কীভাবে আপনার সার্চ ইঞ্জিন পরিবর্তন করবেন তা জেনে নেওয়া

আপনার সার্চ ইঞ্জিন আপনার ব্রাউজারের হোম স্ক্রিন থেকে ওয়েব সার্চ করতে দেবে। Android-এ পছন্দের স্ক্রিন বেছে নেওয়া সম্পর্কে জেনে নেওয়া

আপনার সার্চ ইঞ্জিন পরিবর্তন করুন

Pixel ডিভাইসে

গুরুত্বপূর্ণ: নিচের নির্দেশাবলী শুধুমাত্র ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলে (EEA) প্রযোজ্য হয়।

  1. আপনার Pixel ফোন বা ট্যাবলেটে, আপনার হোম স্ক্রিনের সার্চ বার টাচ করে ধরে রাখুন।
  2. 'সেটিংস এবং তারপর সার্চ ইঞ্জিন' বিকল্পে ট্যাপ করুন।
  3. আপনি যে সার্চ ইঞ্জিন ব্যবহার করতে চান সেটি বেছে নিন।

Android ডিভাইসে

  1. আপনার Android ডিভাইসে, আপনার হোম স্ক্রিনের খালি স্পেস টাচ করে ধরে রাখুন।
  2. 'উইজেট ' বিকল্পে ট্যাপ করুন।
  3. আপনার পছন্দের সার্চ ইঞ্জিন অ্যাপ বেছে নিন।
  4. টাচ করে ধরে রাখুন, তারপর আপনার হোম স্ক্রিনে সার্চ ইঞ্জিন টেনে আনুন।
    • আপনি যে সার্চ ইঞ্জিন ব্যবহার করতে চান সেটি খুঁজে না পান, সেটি Play Store থেকে ইনস্টল করুন।

Chrome সেটিংসের মাধ্যমে Android ডিভাইসে

  1. আপনার Android ডিভাইসে, Chrome Chrome খুলুন।
  2. 'আরও এবং তারপর সেটিংস ' বিকল্পে ট্যাপ করুন।
  3. “প্রাথমিক”-এর অধীনে সার্চ ইঞ্জিন বিকল্প বেছে নিন।
  4. আপনি Chrome-এ ব্যবহার করতে চান যে সার্চ ইঞ্জিন, সেটি বেছে নিন।

ডিফল্ট সার্চ ইঞ্জিন কীভাবে সেট করবেন তা জেনে নেওয়া

সম্পর্কিত রিসোর্স

true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
12141664182019807421
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false