নতুন Android ডিভাইসে WhatsApp ডেটা ট্রান্সফার করা

আপনি নিজের পুরনো iPhone বা Android ডিভাইস থেকে নতুন Android ডিভাইসে WhatsApp চ্যাট ও ডেটা ট্রান্সফার করতে পারেন।

iPhone থেকে Android ডিভাইসে WhatsApp চ্যাট ট্রান্সফার করা

গুরুত্বপূর্ণ: 

  • ডিভাইস সেট-আপ করার প্রক্রিয়া চলাকালীনই আপনাকে এই ডিভাইস থেকে নতুন ডিভাইসে ডেটা ও চ্যাট ট্রান্সফার করতে হবে। 
  • ডিভাইস আগেই সেট-আপ করা হয়ে থাকলে, আপনাকে তা ফ্যাক্টরি রিসেট করতে হবে ও সেট-আপ প্রক্রিয়াটি আবার করতে হবে। Android ডিভাইস কীভাবে রিসেট করবেন জানুন
  • প্রথমবার সেট-আপ করার সময় আপনি ডেটা ট্রান্সফার না করে থাকলে, ডিভাইস সেট-আপের পর iPhone থেকে নিজের চ্যাট ফিরিয়ে আনার জন্য আপনার হাতে ৩–৭ দিন সময় থাকে। 
  • আপনি আগেই নতুন ডিভাইসে মেসেজ পেয়ে থাকলে, নতুন মেসেজের পরিবর্তে পুরনো কন্টেন্ট দেখতে পাবেন।

আপনার যা যা প্রয়োজন

iPhone থেকে Android-এ WhatsApp চ্যাট ইতিহাস ট্রান্সফার করতে চাইলে এই আপনার কাছে এইসব জিনিস থাকতে হবে:

  • USB-C থেকে লাইটনিং কেবেল বা এমন কোনও ঠিকঠাক কেবেল যা আপনার iPhone এবং Android ডিভাইসের সাথে কানেক্ট করা যাবে। 
    • এক্ষেত্রে সাধারণত iPhone-এর পুরনো চার্জিং কেবেল ব্যবহার করা যায় তবে সেটি সেট না হলে, অ্যাডাপ্টারের প্রয়োজন হতে পারে।
  • পুরনো ডিভাইসে যে ফোন নম্বরটি ছিল, নতুন ডিভাইসে সেই একই নম্বর ব্যবহার করতে হবে।
  • আপনার Android ডিভাইস একদম নতুনের মতো সেট হয়ে যাবে বা ফ্যাক্টরি সেটিংসে রিসেট হয়ে যাবে।
  • ভালো ইন্টারনেট কানেকশন।

iPhone থেকে WhatsApp ডেটা ও ইতিহাস ট্রান্সফার করা

গুরুত্বপূর্ণ: ট্রান্সফার করার প্রক্রিয়া চলাকালীন iPhone আনলক অবস্থায় রাখুন।

 
  1. নতুন Android ফোনটি চালু করুন। 
    • আপনার ফোন আগে থেকেই সেট-আপ করা থাকলে, আপনাকে সেটি ফ্যাক্টরি রিসেট করতে হবে।
  2. iPhone থেকে নতুন Android ডিভাইসে অ্যাপ ও ডেটা কপি করতে এইসব ধাপ ফলো করুন। 
    • ডিভাইস ওয়াই ফাইতে কানেক্ট করা আছে কিনা ও Google অ্যাকাউন্টে সাইন-ইন করে রয়েছেন কিনা ভালো করে দেখে নিন। 
  3. স্ক্রিনে “অ্যাপ ও ডেটা কপি করুন” প্রম্পট এলে iPhone বা iPad থেকে কপি করুন বিকল্পটি বেছে নিন।
  4. প্রম্পট আসার পর আপনার iPhone-এর পুরনো কেবেল দিয়ে উভয় ফোন কানেক্ট করুন।
    • আপনার iPhone-এ সতর্কতা মেসেজ দেখতে পেলে বিশ্বস্ত বিকল্পে ট্যাপ করুন।
  5. কপি করার স্ক্রিনে অ্যাপ সহ অন্যান্য যেসব ডেটা ট্রান্সফার করতে চান তাতে ট্যাপ করুন।
    • যেসব অ্যাপ ট্রান্সফার হবে সেই তালিকায় WhatsApp রয়েছে কিনা তা চেক করে দেখতে অ্যাপ বিকল্পে ট্যাপ করুন। 
  6. প্রম্পট দেখানোর পর, নিজের WhatsApp চ্যাট ট্রান্সফার করার বিষয়টি কনফার্ম করুন।
  7. Android ডিভাইসে দেখানো QR কোডটি iPhone-এর ক্যামেরা অ্যাপ ব্যবহার করে স্ক্যান করুন।
    • আপনি QR কোড স্ক্যান করতে না পারলে সেক্ষেত্রে এইসব ধাপ অনুসরণ করুন:
      1. আপনার iPhone-এ WhatsApp খুলুন।
      2. সেটিংসে যান।
      3. চ্যাট এবং তারপর Android-এ চ্যাট সরান বিকল্পে ট্যাপ করুন।
  8. ডেটা ট্রান্সফার শুরু করতে, আপনার iPhone-এ শুরু করুন এবং তারপর ট্রান্সফার শুরু করুন বিকল্পে ট্যাপ করুন। 
  9. ডেটা ট্রান্সফার সম্পূর্ণ হওয়ার পর, নিজের Android ফোনে WhatsApp-এ সাইন-ইন করুন।

পরামর্শ:

  • যেসব ডিভাইসে এন্টারপ্রাইজ সার্টিফিকেট রয়েছে তাতে WhatsApp ট্রান্সফারের সুবিধা উপলভ্য নাও হতে পারে।
    1. ইনস্টল করা সার্টিফিকেট ম্যানুয়ালি সরাতে সেটিংসে যান।
    2. এরপর সাধারণ এবং তারপর ডিভাইস ম্যানেজার বিকল্প বেছে নিন।
    3. প্রোফাইল বেছে নিন।
    4. আরও বিবরণ বিকল্পে ট্যাপ করুন।
    5. সার্টিফিকেট সরাতে সার্টিফিকেট বিকল্পে ট্যাপ করুন।

এই ধরনের অন্যান্য রিসোর্স

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

true
সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
Google অ্যাপ্লিকেশানগুলি
প্রধান মেনু