স্টোরেজ খালি করা

আরও অ্যাপ ও মিডিয়া ডাউনলোড করতে অথবা আপনার ফোন আরও ভালভাবে চালানোর ব্যাপারে সাহায্য করতে, ফোনের স্টোরেজ খালি করতে পারবেন।

  • আপনি যেখানে মিউজিক ও ফটোর মতো মিডিয়া রাখেন, তাকে স্টোরেজ বলে।
  • যেখানে অ্যাপ ও Android সিস্টেমের মতো প্রোগ্রাম চলে, তাকে মেমরি বলে।

গুরুত্বপূর্ণ: এইসব ধাপের মধ্যে কয়েকটি শুধু Android 9 ও তার পরের ভার্সনগুলিতে কাজ করে। কীভাবে আপনার Android ভার্সন চেক করা যায় তা জানুন

স্টোরেজ খালি করা

ফটো সরানো
Google Photos-এ ব্যাক-আপ নিয়ে থাকলে, আপনার ফোন অথবা ট্যাবলেটে থাকা সেগুলির কপি মুছে ফেলতে পারবেন। আপনার ডিভাইস ইন্টারনেটে কানেক্ট করা থাকলে, ব্যাক-আপ নেওয়া কপিগুলি অ্যাপে খুঁজে পাবেন। আপনার ডিভাইস থেকে কীভাবে ফটো অথবা ভিডিও মুছতে হয় তা জানুন
ডাউনলোড করা সিনেমা, মিউজিক ও অন্য মিডিয়া মোছা

Google Play থেকে কন্টেন্ট মোছার জন্য:

  1. Play Music বা Play Movies & TV-এর মতো কন্টেন্ট দিয়ে Google Play অ্যাপ খুলুন।
  2. 'মেনু Menuএবং তারপর সেটিংস এবং তারপর ডাউনলোড ম্যানেজ করুন' বিকল্পে ট্যাপ করুন।
  3. 'ডাউনলোড করা হয়েছে Downloaded এবং তারপর সরান' বিকল্পে ট্যাপ করুন।

অন্য সোর্স থেকে কন্টেন্ট মুছতে হলে, যে অ্যাপ ব্যবহার করে এগুলি ডাউনলোড করেছেন তা থেকে মুছে দিন।

অ্যাপ ও অ্যাপ ডেটা সরানো

উত্তর দিচ্ছে না এমন অ্যাপ বন্ধ করা

সাধারণভাবে অ্যাপ বন্ধ করার প্রয়োজন হয় না। কিন্তু কোনও অ্যাপ থেকে উত্তর না পেলে, আপনি অ্যাপটি বন্ধ অথবা জোর করে বন্ধ করার চেষ্টা করতে পারবেন। অ্যাপ কাজ না করলে কীভাবে সেই সমস্যার সমাধান করতে হয় তা জানুন

যেসব অ্যাপ ব্যবহার করেন না, সেগুলি আনইনস্টল করা

আপনি কোনও অ্যাপ আনইনস্টল করার পরে সেটির প্রয়োজন হলে, তা আবার ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপের জন্য আপনি পেমেন্ট করে থাকলে, আপনাকে এটি কিনতে হবে না। কীভাবে অ্যাপ আনইনস্টল করতে হয় তা জানুন

অ্যাপের ক্যাশে ও ডেটা মোছা

সাধারণভাবে আপনার ফোনের সেটিংস অ্যাপ ব্যবহার করে অ্যাপের ক্যাশে ও ডেটা মুছে ফেলতে পারবেন। ফোন অনুযায়ী সেটিংসের পার্থক্য হতে পারে। আরও তথ্যের জন্য, আপনার ডিভাইস প্রস্তুতকারকের থেকে সাহায্য নিন

  • ক্যাশে খালি করা: অস্থায়ী ডেটা মুছে দেয়। পরেরবার আপনি এটি খুললে কিছু অ্যাপ ধীরে কাজ করতে পারে।
  • ডেটা স্টোরেজ খালি করা: স্থায়ীভাবে সব অ্যাপ ডেটা মুছে দেয়। প্রথমে অ্যাপের মধ্যে থাকা ডেটা মুছে ফেলার চেষ্টা করুন।
স্পেস খালি করতে অটোমেটিক অ্যাপ আর্কাইভ করা

নতুন অ্যাপের জন্য জায়গা খালি করতে, আপনি যেসব অ্যাপ প্রায়ই ব্যবহার করেন না, আপনার ডিভাইস অটোমেটিক সেগুলি আর্কাইভ করতে পারবে। এই সেটিংস চালু থাকলে, আপনি যেসব অ্যাপ প্রায়ই ব্যবহার করেন না সেগুলি সরানো হবে, তবে অ্যাপে থাকা আপনার ব্যক্তিগত ডেটা সেভ থাকবে। অ্যাপের আইকন আপনার ডিভাইসে থেকে যাবে। Google Play-তে এই অ্যাপ যতক্ষণ উপলভ্য রয়েছে, ততক্ষণ আপনি আবার এটি ডাউনলোড করতে পারবেন।

আপনি যদি কোনও অ্যাপ ইনস্টল করতে চান এবং তার জন্য যথেষ্ট জায়গা না থাকে, অ্যাপ অটোমেটিক আর্কাইভ করার জন্য আপনাকে বিজ্ঞপ্তি দেওয়া হবে। আপনার ডিভাইস কীভাবে অটোমেটিক অ্যাপ আর্কাইভ করবে তা সেট করতে:

  1. 'Play Store অ্যাপ ' খুলুন।
  2. 'সেটিংস এবং তারপর সাধারণ' বিকল্পে যান।
  3. অটোমেটিক অ্যাপ আর্কাইভ করুন বিকল্প চালু অথবা বন্ধ করুন।
ফাইল মোছা অথবা সরানো

ডাউনলোড করা ফাইল মোছা

ডাউনলোড করা ফাইল কীভাবে খুঁজে পাবেন ও মুছবেন তা জানতে, আপনার প্রস্তুতকারক সংস্থার সহায়তা সাইট দেখুন

কম্পিউটারে ফাইল কপি করা

ইউএসবি কেবেলের সাহায্যে আপনি ফাইল ও ফোল্ডার কম্পিউটারে সরাতে, তারপর আপনি ফোন থেকে সেগুলি মুছে দিতে পারবেন। ফোন ও কম্পিউটারের মধ্যে কীভাবে ফাইল ট্রান্সফার করতে হয় তা জানুন

মেমরি দেখে নিয়ে খালি করা

সাধারণভাবে অ্যাপ বন্ধ করার প্রয়োজন হয় না। কিন্তু কোনও অ্যাপ থেকে উত্তর না পেলে, আপনি অ্যাপটি বন্ধ অথবা জোর করে বন্ধ করার চেষ্টা করতে পারবেন। অ্যাপ কাজ না করলে কীভাবে সেই সমস্যার সমাধান করতে হয় তা জানুন

পরামর্শ: কোনও অ্যাপ খুব বেশি মেমরি ব্যবহার করছে বলে আপনি মনে করলে, সেই অ্যাপ মুছে দিতে পারবেন। কীভাবে অ্যাপ আনইনস্টল করতে হয় তা জানুন

সম্পর্কিত রিসোর্স

true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
6448311464595228177
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false