স্লো হয়ে যাওয়া Android ডিভাইসের স্পিড বাড়ানো

এই পৃষ্ঠায় থাকা এইসব ধাপ করে দেখুন যদি আপনার ফোন:

  • খুব ধীরে চলে
  • পিছিয়ে পড়ে
  • উত্তর দিতে দীর্ঘ সময় নেয়

সমস্যা মিটেছে কিনা তা দেখতে, প্রতিটি ধাপের পরে আপনার ফোন রিস্টার্ট করুন।

গুরুত্বপূর্ণ: এর কয়েকটি ধাপ শুধু Android 8.0 বা তার চেয়ে উন্নত ভার্সনেই কাজ করে। জানুন কীভাবে আপনার Android ভার্সন চেক করবেন

কানেকশন ধীরে চলা সংক্রান্ত সমস্যার সমাধান

  1. আপনার নেটওয়ার্ক ও কানেকশন সেটিংস দেখে নিন। কীভাবে ইন্টারনেট কানেক্ট করবেন তা জানুন.
  2. এখনও আপনার ইন্টারনেট কানেকশন সংক্রান্ত সমস্যা হলে, আপনার নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ISP) অথবা মোবাইল পরিষেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করুন। 

আপনার ফোনের ধীরে চলা সংক্রান্ত সমস্যার সমাধান করা

ফোন রিস্টার্ট করা
  1. অধিকাংশ ফোনের ক্ষেত্রে পাওয়ার বোতাম ৩০ সেকেন্ড বা যতক্ষণ না ফোনটি রিস্টার্ট হয় ততক্ষণ ধরে থাকতে হয়।
  2.  স্ক্রিনে আপনাকে হয়ত 'রিস্টার্ট করুন'  বিকল্পে ট্যাপ করতে হবে।
Android আপডেট চেক করুন

গুরুত্বপূর্ণ: ফোন অনুযায়ী সেটিংসের পার্থক্য হতে পারে। আরও তথ্যের জন্য, আপনার ডিভাইস প্রস্তুতকারকের সাথে যোগাযোগ করুন

  1. আপনার ফোনের 'সেটিংস' অ্যাপ খুলুন।
  2. নিচের দিকে সিস্টেম এবং তারপর সিস্টেম আপডেট বিকল্পে ট্যাপ করুন। প্রয়োজন হলে, প্রথমে ফোন সম্পর্কে অথবা ট্যাবলেট সম্পর্কে বিকল্পে ট্যাপ করুন।
  3. আপডেট স্ট্যাটাস দেখানো হবে। স্ক্রিনে দেখানো যেকোনও ধাপ অনুসরণ করুন।
স্টোরেজ দেখে নিয়ে জায়গা খালি করা
বেশিরভাগ ফোনেই আপনি দেখে নিতে পারবেন, সেটিংস অ্যাপে কতটা স্টোরেজ উপলভ্য রয়েছে। ফোন অনুযায়ী সেটিংসের পার্থক্য হতে পারে। আরও তথ্যের জন্য, আপনার ডিভাইস প্রস্তুতকারকের সাথে যোগাযোগ করুন
খালি থাকা স্টোরেজ ১০%-এর চেয়ে কম হয়ে গেলে, আপনার ফোনে সমস্যা শুরু হয়ে যেতে পারে। স্টোরেজের জন্য যদি ধীরে চলে, কীভাবে জায়গা খালি করবেন তা জানুন

আপনার ফোনে ধীরে চলা সংক্রান্ত সমস্যা সমাধানের অ্যাপ

অ্যাপ আপডেট চেক করুন
  1. Google Play Store অ্যাপ Google Play খুলুন।
  2. উপরে ডানদিকে 'প্রোফাইল' আইকনে ট্যাপ করুন।
  3. অ্যাপ ও ডিভাইস ম্যানেজ করুন বিকল্পে ট্যাপ করুন।
  4. "উপলভ্য আপডেট" বিকল্পের অধীনে সব অ্যাপ বা নির্দিষ্ট অ্যাপ আপডেট করার বিকল্প বেছে নিন।
আপনি ব্যবহার করছেন না এমন অ্যাপ মোছা
আপনার ফোনের সেটিংস অ্যাপ থেকে সাধারণভাবে আপনি জোর করে কোনও অ্যাপ বন্ধ করে দিতে পারবেন। ফোন অনুযায়ী সেটিংসের পার্থক্য হতে পারে। আরও তথ্যের জন্য, আপনার ডিভাইস প্রস্তুতকারকের সাথে যোগাযোগ করুন

পরামর্শ: কোন অ্যাপের জন্য সমস্যা হচ্ছে সেটি শনাক্ত করার ব্যাপারে সহায়তা পেতে, আপনি যেসব অ্যাপ জোর করে বন্ধ করেছেন তার একটি তালিকা তৈরি করুন।

কোনও অ্যাপ আপনার সমস্যার কারণ কিনা, সেটি খুঁজে বের করা

'নিরাপদ' মোডে রিস্টার্ট করা

গুরুত্বপূর্ণ: 'নিরাপদ' মোড সাময়িকভাবে ডাউনলোড করা সব অ্যাপ বন্ধ করে দেয়।

ফোন অনুযায়ী 'নিরাপদ' মোডে রিস্টার্ট করায় পার্থক্য হয়। নিরাপদ মোডে ফোন কীভাবে রিস্টার্ট করতে হয় তা জানতে, প্রস্তুতকারকের সহায়তা সংক্রান্ত সাইট দেখুন

সমস্যা মিটে গেছে কিনা দেখে নেওয়া

সমস্যা মিটে গেছে কিনা দেখে নিন। সমস্যা মিটে গিয়ে থাকলে বুঝবেন, সম্ভবত কোনও অ্যাপের জন্য আপনার সমস্যা হচ্ছিল। পরবর্তী ধাপে যান। সমস্যা না মিটে থাকলে, সমস্যার উন্নত সমাধান বিকল্পে যান।

স্বাভাবিকভাবে ফোন রিস্টার্ট করে অ্যাপ দেখে নেওয়া

  1. ফোন রিস্টার্ট করুন।
  2. একে একে, সম্প্রতি ডাউনলোড করা সব অ্যাপ সরান। কীভাবে অ্যাপ মুছতে হয় তা জানুন.
  3. প্রতিবার সরানোর পরে, স্বাভাবিকভাবে আপনার ফোন রিস্টার্ট করুন। অ্যাপ সরানোর ফলে সমস্যার সমাধান হচ্ছে কিনা দেখুন।
  4. যে অ্যাপের জন্য সমস্যা হচ্ছে সেটি সরানোর পরে, আপনার সরানো অন্যান্য অ্যাপ যোগ করতে পারবেন। কীভাবে আবার অ্যাপ ইনস্টল করবেন তা জানুন

সমস্যা সমাধানের উন্নত উপায়

আপনার ফোন ফ্যাক্টরি সেটিংসে রিসেট করার কথা বিবেচনা করা
গুরুত্বপূর্ণ: ফ্যাক্টরি ডেটা রিসেট করা হলে, আপনার ফোনের সব ডেটা মুছে যাবে। আপনার Google অ্যাকাউন্টে সেভ করা সব ডেটা রিস্টোর করা গেলেও, সব অ্যাপ ও সেগুলির সম্পর্কিত ডেটা আনইনস্টল করে দেওয়া হবে। ফ্যাক্টরি ডেটা রিসেট করার আগে ফোনের ব্যাক-আপ নিলে ভাল হয়।

পরামর্শ: আপনার ডাউনলোড করা কোনও অ্যাপের কারণে সমস্যা হয়ে থাকলে, আপনি সেই অ্যাপ আবার ইনস্টল করলে, সমস্যাও আবার ফিরে আসতে পারে।

সম্পর্কিত রিসোর্স

true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
13644231123665704231
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false