার নাম
  • পরিষেবা প্রদানকারীকে পেমেন্টের তথ্য
  • ইন্টারনেট ব্যবহারের তথ্য, যেমন, যেসব সাইট ভিজিট করেছেন বা মুভি স্ট্রিম করেছেন
  • কমিউনিকেশনের কন্টেন্ট, যেমন, টেক্সট বা কল
  • আপনার যেকোনও অ্যাপের কন্টেন্ট

সম্পর্কিত রিসোর্স

true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
5088766873757665593
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false