নতুন কোনও Android ডিভাইসে পাল্টানো

অন্য ধরনের ডিভাইস থেকে আপনার ডেটা নতুন একটি Android ডিভাইসে সরিয়ে নিয়ে যেতে বা নতুন Android ডিভাইসের মাধ্যমে একদম নতুনভাবে শুরু করতে পারবেন।

জরুরি: কিছু পদক্ষেপ শুধুমাত্র এন্ড্রয়েড ১০ বা তার ওপরে কাজ করবে আপনার ডিভাইসের Android ভার্সন কীভাবে চেক করবেন তা জানুন

শুরু করার আগে

Google ও Android, পরিবেশ-বান্ধব পদ্ধতি অনুযায়ী, ডিভাইসের আবার ব্যবহার ও রিসাইকেল করার প্রক্রিয়া অনুসরণ করে। পরিবেশ রক্ষায় Google-এর করা প্রতিশ্রুতির বিষয়ে আরও জানুন

পরামর্শ: আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে, পুরনো ডিভাইস রিসাইকেল, ডোনেট বা এক্সচেঞ্জ করার আগে এর ডেটা মুছে দিন এবং ডিভাইস ফ্যাক্টরি সেটিংসে রিসেট করুন। ডেটা সরানো, এক্সচেঞ্জ ও রিসাইকেল করার প্রক্রিয়া সংক্রান্ত নির্দেশাবলীর জন্য, আপনার ডিভাইস প্রস্তুতকারক ও মোবাইল পরিষেবা প্রদানকারীর থেকে সাহায্য পান।

 

Android ডিভাইস থেকে অন্য একটি ডিভাইসে পাল্টে নিন
  1. নতুন ডিভাইস চালু করুন।
  2. শুরু করুন বিকল্পে ট্যাপ করুন। “শুরু করুন” বিকল্পটি দেখা না গেলে, আপনি ম্যানুয়ালি ডেটা কপি করতে পারবেন।
  3. আপনাকে বলা হলে, কোনও ওয়াই-ফাই নেটওয়ার্কের সাথে কানেক্ট করেছেন কিনা তা দেখে নিন।
  4. আপনার পুরনো ডিভাইস থেকে অ্যাপ ও ডেটা কপি করার বিকল্প বেছে নিন।
    • আপনার ডিভাইসের সাথে কানেক্ট করার জন্য কোনও কেবেল থাকলে, ডেটা কপি করতে অন-স্ক্রিন নির্দেশাবলী অনুসরণ করুন।
    • কেবেল না থাকলে:
      1. কেবেল নেই? এবং তারপর ঠিক আছে বিকল্পে ট্যাপ করুন।
      2. Android ফোনের ব্যাক-আপ বিকল্পে ট্যাপ করুন।
      3. আপনার ডেটা কপি করতে, অন-স্ক্রিন নির্দেশাবলী অনুসরণ করুন।
iPhone থেকে সুইচ করুন
  1. নতুন ডিভাইস চালু করুন।
  2. শুরু করুন বিকল্পে ট্যাপ করুন।
  3. আপনাকে বলা হলে, কোনও ওয়াই-ফাই নেটওয়ার্কের সাথে কানেক্ট করেছেন কিনা তা দেখে নিন।
  4. আপনার পুরনো ডিভাইস থেকে অ্যাপ ও ডেটা কপি করার বিকল্প বেছে নিন।
    • সাজেস্ট করা হচ্ছে: আপনার ডিভাইসের সাথে কানেক্ট করার জন্য কোনও কেবেল থাকলে, ডেটা কপি করতে অন-স্ক্রিন নির্দেশাবলী অনুসরণ করুন।
    • কেবেল না থাকলে:
      1. কেবেল নেই? এবং তারপর ঠিক আছে বিকল্পে ট্যাপ করুন।
      2. iPhone ডিভাইস ব্যবহার করছেন? বিকল্পে ট্যাপ করুন
      3. আপনার ডেটা কপি করতে, অন-স্ক্রিন নির্দেশাবলী অনুসরণ করুন।
  5. আপনার টেক্সট, ফটো ও ভিডিও চেক করুন।
ক্লাউড থেকে ডেটা ফিরিয়ে আনা
গুরুত্বপূর্ণ: আপনার কাছে পুরনো ডিভাইস না থাকলে, ডেটা রিস্টোর করতে আপনাকে Google অ্যাকাউন্ট ও তার পাসওয়ার্ড জানতে হবে।
  1. নতুন ডিভাইস চালু করুন।
  2. শুরু করুন বিকল্পে ট্যাপ করুন।
  3. পুরনো ডিভাইস ছাড়াই আপনার ডিভাইস সেট-আপ করতে, প্রম্পট অনুসরণ করুন।
  4. প্রম্পট করা হলে, আপনার Google অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করুন। 
ম্যানুয়ালি ডেটা কপি করুন

গুরুত্বপূর্ণ: উপরে উল্লেখ করা বিকল্পের সাহায্যে আপনি বেশিরভাগ ডেটা ফিরিয়ে আনতে পারবেন। এর মধ্যে কোনও পদ্ধতিই কাজ না করলে, নিজেই ডেটা কপি করার চেষ্টা করুন।

আপনার পরিচিতি সিঙ্ক করা

আপনার মিউজিক কপি করা

YouTube Music, Apple Music ও Spotify-এর মতো মিউজিক পরিষেবার ক্ষেত্রে, নতুন ডিভাইসে অ্যাপ ডাউনলোড করলেই মিউজিক অটোমেটিক সিঙ্ক হয়ে যায়।

ফটো, ভিডিও, ফাইল ও ফোল্ডার কপি করা

ক্যালেন্ডার ইভেন্ট কপি করা

পরামর্শ: আপনার নতুন ডিভাইস Pixel হলে, আমাদের Pixel সেট-আপ সংক্রান্ত গাইড দেখুন

অ্যাকাউন্ট ট্রান্সফার করার সময় কীভাবে আপনার ডেটা ম্যানেজ করা হয়

নতুন ডিভাইসে আপনার অ্যাকাউন্ট ট্রান্সফার করার সময়, আপনার ডিভাইসে পরিষেবা দেওয়ার জন্য নির্দিষ্ট তথ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে কিছু কার্যকারিতা Google Play পরিষেবা ব্যবহার করে। যেমন, নিম্নলিখিত তথ্য সংগ্রহ করা হয়:

  • অ্যাপের কার্যকারিতার জন্য ইমেল আইডি। যেমন, ফোন সেট-আপ করার সময় আমরা অ্যাকাউন্টের নাম দেখাই যাতে যেসব অ্যাকাউন্ট ট্রান্সফার করা প্রয়োজন, সেগুলি বেছে নিতে পারেন। 
  • অ্যানালিটিক্সের জন্য প্রয়োজনীয় ব্যবহার সংক্রান্ত তথ্য অথবা ডিভাইস বা অন্যান্য শনাক্তকারী।

সংগ্রহ করা ডেটা, ট্রানজিটের সময় এনক্রিপ্ট করা থাকে।

সম্পর্কিত রিসোর্স

true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
6711260904984122009
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false