আপনার Android ডিভাইসে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করা

আপনি কিছু ডিভাইসকে তার ছাড়া ফোনের সাথে কানেক্ট করার জন্য ব্লুটুথ ব্যবহার করতে পারেন। প্রথমবার ব্লুটুথ ডিভাইস পেয়ার করার পরে, আপনার ডিভাইসগুলি অটোমেটিক পেয়ার হতে পারবে। ব্লুটুথের মাধ্যমে আপনার ফোন কোনও ডিভাইসে কানেক্ট হয়ে থাকলে, স্ক্রিনের একেবারে উপরে আপনি 'ব্লুটুথ আইকন ' দেখতে পাবেন।

জরুরি: কিছু পদক্ষেপ শুধুমাত্র এন্ড্রয়েড ১০ বা তার ওপরে কাজ করবে আপনার ডিভাইসের Android ভার্সন কীভাবে চেক করবেন তা জানুন

ব্লুটুথ চালু বা বন্ধ করুন

  1. স্ক্রিনের উপর থেকে নিচের দিকে সোয়াইপ করুন।
  2. 'ব্লুটুথ' বিকল্পে ট্যাপ করুন।

পরামর্শ: ব্যাটারি খরচ বাঁচাতে, ব্লুটুথ ব্যবহার না হলে সেটি বন্ধ করে দিন। বিমান মোডে ব্লুটুথ বন্ধ থাকে।

ধাপ ১: ব্লুটুথ অ্যাক্সেসরি পেয়ার করুন

গুরুত্বপূর্ণ: আপনার ডিভাইসগুলি আনপেয়ার না করা পর্যন্ত পেয়ার করা অবস্থাতেই থাকে।

বিকল্প ১: 'সেটিংস' অ্যাপ (সব ব্লুটুথ অ্যাক্সেসরি) ব্যবহার করুন
  1. স্ক্রিনের উপর থেকে নিচের দিকে সোয়াইপ করুন।
  2. 'ব্লুটুথ' বিকল্প টাচ করে ধরে থাকুন।
  3. নতুন ডিভাইস পেয়ার করুন বিকল্পে ট্যাপ করুন।
    • নতুন ডিভাইস পেয়ার করুন বিকল্প খুঁজে না পেলে "উপলভ্য ডিভাইস"-এর মধ্যে চেক করে দেখুন অথবা 'আরও' এবং তারপর রিফ্রেশ করুন বিকল্পে ট্যাপ করুন।
  4. যে ব্লুটুথের সাথে আপনার ডিভাইস পেয়ার করতে চান সেটির নামের উপর ট্যাপ করুন।
  5. স্ক্রিনে কোনও নির্দেশ দেখানো হলে অনুসরণ করুন।
পরামর্শ: আপনার যদি পাসওয়ার্ড প্রয়োজন হয় এবং সেটি না থাকে, তাহলে "০০০০" অথবা "১২৩৪" (সবচেয়ে সাধারণ পাসকোড) দিয়ে চেষ্টা করে দেখুন।
বিকল্প ২: বিজ্ঞপ্তি ব্যবহার করুন (শুধু 'দ্রুত পেয়ার করুন' ফিচারের সাথে কাজ করে এমন অ্যাক্সেসরির জন্য)
  1. এগুলি নিশ্চিত করুন:
    • 'দ্রুত পেয়ার করুন' ফিচারের সাথে আপনার ব্লুটুথ অ্যাক্সেসরি কাজ করে। কোনও অ্যাক্সেসরি 'দ্রুত পেয়ার করুন' ফিচারের সাথে কাজ করে কিনা, সেকথা সংশ্লিষ্ট বক্সে লেখা থাকে। এছাড়াও অনেকগুলিতে "Google-এর তৈরি" অথবা "Google-এর জন্য তৈরি" বলে লেখা থাকতে পারে। Google Store-এ অ্যাক্সেসরি খুঁজুন
    • আপনার ফোন অথবা ট্যাবলেট Android 6.0 বা তার পরের যেকোনও ভার্সন ব্যবহার করছে।
    • আপনার ফোন অথবা ট্যাবলেটে ব্লুটুথ অথবা লোকেশন চালু করা আছে।
  2. 'দ্রুত পেয়ার করুন' ফিচারের সাথে কাজ করে এমন অ্যাক্সেসরি চালু করুন এবং সেটি পেয়ারিং মোডে রাখুন। আপনার অ্যাক্সেসরিটি ফোন অথবা ট্যাবলেটের কাছে আছে কিনা তা ভালভাবে দেখে নিন।
  3. বিজ্ঞপ্তি পেলে, পেয়ার করতে ট্যাপ করুন বিকল্পে ট্যাপ করুন।
  4. "ডিভাইস কানেক্ট করা আছে" বা "পেয়ার করা হয়ে গেছে" বলে আপনি বিজ্ঞপ্তি পাবেন।
  5. আপনার অ্যাক্সেসরি সেট-আপ করার প্রয়োজন হলে, এখনই সেট-আপ করুন বিকল্পে ট্যাপ করুন।
পরামর্শ: আপনি কোনও বিজ্ঞপ্তি না পেলে, আপনার ফোন অথবা ট্যাবলেটে সেটিংস অ্যাপ খুলুন এবং কানেক্ট করা ডিভাইস বিকল্পে ট্যাপ করুন। "উপলভ্য ডিভাইস" বিকল্পের মধ্যে থেকে যেটির সাথে পেয়ার করতে চান, সেটি বেছে নিন। আরও জানতে, 'দ্রুত পেয়ার' ফিচারের সাথে কাজ করে এমন অ্যাক্সেসরি খুঁজুন বিকল্পে যান।

ধাপ ২: কানেক্ট করুন

  1. স্ক্রিনের উপর থেকে নিচের দিকে সোয়াইপ করুন।
  2. ব্লুটুথ চালু আছে কিনা দেখুন।
  3. 'ব্লুটুথ' বিকল্প টাচ করে ধরে থাকুন।
  4. পেয়ার করা ডিভাইসের তালিকায় পেয়ার করা আছে কিন্তু কানেক্ট করা নেই এমন ডিভাইসের নামের উপর ট্যাপ করুন।
  5. ফোন ও ব্লুটুথ ডিভাইস কানেক্ট করা হয়ে গেলে ডিভাইস "কানেক্ট করা হয়ে গেছে" বলে দেখানো হয়।

ব্লুটুথ অ্যাক্সেসরি সেট-আপ বা আনপেয়ার করুন অথবা খুঁজুন

ব্লুটুথ অ্যাক্সেসরির নাম পরিবর্তন করুন বা আনপেয়ার করুন অথবা সেটির জন্য কোনও অ্যাকশন বেছে নিন
  1. স্ক্রিনের উপর থেকে নিচের দিকে সোয়াইপ করুন।
  2. 'ব্লুটুথ' বিকল্প টাচ করে ধরে থাকুন।
    • আপনার ডিভাইসের নামের পাশে "উপলভ্য মিডিয়া ডিভাইস" তালিকার মধ্যে আপনার অ্যাক্সেসরি উল্লেখ করা থাকলে, 'সেটিংস' বিকল্পে ট্যাপ করুন।
    • "আগে কানেক্ট করা ডিভাইস"-এর মধ্যে কোনও অ্যাক্সেসরিই উল্লেখ করা না থাকলে, সব দেখুন বিকল্পে ট্যাপ করুন। আপনার অ্যাক্সেসরির নামের পাশে 'সেটিংস' বিকল্পে ট্যাপ করুন।
  3. প্রয়োজনীয় পরিবর্তন করুন:
    • অ্যাক্সেসরির নাম পরিবর্তন করতে উপরে 'এডিট করুন' সেটিং এডিট করা, পেন্সিল আইকন বিকল্পে ট্যাপ করুন।
    • ডিসকানেক্ট করতে, 'ডিসকানেক্ট করুন' বিকল্পে ট্যাপ করুন।
    • ডিভাইস থেকে ফোন সম্পূর্ণ সরিয়ে দিতে, 'ভুলে যাও' বিকল্পে ট্যাপ করুন।
    • কিছু ডিভাইসে আপনি অন্যান্য সেটিংস চালু বা বন্ধ করতে পারবেন।
পরামর্শ: অনেকে মিলে ব্যবহার করেন এমন ট্যাবলেটে প্রত্যেকে সামগ্রিক ব্লুটুথ সেটিংস পরিবর্তন করতে পারেন।
আপনার ফোন বা ট্যাবলেটের ব্লুটুথ নাম পরিবর্তন করুন
  1. আপনার ডিভাইসের 'সেটিংস' অ্যাপ খুলুন।
  2. কানেক্ট করা ডিভাইস এবং তারপর কানেকশন সংক্রান্ত পছন্দ এবং তারপর ব্লুটুথ বিকল্পে ট্যাপ করুন।
  3. ব্লুটুথ চালু আছে কিনা ভালভাবে দেখে নিন।
  4. ডিভাইসের নামে ট্যাপ করুন।
  5. একটি নতুন নাম লিখুন।
  6. নাম পরিবর্তন করুন বিকল্পে ট্যাপ করুন।
'দ্রুত পেয়ার করুন' ফিচারের সাথে কাজ করে এমন ডিভাইস খুঁজুন
গুরুত্বপূর্ণ: আপনি 'দ্রুত পেয়ার করুন' ফিচারের সাহায্যে কানেক্ট করলে, আপনার Google অ্যাকাউন্টের সাথে ব্লুটুথ অ্যাক্সেসরি যুক্ত হয়ে যায়। আপনার কানেক্ট করা অন্যান্য ডিভাইস নতুন যোগ করা অ্যাক্সেসরি শনাক্ত করতে পারে এবং অ্যাক্সেসরিটির সাথে পেয়ার করার জন্য আপনাকে প্রম্পট করতে পারে।
  1. আপনার ফোন বা ট্যাবলেটে 'সেটিংস' অ্যাপ খুলুন।
  2. Google এবং তারপর ডিভাইস ও শেয়ারিং এবং তারপর ডিভাইস এবং তারপর বন্ধ করুন আশেপাশের ডিভাইসের জন্য স্ক্যান করুন বিকল্পে ট্যাপ করুন।
পরামর্শ: ডিভাইস অটোমেটিক সেভ করতে, ডিভাইস অটোমেটিক সেভ করুন বিকল্প চালু করুন।

'দ্রুত পেয়ার' কীভাবে আপনার ডেটা ম্যানেজ করে (শুধুমাত্র দ্রুত পেয়ার সংক্রান্ত সরঞ্জাম)

যে ডিভাইসগুলি আপনার Google অ্যাকাউন্ট ব্যবহার করে তার সাথে ব্লুটুথ ডিভাইস শীঘ্র পেয়ার করার জন্য Google নির্দিষ্ট কিছু তথ্য সংগ্রহ করে। এর মধ্যে কিছু কার্যকারিতা Google Play পরিষেবা ব্যবহার করে। যেমন, 'দ্রুত পেয়ার' এগুলি সংগ্রহ করে:

  • কার্যকারিতার উদ্দেশ্যে ব্যক্তিগত তথ্য, যেমন সেট আপ করার সময় ব্লুটুথ ডিভাইসকে আপনার দেওয়া নাম।
  • বিশ্লেষণের উদ্দেশ্যে পারফর্ম্যান্স ডেটা ও ব্যবহার সম্পর্কিত তথ্য।

'দ্রুত পেয়ার' থেকে বেরিয়ে আসুন

'দ্রুত পেয়ার' যেসব ডেটা সংগ্রহ করে, তা ট্রানজিটের সময় এনক্রিপ্ট করা থাকে। 'দ্রুত পেয়ার' ছেড়ে বেরিয়ে আসার সময় সংগ্রহ করা ডেটা আপনি মুছে দিতে পারবেন।

  1. আপনার ফোন বা ট্যাবলেটে, সেটিংস অ্যাপ খুলুন।
  2. Google এবং তারপর ডিভাইস ও শেয়ারিং এবং তারপর ডিভাইস এবং তারপর 'আশেপাশের ডিভাইসের জন্য স্ক্যান করুন বন্ধ করুন' বিকল্পে ট্যাপ করুন।

সম্পর্কিত রিসোর্স

true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
18393245173463057867
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false