ভলিউম, সাউন্ড ও ভাইব্রেশন সেটিংসে পরিবর্তন করুন

আপনি ফোনের ভলিউম বাড়াতে বা কমাতে পারেন। এছাড়াও আপনি রিংটোন, সাউন্ড ও ভাইব্রেশন পরিবর্তন করতে পারেন।

গুরুত্বপূর্ণ:

ফোনের ভলিউম বাড়ান বা কমান

  1. ভলিউম বোতাম টিপুন।
  2. ডানদিকে 'মেনু' More বিকল্পে ট্যাপ করুন।
  3. ভলিউম লেভেল বাড়াতে বা কমাতে স্লাইডার ব্যবহার করুন:
    • মিডিয়া ভলিউম: মিউজিক, ভিডিও, গেম ও অন্যান্য মিডিয়া
    • কল ভলিউম: কল চলাকালীন অন্য ব্যক্তির ভয়েস শোনার ভলিউম
    • রিং ভলিউম
    • বিজ্ঞপ্তির ভলিউম
    • অ্যালার্ম ভলিউম

পরামর্শ:

  • আপনার হয়ে Google Assistant-কে ফোনের ভলিউম পরিবর্তন করার অনুরোধ করতে Ok Google, ভলিউম পরিবর্তন করো বিকল্পে ট্যাপ করুন বা সেটি বলুন।
  • আপনার ফোন একাধিক ব্লুটুথ ডিভাইসের সাথে পেয়ার করা থাকলে আপনি কোথায় গেম, মিউজিক ও ভিডিও উপভোগ করেন তা পরিবর্তন করতে পারবেন। "মিডিয়া ভলিউম" বিকল্পের অধীনে, এখানে মিডিয়া চালান বিকল্পে ট্যাপ করুন।
  • আপনি ভলিউম বোতাম প্রেস করলে, কী করছেন সেটির উপর নির্ভর করে ভলিউম পরিবর্তন হবে। যেমন, আপনি সিনেমা দেখলে সেটির ভলিউম পরিবর্তন হবে। আপনি যখন কিছু শুনছেন না সেই সময় ভলিউম বোতাম প্রেস করলে, মিডিয়া ভলিউম পরিবর্তন হবে।

ভাইব্রেট বা মিউট চালু করুন

  1. ভলিউম বোতাম টিপুন।
  2. ডানদিকে স্লাইডারের উপরে 'রিং' বিকল্পে ট্যাপ করুন।
    • ভাইব্রেট চালু করতে 'ভাইব্রেট' বিকল্পে ট্যাপ করুন।
    • মিউট করতে, 'মিউট করুন' বিকল্পে ট্যাপ করুন।

পরামর্শ

  • ফোনে রিং বা সাউন্ড আবার চালু করতে, 'ভাইব্রেট'  বা 'মিউট' বিকল্প বন্ধ করুন। 
  • কল পাওয়ার সময় ফোনের রিংটোন সাইলেন্ট করতে, ভলিউম বোতাম প্রেস করুন। 
কিছু সাউন্ড ও ভাইব্রেশন বন্ধ করুন
আপনি সব সাউন্ড সাইলেন্ট করে দিতে অথবা অ্যালার্ম বা গুরুত্বপূর্ণ কলের মতো নির্দিষ্ট কিছু সাউন্ড চালু রাখতে পারেন।
সব ফোন কলেই ভাইব্রেট হওয়ার বিকল্প সেট করুন
  1. ভলিউম বোতাম টিপুন।
  2. ডানদিকে 'মেনু' More বিকল্পে ট্যাপ করুন।
  3. প্রয়োজন হলে, আরও দেখুন বিকল্পে ট্যাপ করুন।
  4. কলের জন্য ভাইব্রেট করো বিকল্প চালু করুন অথবা ভাইব্রেশন ও হ্যাপটিক এবং তারপর কলের জন্য ভাইব্রেট করো এবং তারপর সবসময় ভাইব্রেট করো বিকল্প চালু করুন।
পাওয়ার ও ভলিউম বাড়ানোর বোতাম (Pixel 5a ও এর আগের ভার্সনে) একসাথে প্রেস করলে যা হয়, সেটি পরিবর্তন করুন

পরামর্শ: দ্রুত ভাইব্রেট চালু করতে, পাওয়ার + ভলিউম বাড়ানোর বোতাম প্রেস করুন।

  1. আপনার ফোনের 'সেটিংস' অ্যাপ খুলুন।
  2. সাউন্ড ও ভাইব্রেশন এবং তারপর রিং বন্ধ করার শর্টকাট বিকল্পে ট্যাপ করুন।
  3. রিং বন্ধ করুন বিকল্প চালু বা বন্ধ করুন।
  4. পাওয়ার ও ভলিউম বাড়ানোর বোতাম প্রেস করলে কী হবে সেটি ঠিক করুন:
    • ভাইব্রেশন: ফোন কল ও বিজ্ঞপ্তির সময় ভাইব্রেশন হবে
    • মিউট: ফোন কল ও বিজ্ঞপ্তির সময় সাইলেন্ট থাকবে

রিংটোন পরিবর্তন করুন

রিংটোন পরিবর্তন করুন
  1. আপনার ফোনের 'সেটিংস' অ্যাপ খুলুন।
  2. সাউন্ড ও ভাইব্রেশন এবং তারপর ফোনের রিংটোন বিকল্পে ট্যাপ করুন।
  3. কোনও রিংটোন বেছে নিন।
  4. সেভ করুন বিকল্পে ট্যাপ করুন।
কোনও ব্যক্তির জন্য রিংটোন অ্যাসাইন করুন
  1. আপনার ফোনের 'পরিচিতি' অ্যাপ খুলুন।
  2. কোনও পরিচিতির নামে ট্যাপ করুন।
  3. 'আরও' এবং তারপর রিংটোন সেট করুন বিকল্পে ট্যাপ করুন।
  4. রিংটোন বেছে নিন।
  5. সেভ করুন বিকল্পে ট্যাপ করুন।
নতুন রিংটোন পান

রিংটোন অ্যাপ পান

Google Play Store-এর রিংটোন অ্যাপ Google Play থেকে রিংটোন ডাউনলোড করুন।

কম্পিউটার থেকে রিংটোন ট্রান্সফার করুন

  1. USB কেবেল ব্যবহার করে ফোনের সাথে কম্পিউটার কানেক্ট করুন। USB ব্যবহার করে কীভাবে ফাইল ট্রান্সফার করতে হয় তা জানুন
  2. যে উইন্ডো খোলে সেটিতে "রিংটোন" ফোল্ডার খুঁজে দেখুন। "রিংটোন" ফোল্ডারে মিউজিক ফাইল (MP3) কপি করুন।
  3. ফোন থেকে কম্পিউটার ডিসকানেক্ট করুন।

পরামর্শ: অ্যালার্ম ও ফোনের রিংটোন আলাদা ফোল্ডার ব্যবহার করে। অ্যালার্মের জন্য কীভাবে রিংটোন যোগ করা যায় তা জানুন

অন্য সাউন্ড ও ভাইব্রেশন পরিবর্তন করুন

বিজ্ঞপ্তির সাউন্ড ও ভাইব্রেশন পরিবর্তন করুন

বিজ্ঞপ্তির সাউন্ড পরিবর্তন করুন

  1. আপনার ফোনের 'সেটিংস' অ্যাপ খুলুন।
  2. সাউন্ড ও ভাইব্রেশন এবং তারপর ডিফল্ট বিজ্ঞপ্তির সাউন্ড বিকল্পে ট্যাপ করুন।
  3. সাউন্ড বেছে নিন।
  4. সেভ করুন বিকল্পে ট্যাপ করুন।

পরামর্শ: প্রতিটি অ্যাপের জন্য বিজ্ঞপ্তির ভিন্ন সাউন্ড বেছে নিতে পারেন। প্রতিটি অ্যাপের সেটিংস মেনু ব্যবহার করুন। যেমন, learn how to change Gmail notifications

বিজ্ঞপ্তির জন্য ভাইব্রেট হওয়ার বিকল্প সেট করুন

কিছু অ্যাপ বিজ্ঞপ্তির জন্য ভাইব্রেট করবে কিনা সেটি বেছে নিতে দেয়। নির্দিষ্ট অ্যাপের জন্য কীভাবে বিজ্ঞপ্তি পরিবর্তন করতে হয় তা জানুন

কীবোর্ড সাউন্ড ও ভাইব্রেশন বেছে নিন

আপনি টাইপ করার সময় কীবোর্ড ভাইব্রেট করার বিকল্পটি চালু বা বন্ধ রাখতে পারেন।

কীবোর্ড ভাইব্রেট করার বিকল্পটি চালু বা বন্ধ রাখতে:

  1. ফোনের 'সেটিংস' অ্যাপ খুলুন।
  2. 'সাউন্ড ও ভাইব্রেশন এবং তারপর ভাইব্রেশন ও হ্যাপটিক' বিকল্পে ট্যাপ করুন।
  3. এরপর কীবোর্ড ভাইব্রেশন বিকল্পটি বন্ধ বা চালু করুন।

পরামর্শ: আপনার Gboard সেটিংস অ্যাডজাস্ট করতে, কমা চিহ্নের বোতামটি স্পর্শ করে ধরে রাখুন বা সেটিংসে সেটিংস ট্যাপ করুন।

জরুরি সম্প্রচারের সেটিংস পরিবর্তন করুন

আপনি সতর্কতার ধরন চালু বা বন্ধ করতে, পুরনো সতর্কতা খুঁজে দেখতে এবং সাউন্ড ও ভাইব্রেশন কন্ট্রোল করতে পারবেন।

  1. আপনার ফোনে 'সেটিংস' অ্যাপ খুলুন।
  2. 'বিজ্ঞপ্তি এবং তারপর ওয়্যারলেস জরুরি সতর্কতা' বিকল্পে ট্যাপ করুন।
  3. আপনি কত ঘনঘন সতর্কতা পেতে ও কোন কোন সেটিংস চালু করতে চান তা বেছে নিতে পারবেন।
প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে সতর্কতা, ঝুঁকি সংক্রান্ত বিজ্ঞপ্তি ও AMBER সতর্কতার মতো জরুরি মেসেজ ম্যানেজ করার জন্য আপনি এই সেটিং ব্যবহার করতে পারেন।
অন্যান্য সাউন্ড ও ভাইব্রেশন বেছে নিন (টাচ, চার্জিং, স্ক্রিন লক ইত্যাদি)
  1. আপনার ফোনের 'সেটিংস' অ্যাপ খুলুন।
  2. সাউন্ড ও ভাইব্রেশন এবং তারপর উন্নত বিকল্পে ট্যাপ করুন।
  3. সাউন্ড বা ভাইব্রেশন চালু বা বন্ধ করুন।
অফিস প্রোফাইলের সাউন্ড পরিবর্তন করুন
  1. অফিস প্রোফাইল সেট-আপ করুন
  2. আপনার ফোনের 'সেটিংস' অ্যাপ খুলুন।
  3. সাউন্ড ও ভাইব্রেশন এবং তারপর উন্নত বিকল্পে ট্যাপ করুন।
  4. স্ক্রল-ডাউন করে "অফিস প্রোফাইলের সাউন্ড" বিকল্পে যান।
  5. আপনার রিংটোন ও সাউন্ড বেছে নিন।

Android-এর পুরনো কোনও ভার্সন ব্যবহার করলে

পাওয়ার ও ভলিউম বাড়ানোর বোতাম একসাথে প্রেস করলে যা হয় সেটি পরিবর্তন করুন
  1. আপনার ফোনের 'সেটিংস' অ্যাপ খুলুন।
  2. সাউন্ড এবং তারপর রিং বন্ধ করার শর্টকাট বিকল্পে ট্যাপ করুন।
  3. পাওয়ার ও ভলিউম বাড়ানোর বোতাম একসাথে প্রেস করুন বিকল্পে ট্যাপ করুন।
  4. কী হবে সেটি বেছে নিন:
    • ভাইব্রেশন: ফোন কল ও বিজ্ঞপ্তির সময় ভাইব্রেশন হবে
    • মিউট: ফোন কল ও বিজ্ঞপ্তির সময় সাইলেন্ট থাকবে
    • যেমন আছে থাক
ফোনের ভলিউম বাড়ান বা কমান
  1. ভলিউম বোতাম টিপুন।
  2. ডানদিকে, নিম্নমুখী তীরচিহ্নে নিম্নমুখী তীরচিহ্ন ট্যাপ করুন।
  3. ভলিউমের ধরন বেছে নিন:
    • মিডিয়া মিডিয়া ভলিউম (মিউজিক, ভিডিও, গেম ও অন্যান্য মিডিয়া)
    • রিং রিং ভলিউম (কল, বিজ্ঞপ্তি)
    • অ্যালার্ম অ্যালার্ম

পরামর্শ: এছাড়াও, আপনি 'সেটিংস' অ্যাপ এবং তারপর সাউন্ড থেকে ভলিউম পরিবর্তন করতে পারবেন।

ভাইব্রেশন চালু করুন

আপনার ফোন শুধু ভাইব্রেশন মোডে (কোনও শব্দ হবে না) রাখতে, সেটি ভাইব্রেট না করা পর্যন্ত ভলিউম কমানোর বোতাম প্রেস করে ধরে থাকুন।

এর পরিবর্তে, মিডিয়া ভলিউম কমে গেলে:

  • ডানদিকে, নিম্নমুখী তীরচিহ্ন আইকনে ট্যাপ করুন।
  • "রিং" স্লাইডার একদম বাঁদিকে সরিয়ে দিন।

পরামর্শ: আপনার ফোন ভাইব্রেট মোডে থাকলে, 'ভাইব্রেট'  বিকল্প দেখানো হবে।

সম্পর্কিত রিসোর্স

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
9433162065450279482
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false