চার্জ দেওয়া ও চালু করা যাচ্ছে না Android ডিভাইস সংক্রান্ত এমন সমস্যার সমাধান করা

আপনার ফোনে নিম্নলিখিত সমস্যা হলে, তা সমাধান করতে এই পৃষ্ঠায় থাকা ধাপগুলি অনুসরণ করুন:
  • চালু হচ্ছে না
  • স্ক্রিন কালো হয়ে রয়েছে অথবা স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না
  • চালু হলেও চার্জ হচ্ছে না
  • চালু হলেও সাথে সাথেই বন্ধ হয়ে যাচ্ছে

'পাওয়ার' বোতাম ধরে থাকুন

প্রথমে, আপনার ফোনের 'পাওয়ার' বোতাম ৫-৭ সেকেন্ড ধরে রেখে চেষ্টা করে দেখুন। এটি করলে সাধারণভাবে ফোন রিস্টার্ট হয়ে যায়।

আপনার কেবেল, পাওয়ার অ্যাডাপ্টার, আউটলেট এবং কেস সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করুন

  1. আপনার পাওয়ার অ্যাডাপ্টার এবং কেবেলের সাহায্যে অন্য একটি ডিভাইস চার্জ করার চেষ্টা করুন।
  2. অ্যাডাপ্টার ও ফোনের সাথে কেবেল নিরাপদে কানেক্ট করা রয়েছে কিনা দেখে নিন।
  3. আপনার ফোনের পোর্টে ধুলো অথবা সূক্ষ্ম রোঁয়ার মতো কিছু রয়েছে কিনা দেখে নিন।
  4. আপনার পাওয়ার অ্যাডাপ্টার এবং কেবেলের সাহায্যে আপনার ফোন চার্জ করার চেষ্টা করুন।

আপনার ব্যাটারি চার্জ করা সংক্রান্ত সমস্যা সমাধান করা

উপযুক্ত কেবেল, চার্জার ও আউটলেট ব্যবহার করে আপনার ফোন প্লাগ-ইন করুন, তারপর এক মিনিট অপেক্ষা করুন।

  • কোনও ব্যাটারি আইকন দেখতে পেলে বুঝবেন, আপনার ফোন বন্ধ রয়েছে এবং এটি চার্জ হচ্ছে। এবার আপনি ফোন রিস্টার্ট করতে পারবেন।
  • লাল আলো দেখলে বুঝবেন, ব্যাটারিতে আর একটুও চার্জ নেই। লাল আলো ফ্ল্যাশ করলে বুঝবেন, চালু করার মতো পর্যাপ্ত চার্জ নেই। রিস্টার্ট করার আগে আপনার ফোনে অন্তত ৩০ মিনিট চার্জ দিন।
  • ফোন প্লাগ-ইন করার পরেও ব্যাটারি আইকন অথবা লাল আলো দেখতে না পেলে বুঝবেন, আপনার স্ক্রিনে সমস্যা হয়ে থাকতে পারে।

পরামর্শ: ফোন অনুযায়ী ব্যাটারি আইকন ও আলোর পার্থক্য হতে পারে। আপনার ফোনের বিবরণের জন্য, ডিভাইস প্রস্তুতকারকের সাথে যোগাযোগ করুন

স্ক্রিন সংক্রান্ত সমস্যার সমাধান করা

  1. ৩০ সেকেন্ড ধরে পাওয়ার বোতাম প্রেস করুন।
  2. ২ মিনিট মতো অপেক্ষা করুন।
  3. ফোনে রিং করুন। আপনি অন্য ফোন থেকে কল করতে অথবা Find My Device ব্যবহার করতে পারবেন। কীভাবে করতে হয় তা জানুন
  4. আপনার ফোনে রিং হলে, আপনার স্ক্রিন সংক্রান্ত সমস্যার সমাধান কীভাবে করবেন তা জানুন. রিং না হলে, পরবর্তী ধাপ দেখুন (নিচে)।

উন্নত ধাপের সাহায্যে সমস্যার সমাধান করুন

বিকল্প ১: কম্পিউটারের সাথে কানেক্ট করে সমস্যার সমাধান করা
  1. পাওয়ার চার্জার থেকে কেবলের প্লাগ খুলে নিন।
  2. আপনার কম্পিউটার চালু রয়েছে এবং পাওয়ার সোর্সের সাথে কানেক্ট করা রয়েছে কিনা দেখে নিন।
  3. ফোনের সাথে দেওয়া কেবেল ব্যবহার করে, আপনার কম্পিউটারের ইউএসবি পোর্ট ও ফোন কানেক্ট করুন।
  4. ১০–১৫ মিনিট অপেক্ষা করুন।
  5. ফোন থেকে কেবেল ডিসকানেক্ট করে ১০ সেকেন্ডের মধ্যে সেটি আবার কানেক্ট করুন।
  6. ১ মিনিটের মধ্যে:
    • ব্যাটারি আইকন দেখতে পেলে বুঝবেন, আপনার ফোন বন্ধ রয়েছে এবং এটি চার্জ হচ্ছে।
    • লাল আলো দেখলে বুঝবেন, ব্যাটারিতে আর একটুও চার্জ নেই। লাল আলো ফ্ল্যাশ করলে বুঝবেন, চালু করার মতো পর্যাপ্ত চার্জ নেই।
  7. আপনার ফোনে অন্তত ৩০ মিনিট চার্জ দিন।
  8. আপনার ফোন রিস্টার্ট না হওয়া পর্যন্ত 'পাওয়ার' বোতাম প্রেস করে ধরে রাখুন। আপনাকে হয়ত 'রিস্টার্ট' বোতামে ট্যাপ করতে হবে .

পরামর্শ: ফোন অনুযায়ী ব্যাটারি আইকন ও আলোর পার্থক্য হতে পারে। আপনার ফোনের বিবরণের জন্য, ডিভাইস প্রস্তুতকারকের সাথে যোগাযোগ করুন

বিকল্প ২: আপনার ফোনের বোতাম ব্যবহার করে সমস্যার সমাধান করা

আপনার ফোন প্লাগ-ইন করা থাকলে, একই সাথে ভলিউম কমানোর বোতাম ও 'পাওয়ার' বোতাম অন্তত ২০ সেকেন্ড প্রেস করে ধরে রাখুন।

লাল আলো দেখলে বুঝবেন, ব্যাটারিতে আর একটুও চার্জ নেই।

  1. আপনার ফোনে অন্তত ৩০ মিনিট চার্জ দিন।
  2. 'পাওয়ার' বোতাম কয়েক সেকেন্ড প্রেস করে ধরে রাখুন।
  3. আপনার স্ক্রিনের 'রিস্টার্ট' বোতামে ট্যাপ করুন .

Android রোবট ও "Start" শব্দটির সাথে আপনি তীরচিহ্ন দেখতে পেলে:

  1. "পাওয়ার বন্ধ করুন" বিকল্প না দেখতে না পাওয়া পর্যন্ত ভলিউম কমানোর বোতাম প্রেস করে রাখুন। "পাওয়ার বন্ধ করুন" বিকল্প বেছে নিতে 'পাওয়ার' বোতামে ক্লিক করুন।
  2. অন্তত ৩০ মিনিট আপনার ফোনে চার্জ দিন। 
  3. 'পাওয়ার' বোতাম কয়েক সেকেন্ড প্রেস করে ধরে রাখুন।
  4. আপনার স্ক্রিনে 'রিস্টার্ট' বিকল্পে ট্যাপ করুন , অথবা ফোন রিস্টার্ট না হওয়া পর্যন্ত মোটামুটি ৩০ সেকেন্ড পাওয়ার বোতাম প্রেস করে ধরে রাখুন।

পরামর্শ: ফোন অনুযায়ী ব্যাটারি আইকন ও আলোর পার্থক্য হতে পারে। আপনার ফোনের বিবরণের জন্য, ডিভাইস প্রস্তুতকারকের সাথে যোগাযোগ করুন

সম্পর্কিত রিসোর্স

true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
14560400591394219339
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false