খোঁজার জন্য সার্কেল বানান ব্যবহার করে স্ক্রিনে সার্চ করা

গুরুত্বপূর্ণ: এই ফিচারের সুবিধা, Android ফোনের বেছে নেওয়া মডেলের ক্ষেত্রে উপলভ্য।

স্ক্রিনে দেখানো কোনও ছবি বা টেক্সট সার্কেল, হাইলাইট, স্ক্রিবেল বা ট্যাপ করে বেছে নিয়ে Google-এ সার্চ করুন।

খোঁজার জন্য সার্কেল বানান কীভাবে ব্যবহার করবেন

স্ক্রিনে দেখানো কোনও ছবি, ভিডিও বা টেক্সট সার্চ করতে:

  1. খোঁজার জন্য সার্কেল বানান শুরু করুন:
    • ৩টি-বোতাম দিয়ে নেভিগেশন মোডে হোম বোতাম বেশিক্ষণ ধরে টিপে থাকুন।

    • জেসচার নেভিগেশন মোডে নেভিগেশন হ্যান্ডেল বেশিক্ষণ ধরে টিপে থাকুন।

    আপনার Android ফোনের বিভিন্ন ফিচার কীভাবে ব্যবহার করবেন তা জানুন

  2. আপনি সার্চ করতে চান ও স্ক্রিনে দেখানো হচ্ছে এমন ছবি, ভিডিও বা টেক্সট বেছে নিতে সার্কেল, হাইলাইট বা ট্যাপ করুন।
  3. আপনি চাইলে সার্চ আরও রিফাইন করতে সার্চ বারে টেক্সট যোগ করতে পারেন।
  4. সার্চ ফলাফল স্ক্রিনের নিচে দেখানো হয়।
    • আরও ফলাফল দেখতে, ফলাফলের উপরের দিকে সোয়াইপ করুন।

পরামর্শ:

  • আপনার বেছে নেওয়া অংশ অ্যাডজাস্ট করতে, সেটির বর্ডার অথবা সম্পূর্ণ অংশটি টেনে ঠিক করুন।
  • সার্চ বারে ঢাকা পরে গেছে এমন কন্টেন্টের সাথে ইন্ট্যার‍্যাক্ট করার জন্য উইন্ডো সরাতে দুটি আঙ্গুল দিয়ে প্যান করুন অথবা সার্চ বার টেনে স্ক্রিনের উপরে বা নিচে রাখুন।
  • স্ক্রিনে দেখানো সম্পূর্ণ কন্টেন্ট সঙ্গে সঙ্গে অনুবাদ করতে, সার্চ বারের পাশে অনুবাদ বোতামে ট্যাপ করুন। এই ফিচার বাছাই করা ডিভাইসে উপলভ্য।
  • আপনার আশেপাশে অথবা ডিভাইসের স্পিকারে চলা অডিও খোঁজার জন্য মিউজিকাল নোটে ট্যাপ করুন।

খোঁজার জন্য সার্কেলের সাহায্যে AI ওভারভিউ পাওয়া

আপনার টেক্সট বা মাল্টি-সার্চ কোয়েরির উপর নির্ভর করে খোঁজার জন্য সার্কেলের সাহায্যে AI ওভারভিউ পেতে পারেন। মাল্টি-সার্চ সম্পর্কে আরও জানুন

খোঁজার জন্য সার্কেল বানান বন্ধ করা

৩টি-বোতাম দিয়ে নেভিগেশন মোডে

  1. আপনার Android ফোনের সেটিংস Settings বিকল্পে যান।
  2. খোঁজার জন্য সার্কেল বানান খুঁজে দেখুন।
  3. খোঁজার জন্য সার্কেল বানান বিকল্পে ট্যাপ করুন।
  4. খোঁজার জন্য সার্কেল বানান বিকল্প বন্ধ করুন।

জেসচার নেভিগেশন মোডে

  1. আপনার Android ফোনের সেটিংস Settings বিকল্পে যান।
  2. খোঁজার জন্য সার্কেল বানান খুঁজে দেখুন।
  3. খোঁজার জন্য সার্কেল বানান বিকল্পে ট্যাপ করুন।
  4. খোঁজার জন্য সার্কেল বানান বিকল্প বন্ধ করুন।

"খোঁজার জন্য সার্কেল বানান এখন উপলভ্য নেই" সমস্যা সমাধান করা

খোঁজার জন্য সার্কেল বানান কাজ করে এমন Android ডিভাইসে সেটি ব্যবহার করতে, এগুলি আছে কিনা দেখুন:

আপনার অনুমতি সেটিংস সঠিক আছে কিনা

  1. আপনার Android ফোনের সেটিংস Settings বিকল্পে যান।
  2. ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ খুঁজে দেখুন।
  3. ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট অ্যাপে ট্যাপ করুন।
    • ভালোভাবে দেখে নিন যে:
      • ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট ডিফল্ট হিসেবে "Google"-এ সেট করা আছে কিনা।
      • "স্ক্রিনশট ব্যবহার করুন" বিকল্প চালু আছে কিনা।

আপনার Google অ্যাপ আপ-টু-ডেট রয়েছে কিনা

  1. আপনার Android ফোনে, Google Play Store অ্যাপ Google Play খুলুন।
  2. স্ক্রিনের উপরে ডানদিকে আপনার প্রোফাইল আইকনে ট্যাপ করুন।
  3. অ্যাপ ও ডিভাইস ম্যানেজ করুন এবং তারপর ম্যানেজ করুন বিকল্পে ট্যাপ করুন।
  4. Google অ্যাপ Google Search-এ ট্যাপ করুন।
    • "আপডেট উপলভ্য" লেবেল দেখতে পেলে, আপডেট করুন বিকল্পে ট্যাপ করুন।

সম্পর্কিত রিসোর্স

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

true
সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
17046065041460702258
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false