আপনি যেসব বিজ্ঞপ্তি দেখতে চান, সেগুলির উপরে ভিত্তি করে, আপনি নির্দিষ্ট অ্যাপ বা আপনার সম্পূর্ণ ফোনের জন্য সেটিংস পরিবর্তন করতে পারবেন। আপনি সোয়াইপ করে নিচের দিকে গেলে, স্ক্রিনের সবচেয়ে উপরে বিজ্ঞপ্তি দেখানো হয়। তাছাড়া আপনার লক ও হোম স্ক্রিন, দুই জায়গাতেও কিছু বিজ্ঞাপন দেখানো হতে পারে।
আপনার ফোনে বিজ্ঞপ্তি ব্যবহার করা
বিজ্ঞপ্তির ইতিহাসগুরুত্বপূর্ণ: কিছু ডিভাইসে বিজ্ঞপ্তির ইতিহাস নাও থাকতে পারে এবং একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে সেটিংস কিছুটা আলাদা আলাদা হতে পারে। আপনার ডিভাইসে বিজ্ঞপ্তির ইতিহাস আছে কিনা তা চেক করে দেখতে, "সেটিংস" মেনুর মধ্যে "বিজ্ঞপ্তি" পৃষ্ঠা দেখুন।
আপনি নিম্নলিখিত বিষয় খুঁজতে বিজ্ঞপ্তির ইতিহাস ব্যবহার করতে পারবেন:
- স্নুজ করা বিজ্ঞপ্তি
- সম্প্রতি বাতিল করা বিজ্ঞপ্তি
- দিনের সব বিজ্ঞপ্তির ইতিহাস
তাছাড়াও, বিজ্ঞপ্তি ম্যানেজ করতেও আপনার বিজ্ঞপ্তির ইতিহাস ব্যবহার করতে পারবেন। আপনার বিজ্ঞপ্তি ম্যানেজ করতে: "সম্প্রতি বাতিল করা হয়েছে" বিভাগের কোনও বিজ্ঞপ্তির উপরে ট্যাপ করে ধরে থাকুন অথবা "গত ২৪ ঘণ্টায়" বিভাগের কোনও বিজ্ঞপ্তিতে ট্যাপ করুন।
পরামর্শ: লক স্ক্রিন থেকে কোনও বিজ্ঞপ্তিকে আলাদা করে বাতিল করতে না পারলে, ডিভাইস আনলক করার পরে বিজ্ঞপ্তি বাতিল করুন।
- কোনও বিজ্ঞপ্তি বাতিল করতে, স্ক্রিনে বাঁদিকে বা ডানদিকে সোয়াইপ করুন।
- সব বিজ্ঞপ্তি মুছে দিতে, বিজ্ঞপ্তি স্ক্রল করে স্ক্রিনের নিচের দিকে যান এবং সবকটি মুছে দিন বিকল্পে ট্যাপ করুন।
- সব সাইলেন্ট বিজ্ঞপ্তি মুছে দিতে, "সাইলেন্ট বিজ্ঞপ্তি" বিকল্পের ঠিক পাশে 'বন্ধ করুন
' বোতামে ট্যাপ করুন
পরামর্শ:
- নির্দিষ্ট কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেই আপনি কিছু বিজ্ঞপ্তি সরাতে পারবেন। যেমন, মিউজিক বন্ধ করার পরেই আপনি মিউজিক প্লেয়ারের বিজ্ঞপ্তি সরাতে পারবেন।
- আপনার লক স্ক্রিন থেকে অথবা "সবকটি মুছে দিন" বিকল্পের মাধ্যমে কোনও বিজ্ঞপ্তি বাতিল করতে না পারলে, সেগুলিকে আলাদা আলাদা করে বাতিল করুন।
স্নুজ করা চালু করুন
- আপনার ডিভাইসের 'সেটিংস' অ্যাপ খুলুন।
- বিজ্ঞপ্তি বিকল্পে ট্যাপ করুন।
- তারপর, বিজ্ঞপ্তি স্নুজ করার অনুমতি দিন বিকল্প চালু করুন।
বিজ্ঞপ্তি স্নুজ করুন
- কোনও বিজ্ঞপ্তি বড় করে দেখতে, নিম্নমুখী 'তীরচিহ্ন
' আইকনে ট্যাপ করুন। তারপর বিজ্ঞপ্তি থেকেই সরাসরি উত্তর দেওয়া বা আর্কাইভ করার মতো কোনও পদক্ষেপ নিতে চাইলে অ্যাকশনটিতে ট্যাপ করুন।
- বিজ্ঞপ্তি এলে কিছু কিছু অ্যাপের আইকনের উপর একটি ডট দেখা যায়। কোনও অ্যাপের পুরনো বিজ্ঞপ্তি দেখতে ডট থাকা অ্যাপটিতে টাচ করে ধরে রাখুন। পরপর বিজ্ঞপ্তি দেখতে এক একটি করে বিজ্ঞপ্তি সরিয়ে দিন। Learn about notification dots.
গুরুত্বপূর্ণ: ফোন অনুযায়ী সেটিংসের পার্থক্য হতে পারে। আরও তথ্যের জন্য, আপনার ডিভাইস প্রস্তুতকারকের সাথে যোগাযোগ করুন।
আপনি সতর্কতার ধরন চালু বা বন্ধ করতে, পুরনো সতর্কতা খুঁজে দেখতে এবং সাউন্ড ও ভাইব্রেশন কন্ট্রোল করতে পারবেন।
- আপনার ফোনে 'সেটিংস' অ্যাপ খুলুন।
- 'বিজ্ঞপ্তি
ওয়্যারলেস জরুরি সতর্কতা' বিকল্পে ট্যাপ করুন।
- আপনি কত ঘনঘন সতর্কতা পেতে ও কোন কোন সেটিংস চালু করতে চান তা বেছে নিতে পারবেন।
To help you manage a sudden influx of notifications, like when you turn off Airplane mode after a flight, use Notification cooldown.
When turned on:
- Your device minimizes sound interruptions and pop-ups on the screen when you get too many notifications within a short time span.
- Exceptions include calls, alarms, priority conversations, and emergency alerts.
- Open your device’s Settings app.
- Tap Notifications.
- Under “General,” tap Notification cooldown.
- Turn Use Notification cooldown on or off.
কীভাবে বিজ্ঞপ্তি পেতে চান বেছে নিন
গুরুত্বপূর্ণ: ফোন অনুযায়ী সেটিংসের পার্থক্য হতে পারে। আরও তথ্যের জন্য, আপনার ডিভাইস প্রস্তুতকারকের সাথে যোগাযোগ করুন।
- আপনার ডিভাইসের 'সেটিংস' অ্যাপ খুলুন।
- 'বিজ্ঞপ্তি
লক স্ক্রিনে বিজ্ঞপ্তি' বিকল্পে ট্যাপ করুন।
- আপনার বিজ্ঞপ্তির ডিফল্ট সেটিং বেছে নিন:
- কথোপকথন দেখুন, ডিফল্ট ও সাইলেন্ট
- সাইলেন্ট কথোপকথন ও বিজ্ঞপ্তি লুকান
- কোনও বিজ্ঞপ্তি দেখতে চাই না
- বিজ্ঞপ্তি সংক্রান্ত পছন্দ আরও আপডেট করতে, "সাধারণ" মেনুর অধীনে, 'বিজ্ঞপ্তি' বিকল্প চালু বা বন্ধ করুন:
- স্ট্যাটাস বারে দেখানো সাইলেন্ট বিজ্ঞপ্তি লুকান
- বিজ্ঞপ্তি স্নুজ করার অনুমতি দিন
- 'অ্যাপ' আইকনে বিজ্ঞপ্তির ডট
- উন্নত বিজ্ঞপ্তি
- আপনার বিজ্ঞপ্তির ডিফল্ট সেটিং বেছে নিন:
গুরুত্বপূর্ণ: ফোন অনুযায়ী সেটিংসের পার্থক্য হতে পারে। আরও তথ্যের জন্য, আপনার ডিভাইস প্রস্তুতকারকের সাথে যোগাযোগ করুন।
বিকল্প ১: 'সেটিংস' অ্যাপ থেকে
- আপনার ডিভাইসের 'সেটিংস' অ্যাপ খুলুন।
- 'বিজ্ঞপ্তি
অ্যাপ সেটিংস' বিকল্পে ট্যাপ করুন।
- "সাম্প্রতিকতম" বিভাগের অধীনে, যেসব অ্যাপ আপনাকে বিজ্ঞপ্তি পাঠিয়েছে, সেগুলি খুঁজুন।
- আরও অ্যাপ দেখতে, 'ড্রপডাউন' মেনু থেকে, সব অ্যাপ বিকল্পে ট্যাপ করুন।
- 'অ্যাপ' আইকনে ট্যাপ করুন।
- অ্যাপ সংক্রান্ত বিজ্ঞপ্তি চালু বা বন্ধ করুন।
- আপনি কোনও একটি তালিকাভুক্ত অ্যাপের জন্য সমস্ত বিজ্ঞপ্তি বন্ধ করে দিতে পারেন বা নির্দিষ্ট বিভাগ থেকে বেছে নিতে পারেন।
পরামর্শ: আপনি "সম্প্রতি পাঠানো" বিভাগটি দেখতে না পাওয়ার অর্থ হল, আপনি Android-এর পুরনো ভার্সন ব্যবহার করছেন। এর পরিবর্তে অ্যাপ বিজ্ঞপ্তিতে ট্যাপ করুন ও তারপর কোনও একটি অ্যাপে ট্যাপ করুন। আপনি বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তির ডট ও বিজ্ঞপ্তি বিভাগ চালু বা বন্ধ করতে পারেন। কোনও অ্যাপে বিভাগের উল্লেখ থাকলে আরও বিকল্প দেখতে বিভাগে ট্যাপ করতে পারেন।
বিকল্প ২: কোনও বিজ্ঞপ্তির ক্ষেত্রে
- বিজ্ঞপ্তি খুঁজে পেতে, আপনার স্ক্রিনের উপরের দিক থেকে নিচের দিকে সোয়াইপ করুন।
- বিজ্ঞপ্তিটি স্পর্শ করে ধরে রাখুন ও তারপর সেটিংসে
আইকনে ট্যাপ করুন।
- সেটিংস বেছে নিন:
- সব বিজ্ঞপ্তি বন্ধ করতে, সব বিজ্ঞপ্তি বিকল্প বন্ধ করুন।
- যেসব বিজ্ঞপ্তি পেতে চান তা চালু বা বন্ধ করুন।
- বিজ্ঞপ্তির ডট দেখানোর অনুমতি দিতে, বিজ্ঞপ্তির ডট দেখানোর অনুমতি দিন বিকল্প চালু করুন।
বিকল্প ৩: কোনও নির্দিষ্ট অ্যাপের ক্ষেত্রে
আপনি অ্যাপের সেটিংস মেনু থেকে বিভিন্ন অ্যাপের বিজ্ঞপ্তি নিয়ন্ত্রণ করতে পারেন যেমন, কোনও অ্যাপে বিজ্ঞপ্তি এলে সাউন্ড হওয়ার বিষয়টি আপনি অ্যাপের সেটিং থেকে বেছে নিতে পারেন। এইসব পরিবর্তন করতে, অ্যাপ খুলুন ও সেটিং মেনু খুঁজে দেখুন।
গুরুত্বপূর্ণ: ফোন অনুযায়ী সেটিংসের পার্থক্য হতে পারে। আরও তথ্যের জন্য, আপনার ডিভাইস প্রস্তুতকারকের সাথে যোগাযোগ করুন।
- আপনার ডিভাইসের 'সেটিংস' অ্যাপ খুলুন।
- বিজ্ঞপ্তি বিকল্পে ট্যাপ করুন।
- অ্যাপ আইকনে বিজ্ঞপ্তির ডট চালু বা বন্ধ করুন।
গুরুত্বপূর্ণ: ফোন অনুযায়ী সেটিংসের পার্থক্য হতে পারে। আরও তথ্যের জন্য, আপনার ডিভাইস প্রস্তুতকারকের সাথে যোগাযোগ করুন।
কোনও অ্যাপ কী ধরনের বিজ্ঞপ্তি আপনাকে পাঠাতে পারবে তা আপনি কিছু কিছু Android ডিভাইসে বেছে নিতে পারবেন:
- সতর্ক করা: আপনি বিজ্ঞপ্তি আসার সাউন্ড শুনতে পাবেন, লক স্ক্রিনে মেসেজ পাবেন এবং স্ট্যাটাস বারে সেই অ্যাপের আইকন দেখতে পাবেন।
- সাইলেন্ট: বিজ্ঞপ্তি এলে আপনার ফোনে কোনও সাউন্ড বা ভাইব্রেশন হবে না। তবে আপনি স্ক্রিনের উপরের দিক থেকে নিচের দিকে সোয়াইপ করলে বিজ্ঞপ্তি দেখা যাবে।
বিকল্প ১: 'সেটিংস' অ্যাপ থেকে
- ফোনের 'সেটিংস' অ্যাপ খুলুন।
- অ্যাপ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তি বিকল্পে ট্যাপ করুন।
- এরপর “সম্প্রতি পাঠিয়েছে” বিকল্প থেকে অ্যাপে ট্যাপ করুন।
- বিজ্ঞপ্তির ধরনের বিকল্পে ট্যাপ করুন।
- বিকল্প বেছে নিন:
- সতর্ক করা অথবা সাইলেন্ট বিকল্প বেছে নিন।
- আপনার ফোন আনলক থাকা অবস্থায় সতর্ক করা বিষয়ক বিজ্ঞপ্তির ব্যানার দেখতে, স্ক্রিনে পপ-আপ দেখানো হোক বিকল্পটি চালু করুন।
- আপনি “সাইলেন্ট” বিকল্পটি বেছে নিলে, মিনিমাইজ চালু বা বন্ধ করতে পারবেন।
বিকল্প ২: কোনও বিজ্ঞপ্তি চালু করা
- আপনি স্ক্রিনের উপর দিক থেকে নিচের দিকে সোয়াইপ করার পর, বিজ্ঞপ্তিটি ডানদিকে বা বাঁদিকে অল্প টেনে আনুন। এরপর 'সেটিংসে' ট্যাপ করুন
.
- সতর্ক করা বা সাইলেন্ট
বিকল্প বেছে নিন ও তা চালু করতে প্রয়োগ করুন বিকল্পে ট্যাপ করুন।
আপনার ফোনের লক স্ক্রিনে বিজ্ঞপ্তি কীভাবে দেখানো হবে তা নিয়ন্ত্রণ করা
গুরুত্বপূর্ণ: ফোন অনুযায়ী সেটিংসের পার্থক্য হতে পারে। আরও তথ্যের জন্য, আপনার ডিভাইস প্রস্তুতকারকের সাথে যোগাযোগ করুন।
- ফোনের 'সেটিংস' অ্যাপ খুলুন।
- এরপর অ্যাপ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তি বিকল্পে ট্যাপ করুন।
- "লক স্ক্রিন" বিকল্পে গিয়ে লক স্ক্রিনে বিজ্ঞপ্তি দেখুন অথবা লক স্ক্রিন চালু করুন বিকল্পে ট্যাপ করুন।
- এরপর বিজ্ঞপ্তি দেখতে চাই না বিকল্প বেছে নিন।
গুরুত্বপূর্ণ: ফোন অনুযায়ী সেটিংসের পার্থক্য হতে পারে। আরও তথ্যের জন্য, আপনার ডিভাইস প্রস্তুতকারকের সাথে যোগাযোগ করুন।
- আপনার ফোনের 'সেটিংস' অ্যাপ খুলুন।
- এরপর অ্যাপ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তি বিকল্পে পরপর ট্যাপ করুন।
- "লক স্ক্রিন" বিভাগে গিয়ে লক স্ক্রিনে বিজ্ঞপ্তি অথবা লক স্ক্রিন চালু হবে বিকল্প বেছে নিন।
- এরপর সতর্কতা দেখানো ও বিজ্ঞপ্তি সাইলেন্ট করা বিকল্প বেছে নিন।
- কিছু কিছু ফোনের ক্ষেত্রে সমস্ত বিজ্ঞপ্তির কন্টেন্ট দেখানো হোক বিকল্প বেছে নিন।
গুরুত্বপূর্ণ: ফোন অনুযায়ী সেটিংসের পার্থক্য হতে পারে। আরও তথ্যের জন্য, আপনার ডিভাইস প্রস্তুতকারকের সাথে যোগাযোগ করুন।
- আপনার ডিভাইসের 'সেটিংস' অ্যাপ খুলুন।
- বিজ্ঞপ্তি বিকল্পে ট্যাপ করুন।
- "গোপনীয়তা" বিভাগের অধীনে, সংবেদনশীল বিজ্ঞপ্তি বিকল্প চালু বা বন্ধ করুন।
গুরুত্বপূর্ণ: ফোন অনুযায়ী সেটিংসের পার্থক্য হতে পারে। আরও তথ্যের জন্য, আপনার ডিভাইস প্রস্তুতকারকের সাথে যোগাযোগ করুন।
- ফোনের 'সেটিংস' অ্যাপ খুলুন।
- এরপর অ্যাপ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তি বিকল্পে ট্যাপ করুন।
- এরপর "লক স্ক্রিন" বিকল্পে গিয়ে সংবেদনশীল বিজ্ঞপ্তি বিকল্পটি বন্ধ করুন।