Android-এ টেথারিং বা হটস্পটের মাধ্যমে মোবাইল কানেকশন শেয়ার করুন

আপনার ফোনের মোবাইল ডেটা ব্যবহার করে আপনি ইন্টারনেটের সাথে আরেকটি ফোন, ট্যাবলেট বা কম্পিউটার যোগ করতে পারেন। এভাবে কানেকশন শেয়ার করাকে টেথারিং বা হটস্পট ব্যবহার করা বলা হয়। কিছু ফোন টেথারিংয়ের মাধ্যমে ওয়াই-ফাই কানেকশন শেয়ার করতে পারে।

অধিকাংশ Android ফোন ওয়াই-ফাই, ব্লুটুথ বা ইউএসবি কেবলের মাধ্যমে মোবাইল ডেটা শেয়ার করতে পারে।

গুরুত্বপূর্ণ: কিছু মোবাইল পরিষেবা প্রদানকারী টেথারিংয়ের উপর সীমাবদ্ধতা আরোপ করে বা এর জন্য অতিরিক্ত চার্জ করে। মোবাইল পরিষেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করে বিষয়টি জেনে নিলে ভাল হয়।

গুরুত্বপূর্ণ: এইসব ধাপের মধ্যে কয়েকটি শুধু Android 9 ও তার পরের ভার্সনগুলিতে কাজ করে। কীভাবে আপনার Android ভার্সন চেক করা যায় তা জানুন

হটস্পট চালু করুন

  1. স্ক্রিনের উপর থেকে নিচের দিকে সোয়াইপ করুন।
  2. 'হটস্পট' বিকল্পে ট্যাপ করুন।
    • 'হটস্পট' খুঁজে না পেলে নিচে ডানদিকে 'এডিট করুন' সম্পাদনা বিকল্পে ট্যাপ করুন এবং 'হটস্পট' বিকল্প টেনে এনে 'দ্রুত সেটিংস'-এর মধ্যে রাখুন।

আপনার ফোনের হটস্পটের সাথে আরেকটি ডিভাইস কানেক্ট করুন

  1. অন্য ডিভাইসটিতে সেটির ওয়াই-ফাই বিকল্পের তালিকা খুলুন।
  2. আপনার ফোনের হটস্পট নাম বেছে নিন।
  3. আপনার ফোনের হটস্পট পাসওয়ার্ড লিখুন।
  4. কানেক্ট করুন বিকল্পে ক্লিক করুন।
হটস্পটের মাধ্যমে পাসওয়ার্ড লিখে কানেক্ট করা হোক বলে না চাইলে:
  1. স্ক্রিনের উপর থেকে নিচের দিকে সোয়াইপ করুন।
  2. 'হটস্পট' বিকল্প টাচ করে ধরে থাকুন।
  3. "নিরাপত্তা" বিকল্পের অধীনে প্রয়োজন নেই বিকল্পে ট্যাপ করুন।
পরামর্শ: ওয়াই-ফাই হটস্পটের মাধ্যমে আপনি ফোনের মোবাইল ডেটা আরও ১০টি পর্যন্ত ডিভাইসের সাথে শেয়ার করতে পারবেন।

টেথার করার বিকল্প বেছে নিন

ওয়াই-ফাই দিয়ে টেথার করুন
  1. স্ক্রিনের উপর থেকে নিচের দিকে সোয়াইপ করুন।
  2. 'হটস্পট' বিকল্প টাচ করে ধরে থাকুন।
  3. ওয়াই-ফাই হটস্পট চালু করুন।
পরামর্শ: হটস্পটের নাম বা পাসওয়ার্ড খুঁজতে বা পরিবর্তন করতে সেটিতে ট্যাপ করুন। আপনাকে হয়ত প্রথমে ওয়াই-ফাই হটস্পট সেট-আপ করুন বিকল্পে ট্যাপ করতে হবে।
ব্লুটুথের মাধ্যমে টেথারিং করুন
  1. অন্য ডিভাইসের সাথে আপনার ফোন পেয়ার করুন
  2. অন্য ডিভাইসে ব্লুটুথের মাধ্যমে নেটওয়ার্ক কানেকশন সেট-আপ করুন।
  3. আপনার ফোনে স্ক্রিনের উপর থেকে নিচের দিকে সোয়াইপ করুন।
  4. 'হটস্পট' বিকল্প টাচ করে ধরে থাকুন।
  5. ব্লুটুথ টেথারিং চালু করুন।
ইউএসবি কেবলের মাধ্যমে টেথারিং করুন
গুরুত্বপূর্ণ: Mac কম্পিউটারে ইউএসবি কেবলের মাধ্যমে Android-এর সাথে টেথারিং করা যায় না।
  1. আপনার ফোন অন্য ডিভাইসের সাথে ইউএসবি কেবল দিয়ে কানেক্ট করুন। স্ক্রিনের উপরে একটি বিজ্ঞপ্তি দেখানো হয়।
  2. আপনার ফোনে স্ক্রিনের উপর থেকে নিচের দিকে সোয়াইপ করুন।
  3. 'হটস্পট' বিকল্প টাচ করে ধরে থাকুন।
  4. ইউএসবি টেথারিং চালু করুন।

টেথার করার সময় আরও বেশিক্ষণ ব্যাটারি ব্যবহার করুন 

  • টেথার করার সময় ডিভাইস প্লাগ-ইন করুন।
  • কাজ হয়ে গেলে টেথারিং কানেকশন বন্ধ করে দিন।
  • কোনও ডিভাইস কানেক্ট করা না থাকলে আপনার ফোন যদি আপনার হয়ে হটস্পট বন্ধ করে দিতে পারে, তাহলে সেই বিকল্পটি চালু করুন।
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
4306474540814981140
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false