গুরুত্বপূর্ণ:
- এইসব ধাপের মধ্যে কয়েকটি শুধু Android 13 ও তার পরবর্তী ভার্সনে কাজ করে। কীভাবে আপনার Android ভার্সন চেক করবেন তা জানুন।
যাতে ডিভাইসের ব্যাটারি বেশিদিন চলে এবং সেটিতে আরও বেশিক্ষণ চার্জ থাকে, সেই জন্য আপনি অনেক কিছু করতে পারেন।
পরামর্শ: আপনার ডিভাইসের ব্যাটারি কতদিন চলবে তা ডিভাইসটি কী ধরনের সেটির উপরও নির্ভর করে। আপনার ডিভাইস সম্পর্কে সাহায্য পেতে প্রস্তুতকারকের সহায়তার সাইট দেখুন।
কম ব্যাটারি খরচ হয় এমন সেটিংস বেছে নিন
আপনার ডিভাইসের উপর নির্ভর করে আপনি এগুলি করতে পারেন:
- স্ক্রিন তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া।
- স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে দেওয়া।
- অটোমেটিক উজ্জ্বলতার পরিবর্তন সেট করা।
- কীবোর্ড সাউন্ড বা ভাইব্রেশন বন্ধ করা।
- খুব বেশি ব্যাটারির ব্যবহার হয় এমন অ্যাপের উপর সীমাবদ্ধতা আরোপ করা।
- 'অ্যাডাপটিভ ব্যাটারি' ফিচার চালু করা।
- অব্যবহৃত অ্যাকাউন্ট মোছা।
- ডার্ক থিম চালু করা।
কীভাবে এইসব সেটিংসে পরিবর্তন করা যায় তা জানতে, ডিভাইস প্রস্তুতকারকের সহায়তা সাইট দেখুন।
আপনার ব্যাটারির যত্ন নিন
আপনার ফোনের সাথে যে পাওয়ার অ্যাডাপ্টার পেয়েছেন সেটি ব্যবহার করুন
সেটিকে ঠান্ডা রাখুন
যতটা প্রয়োজন ততটা চার্জ করুন
অন্য পাওয়ার অ্যাডাপ্টার ও চার্জার ব্যবহার করলে, ধীরে চার্জ হতে পারে বা একেবারেই নাও হতে পারে। এগুলি ব্যবহার করলে আপনার ফোন বা ব্যাটারি ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনার ফোনের চার্জার সম্পর্কে আরও তথ্যের জন্য, ডিভাইস প্রস্তুতকারকের সাথে যোগাযোগ করুন।
ফোন যাতে অতিরিক্ত গরম না হয়ে ওঠে সেই বিষয়ে লক্ষ্য রাখবেন, বিশেষত সেটি যখন সম্পূর্ণ চার্জ দেওয়া আছে। ব্যাটারি ব্যবহার করা না হলেও, সেটি গরম হয়ে উঠলে চার্জ দ্রুত কমে যায়। এই পদ্ধতিতে চার্জ কমে গেলে আপনার ব্যাটারির ক্ষতি হতে পারে।
ফোনকে ব্যাটারির ক্ষমতা সম্পর্কে জানানোর জন্য সেটির চার্জ খরচ করে ১০০% থেকে শূন্য বা চার্জ দিয়ে শূন্য থেকে ১০০% করবেন না। কখনও কখনও ব্যাটারির চার্জ ১০%-এর চেয়ে কম হয়ে গেলে, তারপরে সম্পূর্ণ চার্জ দিলে ভাল হয়।
কম ব্যাটারিতে বেশিক্ষণ চালান
ব্যাটারি সেভার বা কম পাওয়ার মোড চালু করুন
স্ক্রিন চালু থাকে এমন অ্যাকশন নেবেন না
সারাক্ষণ ইন্টারনেটে কানেক্ট করে থাকবেন না
অনেক তথ্য প্রসেস করতে হয় এমন অ্যাকশন এড়িয়ে যাওয়া
কানেক্টিভিটি ও লোকেশনের ব্যবহার সীমিত রাখুন
কিছু Android ফোনে ব্যাটারি সেভার বা কম পাওয়ার মোড থাকে, যার ফলে অনেক ক্ষণ পর্যন্ত চার্জ বজায় থাকতে পারে। আপনার ফোনে এই সুবিধা আছে কিনা তা জানতে, ডিভাইস প্রস্তুতকারকের সহায়তা সাইট দেখুন।
ম্যানুয়ালি 'ব্যাটারি সেভার' মোড চালু করুন
- আপনার ফোনে 'সেটিংস' অ্যাপ খুলুন।
- ব্যাটারি ব্যাটারি সেভার বিকল্পে ট্যাপ করুন।
- ব্যাটারি সেভার মোডের জন্য একটি শিডিউল বেছে নিন অথবা অটোমেটিক এটিকে বন্ধ করুন।
পরামর্শ: ব্যাটারি সেভার চালু করা থাকলে, এটি ডার্ক থিম চালু এবং ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটিকে সীমিত বা বন্ধ করে দেয়। এর ফলে, এই মোডে কিছু ভিজ্যুয়াল এফেক্ট, নির্দিষ্ট ফিচার, নেটওয়ার্ক কানেকশন ও অ্যাপের অভিজ্ঞতা পেতে একটু বিলম্ব হয়।
ব্যাটারি খরচ বাঁচাতে এগুলি করবেন না:
- দীর্ঘক্ষণ ধরে নেভিগেট করা।
- ভিডিও দেখা।
- অনেক গ্রাফিক্স সহ গেম খেলা।
ব্যাটারি খরচ বাঁচাতে এগুলি করবেন না:
- আপনার ফোন টেথার করা (হটস্পট)।
- দীর্ঘক্ষণ ধরে জিপিএস ব্যবহার করা।
- ভিডিও বা মিউজিক স্ট্রিম করা।
- যেতে যেতে কল করা, যেমন চলন্ত গাড়ি থেকে।
ব্যাটারি খরচ বাঁচাতে এগুলি করবেন না:
- অতিরিক্ত ক্যামেরা ব্যবহার করা।
- খুব ইন্টার্যাক্টিভ গেম না খেলা।
- দীর্ঘক্ষণ ধরে অ্যাপ ব্যবহার করা।
- মোবাইল নেটওয়ার্কের প্রয়োজন না থাকলে, বিমান মোড চালু করুন।
- মোবাইল ডেটার পরিবর্তে ওয়াই-ফাই ব্যবহার করুন।
- ব্লুটুথ বন্ধ করুন।
- লোকেশন অ্যাক্সেস করার সুবিধা বন্ধ করুন। লোকেশন অ্যাক্সেস করার সুবিধা বন্ধ করে দিলে কিছু অ্যাপ ও ফিচার কাজ করবে না।
ব্যাটারি নিয়ে কিছুতেই ঠিক হতে চায় না এমন কিছু সমস্যার সমাধান করুন
আপনার ফোন রিস্টার্ট করুন (রিবুট)
Android আপডেট চেক করুন
অ্যাপ আপডেট চেক করুন
ফ্যাক্টরি সেটিংসে রিসেট করুন
- অধিকাংশ ফোনের ক্ষেত্রে পাওয়ার বোতাম ৩০ সেকেন্ড বা যতক্ষণ না ফোনটি রিস্টার্ট হয় ততক্ষণ ধরে থাকতে হয়।
- স্ক্রিনে আপনাকে হয়ত 'রিস্টার্ট করুন' বিকল্পে ট্যাপ করতে হবে।
- আপনার ফোনের 'সেটিংস' অ্যাপ খুলুন।
- নিচের দিকে সিস্টেম সিস্টেম আপডেট বিকল্পে ট্যাপ করুন। প্রয়োজন হলে, প্রথমে ফোন সম্পর্কে অথবা ট্যাবলেট সম্পর্কে বিকল্পে ট্যাপ করুন।
- আপডেট স্ট্যাটাস দেখানো হবে। স্ক্রিনে দেখানো যেকোনও ধাপ অনুসরণ করুন।
- Google Play Store অ্যাপ খুলুন।
- উপরে ডানদিকে 'প্রোফাইল' আইকনে ট্যাপ করুন।
- অ্যাপ ও ডিভাইস ম্যানেজ করুন বিকল্পে ট্যাপ করুন।
- "উপলভ্য আপডেট" বিকল্পের অধীনে সব অ্যাপ বা নির্দিষ্ট অ্যাপ আপডেট করার বিকল্প বেছে নিন।
গুরুত্বপূর্ণ: ফ্যাক্টরি ডেটা রিসেট করা হলে, আপনার ফোনের সব ডেটা মুছে যাবে। আপনার Google অ্যাকাউন্টে সেভ করা সব ডেটা রিস্টোর করা গেলেও, সব অ্যাপ ও সেগুলির সম্পর্কিত ডেটা আনইনস্টল করে দেওয়া হবে। ফ্যাক্টরি ডেটা রিসেট করার আগে ফোনের ব্যাক-আপ নিলে ভাল হয়।
ডিভাইস প্রস্তুতকারকের সাথে যোগাযোগ করা
তা সত্ত্বেও সমস্যার সমাধান না হলে, পরিষেবা প্রদানকারী বা ডিভাইস প্রস্তুতকারকের সহায়তা সংক্রান্ত সাইট দেখুন।