Android-এ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (VPN) কানেক্ট করা

স্কুল বা কোম্পানিতে না থেকেও সেখানকার নেটওয়ার্কের মতো কোনও প্রাইভেট নেটওয়ার্কে আপনার ডিভাইস কানেক্ট করতে পারবেন। আপনি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের (VPN) মাধ্যমে এই ধরনের নেটওয়ার্কে কানেক্ট করতে পারবেন।

গুরুত্বপূর্ণ: এইসব ধাপের মধ্যে কয়েকটি শুধু Android 9 ও তার পরের ভার্সনগুলিতে কাজ করে। কীভাবে আপনার Android ভার্সন চেক করা যায় তা জানুন

VPN যোগ বা ব্যবহার করুন

কোনও একটি সেভ করা নেটওয়ার্ক যোগ করা

ধাপ ১: VPN সংক্রান্ত তথ্য পান

আপনার অ্যাডমিনিস্ট্রেটরের থেকে VPN সংক্রান্ত তথ্য পান। আপনাকে একটি VPN অ্যাপ ইনস্টল এবং অ্যাপে সেট-আপ শুরু করতে হতে পারে। এই অ্যাপ Google Play Store থেকে অথবা আপনার অ্যাডমিনিস্ট্রেটরের মাধ্যমে পেতে পারেন।

ধাপ ২: VPN সংক্রান্ত তথ্য লিখুন

  1. আপনার ডিভাইসের 'সেটিংস' অ্যাপ খুলুন।
  2. নেটওয়ার্ক এবং ইন্টারনেট এবং তারপর VPN বিকল্পে ট্যাপ করুন।
  3. স্ক্রিনের উপরে ডানদিকে, 'যোগ করুন ' বিকল্পে ট্যাপ করুন।
  4. আপনার অ্যাডমিনিস্ট্রেটরের থেকে তথ্য লিখুন।
  5. সেভ করুন বিকল্পে ট্যাপ করুন।
কানেক্ট করুন
  1. আপনার ডিভাইসের 'সেটিংস' অ্যাপ খুলুন।
  2. নেটওয়ার্ক এবং ইন্টারনেট এবং তারপর VPN বিকল্পে ট্যাপ করুন।
  3. আপনার পছন্দের 'VPN' বিকল্পে ট্যাপ করুন।
  4. ইউজারনেম ও পাসওয়ার্ড লিখুন।
  5. কানেক্ট করুন বিকল্পে ট্যাপ করুন।
    • VPN অ্যাপ ব্যবহার করলে, এটি খুলে যায়।
পরামর্শ: আপনি কানেক্টেড থাকলে, 'VPN চালু আছে ' আইকন দেখতে পাবেন।
VPN ডিসকানেক্ট করুন বা সেভ করা তালিকা থেকে সরান
  1. আপনার ডিভাইসের 'সেটিংস' অ্যাপ খুলুন।
  2. নেটওয়ার্ক এবং ইন্টারনেট এবং তারপর VPN বিকল্পে ট্যাপ করুন।
  3. যে VPN ডিসকানেক্ট করতে চান, তার পাশে থাকা 'সেটিংস ' বিকল্পে ট্যাপ করুন।
    • ডিসকানেক্ট করতে: ওই VPN বন্ধ করুন।
    • সেভ করা তালিকা থেকে নেটওয়ার্ক সরাতে: তালিকা থেকে সরান বিকল্পে ট্যাপ করুন।

VPN সেটিংস এডিট করুন

এডিট করুন
  1. আপনার ডিভাইসের 'সেটিংস' অ্যাপ খুলুন।
  2. নেটওয়ার্ক এবং ইন্টারনেট এবং তারপর VPN বিকল্পে ট্যাপ করুন।
  3. যে VPN এডিট করতে চান, তার পাশে থাকা 'সেটিংস' বিকল্পে ট্যাপ করুন।
    • আপনি VPN অ্যাপ ব্যবহার করলে, সেটি খুলে যাবে।
  4. VPN সেটিংস এডিট করুন। প্রয়োজন হলে, সেভ করুন বিকল্পে ট্যাপ করুন।
সব সময় কানেক্টেড থাকুন
  1. এখনও যোগ না করে থাকলে, VPN যোগ করুন
  2. আপনার ডিভাইসের 'সেটিংস' অ্যাপ খুলুন।
  3. নেটওয়ার্ক এবং ইন্টারনেট এবং তারপর VPN বিকল্পে ট্যাপ করুন।
  4. যে VPN পরিবর্তন করতে চান, তার পাশে থাকা 'সেটিংস ' বিকল্পে ট্যাপ করুন।
  5. সবসময়-চালু VPN বিকল্পটি চালু বা বন্ধ করুন।
    • যদি কোনও অ্যাপের মাধ্যমে VPN সেট-আপ করে থাকেন, সেক্ষেত্রে 'সবসময়-চালু' বিকল্পটি উপলভ্য থাকবে না।
  6. প্রয়োজন হলে, সেভ করুন বিকল্পে ট্যাপ করুন।
VPN সংক্রান্ত বিজ্ঞপ্তি মুছুন
গুরুত্বপূর্ণ: 'সবসময়-চালু VPN' কানেকশন কাজ করা বন্ধ করে দিলে আপনি একটি বিজ্ঞপ্তি পাবেন যা আবার কানেক্ট না হওয়া পর্যন্ত দেখানো হবে। বিজ্ঞপ্তিটি মুছতে, ওই VPN-এর জন্য 'সবসময় চালু' বিকল্প বন্ধ করুন।
  1. আপনার ডিভাইসের 'সেটিংস' অ্যাপ খুলুন।
  2. নেটওয়ার্ক এবং ইন্টারনেট এবং তারপর VPN বিকল্পে ট্যাপ করুন।
  3. যে VPN পরিবর্তন করতে চান, তার পাশে থাকা 'সেটিংস ' বিকল্পে ট্যাপ করুন।
  4. সবসময়-চালু VPN বিকল্প বন্ধ করুন।
অফিস প্রোফাইল
শুধু অফিস প্রোফাইলের সাথে যুক্ত অ্যাপের জন্যই আপনি VPN ব্যবহার করতে পারবেন। কীভাবে অফিস প্রোফাইল সেট-আপ করতে হয় তা জানুন.

সম্পর্কিত রিসোর্স

true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
4438753384060621711
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false